Hashi Khatun

Hashi Khatun আমি আমার মতো

27/06/2025

Capcut ব্যবহার করা কি সেইফ??
৬ জুন ২০২৫ ক্যাপকাটের নতুন Terms & Condition অনুযায়ী, চিন্তা করলে CapCut ব্যবহার করা এখন অনিরাপদ!
Capcut চাইলে যা যা করতে পারে এখন:
- আপনি যখন অনলাইনে থেকে Capcut চালাবেন তখন ক্যাপকাট চাইলে Capcut এ আপলোড করা বা ইডিট করা ভিডিও বা কন্টেন্ট , নিজেরা নিয়ে ব্যবহার করতে পারবে!
- আপনার ডিভাইসের বিভিন্ন এক্সেস + মেটা ডাটা যেমন লোকেশন, ডিভাইসের ডিটেইলস সহজেই পেয়ে যায়।
- আপনার Capcut একাউন্ট না থাকলেও আপনার ভিডিও/কন্টেন্টের এক্সেস ক্যাপকাট পাবে!!

দেখেন ভাই কাহিনী হচ্ছে ডেটা সব এ্যপসেই নেয়, যখন আপনার ফোনে ইন্সটল থাকে। শুধু সাধু সাজার জন্য এক্সেস নেওয়ার আগে পারমিশন চায় ক্যামেরা, গ্যালারি এসবের।
আপনার কি মনে হয়, এক্সেসের পারমিশন না দিলে এক্সেস পাবেনা??

যাই হোক, Capcut এর সমাধান হচ্ছে offline এ থেকে বা Airplane Mood অন করে ভিডিও ইডিট করা। কিন্তু, এইভাবে তো ভিডিও ইডিটের সব ফিচার-ও পাবেন্না!
তাইলে সমাধান?
Capcut ব্যবহার আপাতত বাদ্দেন, আর চাইনিজ এ্যাপ মানেই ডাটা নিবে এটা সিউর। নিজের দেশের সব মানুষজনের-ই ডাটা ট্র‍্যাক করে সেখানে আমি-আপনি কে? যদিও এই নতুন নিয়মের পরে ওদের নামে মামলা চলতেছে!

রিকশা চালিয়ে সংসার চালাতেন সুরেশভাই খটিক, আর সেই সামান্য রোজগার থেকেই মেয়েকে করেছিলেন শিক্ষিত—মেয়ে পায়েল খটিক ছোটবেলা থে...
14/06/2025

রিকশা চালিয়ে সংসার চালাতেন সুরেশভাই খটিক, আর সেই সামান্য রোজগার থেকেই মেয়েকে করেছিলেন শিক্ষিত—মেয়ে পায়েল খটিক ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ। প্রতিটি ক্লাসেই প্রথম হতেন।

বাবা সুরেশভাইয়ের স্বপ্ন ছিল—এই মেয়েই একদিন তাঁদের পুরো পরিবারকে উন্নতির পথে নিয়ে যাবে। সেই স্বপ্ন বাস্তবে রূপ পায়, পায়েল এক নামী প্রাইভেট কোম্পানিতে চাকরি পান। আর সেই কোম্পানির তরফেই পায়েলকে পাঠানো হচ্ছিলো লন্ডনে, উচ্চতর পড়াশোনার জন্য।

১২ই জুন, ২০২৫—এই দিনটা হতে পারত সুরেশভাইয়ের জীবনের সবচেয়ে গর্বের দিন।

কিন্তু তার আগেই সব বদলে গেলো।

ভয়াবহ বিমান দু*র্ঘ*টনা কেড়ে নিলো সুরেশভাইয়ের একমাত্র মেয়ে পায়েলকে। যে মেয়ের জন্য এত লড়াই, এত স্বপ্ন—সবকিছু মাটিতে মিশে গেলো কয়েক সেকেন্ডে। গর্বের সেই দিনটা এখন আজীবনের যন্ত্রণায় পরিণত।

জীবন কখন যে কীভাবে ছিনিয়ে নেয় আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা—তা কেউ জানে না।
পায়েল আর নেই… কিন্তু পায়েলরা থাকবে আমাদের গল্পে, আমাদের স্মৃতিতে।

পরী অভিনয়ে সেরা রেহ 🥴
13/06/2025

পরী অভিনয়ে সেরা রেহ 🥴

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময়...
13/06/2025

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন — নিজের স্ত্রী আর তিনটে ছোট ছেলেমেয়েকে নিয়ে বিদেশে একটা ভাল জীবন গড়ে তুলবেন।
স্ত্রী কোমী ভ্যাস, পেশায় ডাক্তার, আর বাচ্চারা তখনও ভারতে। প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন — “একদিন ওদের সবাইকে নিয়ে আসব এখানে, একসাথে একটা নতুন জীবন শুরু করব।”

অনেক কষ্টে, হাজারটা কাগজপত্র, বছরের পর বছর অপেক্ষা — সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এল। মাত্র দু’দিন আগে কোমী নিজের চাকরি ছেড়ে দিলেন। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হল, আত্মীয়দের বিদায় জানানো হল, আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন।

আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার, বুকভরা আনন্দ, আশায়-ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর ফ্লাইটে — লন্ডনের টিকিট কাটা, একমুখী পথ — ফেরার কথা নয়, এবার শুধু এগিয়ে চলা।
একটা সেলফি তুলল সকলে, হেসে, জড়িয়ে, যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। সেই ছবিটা পাঠাল আত্মীয়-পরিজনদের — "দেখো, আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে!"

কিন্তু ভাগ্য বড়ই নির্মম। সেই প্লেন আর পৌঁছল না। আকাশেই ভেঙে পড়ল। আর কেউ ফিরল না।

এক মুহূর্তে সব শেষ।
একটা গোটা পরিবারের শত স্বপ্ন, হাজার রঙ, সমস্ত হাসি কান্না — সব কিছু ছাই হয়ে গেল।

এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দেয় — জীবনটা ভীষণই নরম, ভীষণই অনিশ্চিত। কখন কোন মুহূর্তে সবকিছু বদলে যায়, কেউ জানে না।
যা কিছু ভালোবাসো, যাদের জন্য বাঁচো, যাদের নিয়ে স্বপ্ন দেখো — একটাও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে।

তাই যেদিনটা তোমার হাতে আছে, আজকের দিনটা — সেটাকেই ভালোবেসো।
মনের কথা বলো, প্রিয়জনকে জড়িয়ে ধরো, আর সুখের জন্য কালকের অপেক্ষা কোরো না।

কারণ কাল যে আদৌ আসবে কিনা, তার কোনও গ্যারান্টি নেই।

✍️ডাঃ সপ্তদ্বীপা সাহা

_ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..।🥲আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ্বে ...
12/06/2025

_ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..।🥲

আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ্বে গিয়েছিলেন, যাকে বারবার প্লেন ফিরিয়ে দিচ্ছিল — অনেকেই বলেছিলেন, “হয়তো তার যাওয়ায় আল্লাহর রহমত আছে”, আজ খবর এলো — তিনি আর নেই।

আপনি চলে গেলেন, কিন্তু আপনার প্রতি আল্লাহর এই রহস্যময় আহ্বান চিরকাল মনে থাকবে আমাদের।
আল্লাহ্ মহান। আল্লাহ্ এক ও অদ্বিতীয়। কোনো‌ সন্দেহ নেই। 🤲🤲🤲 আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করুন...😓🤲

এটা হলো বাংলাদেশি কচ্ছপ 🐢😆
11/06/2025

এটা হলো বাংলাদেশি কচ্ছপ
🐢😆

বিপদ-আপদের সময়,,,,দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তায়ালার দরজার সবসময় খুলা থাকে।
31/05/2025

বিপদ-আপদের সময়,,,,দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তায়ালার দরজার সবসময় খুলা থাকে।

ভালোবাসা কাকে বলে জানো ? আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে অনুভব করি আমরা, হ্যাঁ - এটাই হলো ভালোবাসা 😊
29/05/2025

ভালোবাসা কাকে বলে জানো ?
আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে অনুভব করি আমরা, হ্যাঁ - এটাই হলো ভালোবাসা 😊

05/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

শুভ দুপুর
05/04/2025

শুভ দুপুর

🌹🌹🌹
03/04/2025

🌹🌹🌹

Good morning
15/03/2025

Good morning

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hashi Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share