Mominul Islam

Mominul Islam ব্রাজিল রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান সকল প্লেয়ারের সকল আপডেট নিউজ ও ভিডিও পেতে পেজটিকে ফলো করুন।।----- Momin Mash
(1)

ইনজুরি 💔 বিশ্বকাপ স্বপ্ন শেষ 💔
20/09/2025

ইনজুরি 💔
বিশ্বকাপ স্বপ্ন শেষ 💔

"২০১৯ সাল থেকে নেইমার আর শারীরিকভাবে ভালো থাকতে পারছে না।অনেক বেশি চোট।এখন, মুক্তির গল্পটা দারুণ। রোনালদো ৯৮ এর  পর যা ক...
19/09/2025

"২০১৯ সাল থেকে নেইমার আর শারীরিকভাবে ভালো থাকতে পারছে না।অনেক বেশি চোট।

এখন, মুক্তির গল্পটা দারুণ। রোনালদো ৯৮ এর পর যা কিছু সহ্য করেছে, তার পর ২০০২ বিশ্বকাপ জিতেছে। আমি তুলনা করছি না, কিন্তু যদি নেইমার পরের বিশ্বকাপের জন্য সুস্থ হয়ে উঠতে পারে, তবে সেটা হবে এক অসাধারণ গল্প।"

— আন্দ্রে রিজেক ( গ্লোবোর সাংবাদিক)

🚨 ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনিসিয়াস জুনিয়র তার এই ছবিটি পোস্ট করেছেন,সাথে একজন বিখ্যাত ব্রাজিলিয়ান কবির একটি লিরিক্সও যুক্...
17/09/2025

🚨 ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনিসিয়াস জুনিয়র তার এই ছবিটি পোস্ট করেছেন,সাথে একজন বিখ্যাত ব্রাজিলিয়ান কবির একটি লিরিক্সও যুক্ত করেন –

আমি যে পুরষ্কার জিতেছি তা আমাকে সেরা করে তোলেনি! এটা কেবল এই যে সবসময় আরও প্রতিভাবান কেউ না কেউ থাকে,কিন্তু ছোটবেলা থেকেই আমি সবচেয়ে বেশি পরিশ্রমী।
আমার অধ্যবসায় এবং অনেককে চুপ করিয়ে দেওয়ার জন্য আমি জিতেছি এবং এতে আমার কোনও লাভ হয়নি,জীবন সহজ হয়নি।
আমি আরও শক্তিশালী হয়েছি,গৌরব কেবল এই ট্রফিতে নয়,শেষ পর্যন্ত লড়াই করার সাহসের মধ্যেও।

ম্যাচ ডে:ব্রাজিলিয়ান সিরি আ'র ম্যাচে আজ রাত ১ টায় অ্যাথলেটিকো মিনেইরো'র বিপক্ষে সান্তোস এর হয়ে মাঠে নামবেন নেইমার জুনিয়র...
14/09/2025

ম্যাচ ডে:

ব্রাজিলিয়ান সিরি আ'র ম্যাচে আজ রাত ১ টায় অ্যাথলেটিকো মিনেইরো'র বিপক্ষে সান্তোস এর হয়ে মাঠে নামবেন নেইমার জুনিয়র।

শুরুতে আর্টিফিশিয়াল মাঠে নেইমারের না খেলার কথা থাকলেও নেইমারের অনুরোধে সান্তোস নিশ্চিত করেছে যে নেইমার খেলবে৷এমনকি নেইমারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা খুবই বেশি।ফাইনালি নেই ডে 😍

🗣️ রিপোর্টার: “মিস্টার আনচেলত্তি, ব্রাজিল কি সত্যিই আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছুঁতে পারবে?”🗣️ কার্লো আনচেলত্তি: “আমি আম...
12/09/2025

🗣️ রিপোর্টার: “মিস্টার আনচেলত্তি, ব্রাজিল কি সত্যিই আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছুঁতে পারবে?”

🗣️ কার্লো আনচেলত্তি: “আমি আমার দলকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এই জার্সি মানে ইতিহাস, গর্ব আর দায়িত্ব। আমরা ৬ষ্ঠ বিশ্বকাপের জন্য শুধু খেলবো না—রক্ত, ঘাম আর হৃদয়ের সবটুকু ঢেলে দেবো। ব্রাজিল যখন মাঠে নামে, তখন শুধু ফুটবল খেলে না… সে লড়াই করে একটি জাতির স্বপ্নের জন্য।” 😯🔥

গত দুই ম্যাচেই এলিসন ছিলেন অনবদ্য, দুর্দান্ত।  ✨💛
12/09/2025

গত দুই ম্যাচেই এলিসন ছিলেন অনবদ্য, দুর্দান্ত। ✨💛

বাংলাদেশ জিততে পারবে না 💯🤷
11/09/2025

বাংলাদেশ জিততে পারবে না 💯🤷

🎙️আন্দ্রে সান্তোস:“চেলসির জন্য আমি কাকে কিনব? নেইমার।” 🇧🇷🔵
10/09/2025

🎙️আন্দ্রে সান্তোস:
“চেলসির জন্য আমি কাকে কিনব? নেইমার।” 🇧🇷🔵

🔥 নেইমার মানেই আলাদা এক ব্রাজিল! 🇧🇷⭐👉 নেইমার ছাড়া৭০ ম্যাচে জয় মাত্র ৩৯টা (৫৬%)হার ১৭টা (২৫%)👉 নেইমার সহ১২৮ ম্যাচে জয় ৯২ট...
10/09/2025

🔥 নেইমার মানেই আলাদা এক ব্রাজিল! 🇧🇷⭐

👉 নেইমার ছাড়া
৭০ ম্যাচে জয় মাত্র ৩৯টা (৫৬%)
হার ১৭টা (২৫%)

👉 নেইমার সহ
১২৮ ম্যাচে জয় ৯২টা (৭১.৮৭%)
হার মাত্র ১৫টা (১১.৭২%)

📊 পরিসংখ্যানই বলে দেয় নেইমার সেলেসাও’র সাফল্যের আসল চাবিকাঠি! 🐐💛💚

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পক্ষে টপ স্কোরার রাফিনহা 💗☘️আহ্ নেইমার 💔👑
10/09/2025

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পক্ষে টপ স্কোরার রাফিনহা 💗☘️
আহ্ নেইমার 💔👑

🚨🇧🇷🇧🇩 আজকের সংবাদ সম্মেলনে ল্যাটিন বাংলার সাংবাদিক অর্ণব বাপ্পি মার্তিনেল্লিকে প্রশ্ন করেন, “বাংলাদেশে ব্রাজিলের বিশাল ফ...
08/09/2025

🚨🇧🇷🇧🇩 আজকের সংবাদ সম্মেলনে ল্যাটিন বাংলার সাংবাদিক অর্ণব বাপ্পি মার্তিনেল্লিকে প্রশ্ন করেন, “বাংলাদেশে ব্রাজিলের বিশাল ফ্যানবেইস তোমাদের ফলো করে, বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য কি পরামর্শ দিবে?”

জবাবে মার্তিনেল্লি বলেছে, “একজন ফুটবলার হওয়াটা সবসময় সম্মানের। আমি বাংলাদেশের তরুণ ও বাচ্চাদের বলবো, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাও, এটা সহজ নয়, তবে স্বপ্নের পিছনে ছুটো আর মা-বাবার কথা শুনো।”

অর্ণব বাপ্পি ও ল্যাটিন বাংলাকে ধন্যবাদ। 🥰🇧🇩🇧🇷

08/09/2025

ব্রাজিল + বাংলাদেশ 🇧🇷🇧🇩

Address

Rajshahi

Telephone

+8801811345044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mominul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share