Mominul Islam

Mominul Islam ব্রাজিল রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান সকল প্লেয়ারের সকল আপডেট নিউজ ও ভিডিও পেতে পেজটিকে ফলো করুন।।----- Momin Mash
(1)

গোল ফ্রান্সের মতে, নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপের প্রস্তুতির জন্য অলিম্পিক ডি মার্সেইয়ে যোগ দেওয়ার জন্য আলোচনা করছেন।
28/07/2025

গোল ফ্রান্সের মতে, নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপের প্রস্তুতির জন্য অলিম্পিক ডি মার্সেইয়ে যোগ দেওয়ার জন্য আলোচনা করছেন।

কার্লো আনচেলোত্তির সুবাদে জাতীয় দলে ফিরে ফিটনেসের প্রতি আরও বেশি গুরুত্ব দিয়েছেন ক্যাসেমিরো। ডোরিভাল থাকলে হয়তো আর জাতীয়...
26/07/2025

কার্লো আনচেলোত্তির সুবাদে জাতীয় দলে ফিরে ফিটনেসের প্রতি আরও বেশি গুরুত্ব দিয়েছেন ক্যাসেমিরো। ডোরিভাল থাকলে হয়তো আর জাতীয় দলে ফেরা হতো না। অবশেষে আনচেলোত্তি এসে কপাল খুলে গিয়েছে ক্যাসেমিরোর।

এবারে আনচেলোত্তির আস্থার প্রতিদান দেয়ার পালা। তাইতো ফিটনেসের ক্ষেত্রে এক চুলও ছাড় দিচ্ছেন না ক্যাসেমিরো।

কাসেম কাগার ফিটনেস ☠️🔥

কনফার্মড: ম্যাচ ফিক্সিং অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেতে যাচ্ছেন লুকাস পাকুয়েতা, আগামী সপ্তাহেই আসবে অফিসিয়াল ঘোষণা!এই অ...
26/07/2025

কনফার্মড: ম্যাচ ফিক্সিং অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেতে যাচ্ছেন লুকাস পাকুয়েতা, আগামী সপ্তাহেই আসবে অফিসিয়াল ঘোষণা!

এই অভিযোগটা আসার পর থেকে পাকুয়েতার ক্যারিয়ারে বড় একটা ডাউনফল হয় এবং জাতীয় দল থেকেও ছিটকে যায়। পাকুয়েতা একটা "নতুন জীবন" পেয়েছে ঠিকই তবে তাকে এখান থেকে একদম নতুন করে শুরু কর‍তে হবে যা মোটেও সহজ কাজ নয়। সামনেই বিশ্বকাপ, তাই আগামী বিশ্বকাপে পাকুয়েতাকে হয়তো আমরা পাচ্ছি না তবে একজন ব্রাজিল ফ্যান হিসাবে অবশ্যই ওর সেরা ফর্ম ফিরে পাওয়ার অপেক্ষায় থাকবো!

🔴🇧🇷 ট্রান্সফার আপডেট: স্যামুয়েল লিনো!অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্লামিঙ্গোতে যোগ দিচ্ছেন লিনো। যদি...
25/07/2025

🔴🇧🇷 ট্রান্সফার আপডেট: স্যামুয়েল লিনো!

অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্লামিঙ্গোতে যোগ দিচ্ছেন লিনো।

যদিও এই বয়সে ইউরোপেই চাচ্ছিলাম তবে ফ্লামিঙ্গো ভালো ক্লাব এবং ব্রাজিল লিগে ফিরে আসাটা এই মুহূর্তে একটা ইতিবাচক দিক কারণ লিনো এমন একটা খেলোয়াড় যাকে যেকোনো পজিশনে খেলানো যায়, যার ফলে ব্রাজিল দলে সুযোগ মিলতে পারে। বিশেষ করে ও লেফট উইং ব্যাক পজিশনে বেশ কার্যকরী যেটা ব্রাজিল দলে দরকার!

১৬ মিলিয়ন ইউরোতে লিওন থেকে ইংলিশ ক্লাব লীডস ইউনাইটেড এ পাড়ি জমালেন ব্রাজিলিয়ান গোলকিপার লুকাস পেরি। প্রিমিয়ার লীগে তাকে ...
25/07/2025

১৬ মিলিয়ন ইউরোতে লিওন থেকে ইংলিশ ক্লাব লীডস ইউনাইটেড এ পাড়ি জমালেন ব্রাজিলিয়ান গোলকিপার লুকাস পেরি।

প্রিমিয়ার লীগে তাকে রেগুলার দেখতে পারবো আশা করি।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরি হওয়ার পর এই প্রথম নেইমার টানা ৪ ম্যাচ পুরো ৯০ মিনিট খেলেছে।ভাগ্য সহায় ...
24/07/2025

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরি হওয়ার পর এই প্রথম নেইমার টানা ৪ ম্যাচ পুরো ৯০ মিনিট খেলেছে।ভাগ্য সহায় না হওয়া নেইমার আজ গোল পায়নি।

পারফরম্যান্স যেমনই হোক নেইমারের টানা ৪ ম্যাচ পুরো ৯০ মিনিট করে খেলতে পারাটা আমাদের জন্য বিশাল স্বস্তি।

🔥 “শেষ মুহূর্তে নায়ক হয়ে ওঠা এক যোদ্ধার গল্প” — ওয়েসলি ও ফ্ল্যামেঙ্গোর আবেগময় বিদায়।🇧🇷🔥ফুটবলে শেষ মুহূর্তের নাটকীয়তা অনে...
24/07/2025

🔥 “শেষ মুহূর্তে নায়ক হয়ে ওঠা এক যোদ্ধার গল্প” — ওয়েসলি ও ফ্ল্যামেঙ্গোর আবেগময় বিদায়।🇧🇷🔥

ফুটবলে শেষ মুহূর্তের নাটকীয়তা অনেক সময় পুরো ক্যারিয়ারটাই বদলে দিতে পারে।আর ওয়েসলির গল্প যেন তারই নিখুঁত প্রমাণ।

তিনি আসার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন—
"এই ছেলে কি সত্যিই ফ্ল্যামেঙ্গোর উপযুক্ত?"
অনেকেই ভেবেছিলেন, এই অধ্যায় বেশি দিন টিকবে না। মাঠে ভুল, গ্যালারিতে দুয়ো—সবকিছু মিলিয়ে ভবিষ্যৎ ছিল ঝুঁকির মুখে।

কিন্তু কেউ যদি হৃদয় দিয়ে খেলে, সেটার প্রতিদান ফুটবল নিজেই দেয়।ওয়েসলিও পেয়েছেন।

🎯 শেষ ম্যাচে গোল – যেন সিনেমার পর্দা থেকে উঠে আসা দৃশ্য!

ব্রাসিলেইরাও-এর গুরুত্বপূর্ণ ম্যাচ। ফ্ল্যামেনগোর পয়েন্ট দরকার। আর ঠিক তখনই—সবাইকে চমকে দিয়ে, সেই সমালোচিত ওয়েসলি করলেন জয়সূচক গোল!

ভক্তরা বিস্মিত। কেউ আনন্দে চিৎকার করছে, কেউ চোখ মুছছে।
এটা কোনো সাধারণ গোল ছিল না—এটা ছিল তাঁর শেষ কথা, শেষ ভালোবাসা, শেষ প্রমাণ।কারণ সে ইতিমধ্যেই ফ্লামেনগোকে বিদায় বলেছেন।

ক্লাব থেকে জাতীয় দলে—পরিণতির এক নিখুঁত বাঁক।সমালোচনার কেন্দ্রবিন্দু থেকে তিনি পৌঁছে গেছেন ব্রাজিল জাতীয় দলে।
এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়।
এটা নিরলস পরিশ্রম, ক্লাবের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর নিজের ওপর বিশ্বাসের ফসল।

আজ ওয়েসলি শুধু একটি নাম নয়—
সে একটি বার্তা।
যদি তুমি নিজের কাজটুকু মন দিয়ে করে যাও, একদিন ঠিকই আলো জ্বলবে তোমার জন্য।

একজন প্লেয়ার যখন ক্লাবের হয়ে খেলতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন, তখনই তিনি হয়ে ওঠেন 'নিজের' মানুষ।ওয়েসলিও হয়ে উঠেছেন ঠিক তাই।

🌟 এই বিদায় চিরস্থায়ী হয়ে থাকুক...

ওয়েসলি হয়তো ফ্ল্যামেঙ্গো ছাড়ছেন, কিন্তু তাঁর গল্প এখানেই শেষ নয়।এই গল্প থাকবে নতুনদের অনুপ্রেরণা হয়ে।এই বিদায় থাকবে চিরস্থায়ী, কারণ এখানে ছিল আত্মত্যাগ, ভালোবাসা আর প্রত্যাবর্তনের এক অসম্ভব দৃঢ় ইচ্ছা।

Vai firme, Wesley.
তুমি বিদায় নিচ্ছো এক ক্লাব থেকে, কিন্তু চিরকালের জন্য জায়গা করে নিচ্ছো হাজারো ভক্তের হৃদয়ে।


ব্রেকিং:ইনজুরির কারণে আরও ২ মাস মাঠের বাহিরে থাকবেন এন্ড্রিক ফেলিপে। ব্রাজিলের নেক্সট কলআপেও থাকবেন না এন্ড্রিক।
23/07/2025

ব্রেকিং:

ইনজুরির কারণে আরও ২ মাস মাঠের বাহিরে থাকবেন এন্ড্রিক ফেলিপে। ব্রাজিলের নেক্সট কলআপেও থাকবেন না এন্ড্রিক।

ভিনিসিয়াস এর সেলিব্রিশনে শরিফুল ❤️🇧🇩??
22/07/2025

ভিনিসিয়াস এর সেলিব্রিশনে শরিফুল ❤️🇧🇩??

ম্যান ইউর হয়ে আজকে সন্ধ্যা 7 টায় মাঠে নামবে দুই ব্রাজিলিয়ান ক্যাসেমিরো এবং কুনহা Leeds united বিপক্ষে কুনহার অভিষেক হতে ...
19/07/2025

ম্যান ইউর হয়ে আজকে সন্ধ্যা 7 টায় মাঠে নামবে দুই ব্রাজিলিয়ান ক্যাসেমিরো এবং কুনহা Leeds united বিপক্ষে কুনহার অভিষেক হতে যাচ্ছে আজকে সন্ধ্যায় 7 টায় 💥

শুভ কমনা রইল all red বাহিনীর জন্য ❤

Address

Patgram

Telephone

+8801811345044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mominul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share