05/09/2023
পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন—
১ম বান্ধবীঃ এই, ৭নং লিখছিস?
২য় বান্ধবীঃ নারে, ৭নং টা ভালো করে পারিনা।
১ম বান্ধবীঃ ৮ নংলিখছিস?
২য় বান্ধবীঃ না, ঐ টা দিবোনা।
১ম বান্ধবীঃ ৯ নংপারিস?
২য় বান্ধবীঃ নারে।
১ম বান্ধবীঃ ১০ নং লিখছিস?
২য় বান্ধবীঃ লিখছি। তবে বানিয়ে-বানিয়ে লিখছি !!
এবার রেজাল্টের সময় ঐ দুই বান্ধবীর কথোপকথন—
১ম বান্ধবীঃ কত পাইছিস?
২য় বান্ধবীঃভালো নারে . . .
১ম বান্ধবীঃ আহা, বলনা?
২য় বান্ধবীঃ ৯৫।
১ম বান্ধবীঃ ৯৫ পাইছিস, তাও বলছিস ভালোনা !! কিন্তু তোরে তো ৪টা প্রশ্ন জিগাইছিলাম, তুই পারিসনা বলছিলি। এখন ৯৫ পাইলি ক্যামনে ???
পরীক্ষার হলে দুই বন্ধুর কথোপকথন—
১ম বন্ধুঃ দোস্ত, ৭ নং লিখছিস?
২য় বন্ধুঃ হুম।
১ম বন্ধুঃ দেখা।
২য় বন্ধুঃ এই যে ধর, খাতা দিয়া দিলাম। যত খুশি দেখ।
কিন্তু সাবধানে !!
১ম বন্ধুঃ থ্যাংকস দোস্ত। পাশ করমুতো?
২য় বন্ধুঃ শালা, আমি পাশ করলে তুইও করবি। এখন
লেখ।
এবার রেজাল্টের সময় ঐ দুই বন্ধুর কথোপকথন
—
১ম বন্ধুঃ দোস্ত, থ্যাংকস !! তোর কারণে পাশ করছিরে ...
২য় বন্ধুঃ শালা, না খাওয়াইলে তোর খবর আছে !! কত
পাইছিস?
১ম বন্ধুঃ ৯০ !!
২য় বন্ধুঃ আরে শালা, তুই তো আমার খাতা কপি করছিলি। তাইলে আমার চেয়ে ৫ কম পাইলি ক্যান?
বানান ভুল
করছিলি নাকি ??? 🤔
বন্ধু আর বান্ধবীদের মধ্যে সামান্য ব্যবধান,😀
এটাই বাস্তব, আমরা এরকমটাই দেখেছি অনেক,,,
যারা আইডি ফলো না করে গল্প পড়ছেন তাঁদের বলছি আইডি ফলো করেন আইডির গল্প গুলো মন ছুঁয়ে যাবে 👉👉 GamiGaming with RonyhGaming with RonyyGaming with Rony