03/04/2025
আজ বৃহস্পতিবার💔 আব্বা আমার জন্যে,আমি আব্বার জন্যে অপেক্ষা করতাম😞 আমার আব্বা বাড়ি আসবে আমিও বাড়ি যাবো। এখন শুধু স্মৃতি নিয়ে ভালো মুহূর্ত গুলো কল্পনা করি আর ভাবি এই পার্থিব জীবনের কোনোই মূল্য নেই। আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে।