
23/07/2025
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
তৌকির চলে গিয়ে ভালো করেছে😭বাঁচলে তার প্রতিটি নিশ্বাস তাকে শেষ করে দিতো,,,,তার বিবেকের আদালতে তাকে প্রশ্ন করা হতো তোমার জন্য এত ফুটফুটে ফুলগুলো ঝরে গেলো,,,সে হয়তো কখনো নিজেকে ক্ষমা করতে পারতো না।।।তার মন বার বার বলতো আমার জন্য এমন হয়েছে,,,,সে একটা মূহুর্তের জন্য শান্তিতে থাকতে পারতো না😭বিভিষিকাময় হয়ে উঠতো তার জীবন 😭সে কান্না করতে লুকিয়ে বা প্রকাশ্যে,,,সে এসব নিতে পারতো না😭সে চলে গেছে সাথে করে নিয়ে গেছে ফুলগুলো 🌹যাদের নিয়ে জান্নাতের বাগানে খেলবে,হাসবে,উড়বে,,,,গাইবে আমাদের দেশটা সপ্ন পুরী 😭
ভালো থেকো ভাই। 😭😭