02/01/2026
একজন পুরুষ কে ভালোবেসে ছিলো এক আপু।
তিনি সেলাই জানতেন খুব ভালো।প্রফেশনালি নেন নি কখনো।কারন উনার পুরুষ টি চাননি উনি কোনো প্রফেশনে গিয়ে উনার দিক থেকে মনোযোগ অন্য দিকে যাক।আপু মেনে নিলেন।
উনি খুব ভালো বেকিং জানতেন । কিন্তু তিনি তাতেও ক্যারিয়ার গড়েন নি।কারন তার পুরুষ টি চাননি তার পৃথিবীতে পুরুষ টি ছাড়া আর কোনো বিষয় থাকুক।ব্যাস আপুটি মেনে নিলেন।
এডুকেটেড যথেষ্ট। অথচ কোথাও কোনো জব করেন নি।কারন তার পুরুষ টি চেয়েছিলো তার পুরো পৃথিবী থাকুক ঐ পুরুষ টি।
এক আকাশ সম ভালোবাসা দিয়েছিলো পুরুষ টিকে।
এরপর বছরের পর বছর ঐ পুরুষের উপর এমন ভাবে নির্ভর হয়ে গেলো আপুটি আর কখনো একা রাস্তা পার হতেও ভয় পেতো।
বহু বছর পর সেই পুরুষ টি আপুর হাত ছেড়ে দিয়ে অন্য নারীর হাত ধরলো।
এখন এত বছর পর আবার কোথা থেকে শুরু করবে আপুটি নিজেও বুঝছেনা।কারন তার চেনাজানা গন্ডি তো বহু আগে রুদ্ধ দ্বারের ওপারে রেখে এসেছিলো এক বদ্ধ কামরায় এক পুরুষের ভালোবাসায়।
আজ যখন ছেড়ে চলে গেলো তখন ঐ রুদ্ধ দ্বার খুলতে গিয়ে দেখে তালা শক্ত হয়ে জ্যাম হয়ে আটকে আছে।
খোলা বড্ড কষ্ট।
এ কষ্টের দায়ভার কার??
নিজের পৃথিবী নিজ হাতে কোরবান করে দেয়ার দায়ভার অন্য কারো নয়।সেই নারীর।
আর যাই হোক নিজ পৃথিবীর সমস্ত কন্ট্রোল কখনো কোনো পুরুষের হাতে পুরোপুরি তুলে দেয়া উচিত না।
©️সুজানা