Tanin Bristi

Tanin Bristi There is nothing more beautiful than a smile that has struggled through tears....��
(3)

02/01/2026

একজন পুরুষ কে ভালোবেসে ছিলো এক আপু।
তিনি সেলাই জানতেন খুব ভালো।প্রফেশনালি নেন নি কখনো।কারন উনার পুরুষ টি চাননি উনি কোনো প্রফেশনে গিয়ে উনার দিক থেকে মনোযোগ অন্য দিকে যাক।আপু মেনে নিলেন।

উনি খুব ভালো বেকিং জানতেন । কিন্তু তিনি তাতেও ক্যারিয়ার গড়েন নি।কারন তার পুরুষ টি চাননি তার পৃথিবীতে পুরুষ টি ছাড়া আর কোনো বিষয় থাকুক।ব্যাস আপুটি মেনে নিলেন।

এডুকেটেড যথেষ্ট। অথচ কোথাও কোনো জব করেন নি।কারন তার পুরুষ টি চেয়েছিলো তার পুরো পৃথিবী থাকুক ঐ পুরুষ টি।

এক আকাশ সম ভালোবাসা দিয়েছিলো পুরুষ টিকে।
এরপর বছরের পর বছর ঐ পুরুষের উপর এমন ভাবে নির্ভর হয়ে গেলো আপুটি আর কখনো একা রাস্তা পার হতেও ভয় পেতো।

বহু বছর পর সেই পুরুষ টি আপুর হাত ছেড়ে দিয়ে অন্য নারীর হাত ধরলো।

এখন এত বছর পর আবার কোথা থেকে শুরু করবে আপুটি নিজেও বুঝছেনা।কারন তার চেনাজানা গন্ডি তো বহু আগে রুদ্ধ দ্বারের ওপারে রেখে এসেছিলো এক বদ্ধ কামরায় এক পুরুষের ভালোবাসায়।

আজ যখন ছেড়ে চলে গেলো তখন ঐ রুদ্ধ দ্বার খুলতে গিয়ে দেখে তালা শক্ত হয়ে জ্যাম হয়ে আটকে আছে।
খোলা বড্ড কষ্ট।
এ কষ্টের দায়ভার কার??

নিজের পৃথিবী নিজ হাতে কোরবান করে দেয়ার দায়ভার অন্য কারো নয়।সেই নারীর।

আর যাই হোক নিজ পৃথিবীর সমস্ত কন্ট্রোল কখনো কোনো পুরুষের হাতে পুরোপুরি তুলে দেয়া উচিত না।

©️সুজানা

09/12/2025

কেউ কোনোদিন বলে নি 😞

fans

05/12/2025

তোমার প্রতি আমার সমস্ত অনুভূতির মৃত্যু হোক 😅❤️‍🩹

fans

02/12/2025

অথচ আমি ভাবতাম 🙂🙂

fans

15/10/2025

মন যখন ক্লান্ত থাকে পৃথিবীর সব সৌন্দর্য ঝাপসা মনে হয়

17/09/2025
দুবাইয়ের রাজকুমারী Shaikha Mahra, যার ডিভোর্স হয়ছে কিছুদিন আগে। সে এখন নিজের একটা পারফিউম Launch করছে যেটার নাম দিয়েছে D...
12/09/2025

দুবাইয়ের রাজকুমারী Shaikha Mahra, যার ডিভোর্স হয়ছে কিছুদিন আগে।
সে এখন নিজের একটা পারফিউম Launch করছে যেটার নাম দিয়েছে DIVORCE
এখন থেকে পারফিউম কিনতে গিয়ে দোকানদার কে বলব আমাকে ডিভোর্স দেন তো!🙂

রৌদ্রউজ্জ্বল তেরোখাদিয়া 😰
15/08/2025

রৌদ্রউজ্জ্বল তেরোখাদিয়া 😰

অবশেষে তারে ব্লক করে দিয়েছি। অথচ সে বুঝতেও পারে'নি কারণ হয়'তো সে কোন'দিনও দ্বিতীয়'বার কল করার চেষ্টাই করে'নি..!!💙🤍
08/08/2025

অবশেষে তারে ব্লক করে দিয়েছি।
অথচ সে বুঝতেও পারে'নি
কারণ হয়'তো সে কোন'দিনও
দ্বিতীয়'বার কল করার চেষ্টাই করে'নি..!!💙🤍

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Tanin Bristi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share