Sunnah-সুন্নাহ্

Sunnah-সুন্নাহ্ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ❝প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় ❞ (সহীহ বুখারিঃ ৩৪৬১)

05/06/2025

নিজের কলিজার টুকরোকে হারিয়ে হতবাক পিতার আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে বলে গগনবিদারী আর্তনাদ কে দিবে, কি দিয়ে দিবে আদরের জান্নাতের টুকরো হারানো এই পিতাকে সান্ত্বনা? কত আনন্দে ঈদে পরিবার নিয়ে যাচ্ছিল বাড়ি, মুহুর্তেই সব আনন্দ বিষাদে পরিণত। মহান রাব্বুল আলআমীন এই পিতা ও তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক আমিন।

খবর: কালুরঘাট সেতুতে সিএনজি-ট্রেন মুখোমুখি সং'ঘ'র্ষ, এখন পর্যন্ত নি'হ'ত ২, আ'হ'ত অনেক।
মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন

05/06/2025

সে নিজেও জানে না সে কতটা ভাগ্যবতী.!🤍🌸

#আরাফা

02/06/2025

এক মিনিট সময় নিয়া কথা গুলা শুনে যাবেন 🙏
এই একটা মিনিট ভিডিও যেকোনো ব্যক্তির সঠিক ভাবে নিজের জীবনের পথ সুন্দর ভাবে পরিবর্তন করার জন্য যথেষ্ট 😊🖤

আজ ঐতিহাসিক বদর দিবস (১৭ রমজান, ২ হিজরি)।বদর দিবস ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও...
17/03/2025

আজ ঐতিহাসিক বদর দিবস (১৭ রমজান, ২ হিজরি)।

বদর দিবস ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সাহাবিদের নেতৃত্বে সংঘটিত বদরের যুদ্ধের (৬২৪ খ্রিস্টাব্দ) স্মরণে পালিত হয়। এটি ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, যেখানে মাত্র ৩১৩ জন মুসলিম মক্কার কুরাইশ বাহিনীর প্রায় ১,০০০ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করে। এটি মূলত ছিলো কুফরির বিরুদ্ধে ঈমানের লড়াই।

- ইসলামের প্রথম বিজয়, যা মুসলিম সম্প্রদায়ের আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
- আল্লাহর সহায়তায় মুসলিমরা সংখ্যায় কম হলেও জয়ী হয়, যা ঈমানের শক্তির প্রতিফলন।
- যুদ্ধের পর মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি আরও শক্তিশালী হয়।
বদর দিবস মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিন, যা ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থার গুরুত্ব বোঝায়।

08/03/2025

নারী অধিকার।

🗣️Ahmadullah

07/03/2025

আলহামদুলিল্লাহ্, গতকাল দালাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ভাইটির পূর্ব নাম ছিলো `আকাশ চন্দ্র কুড়ি শীল` বতমান নাম `আবদুল্লাহ আল-আমিন` 💙
মহান আল্লাহ তায়ালা প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করুক,আমীন। 🤲

07/03/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন

05/03/2025

নফসের নিকট পরাজিত যুবকদের উদ্দেশ্যে কিছু কথা।
🗣️আরিক উবাইদুল্লাহ.

03/03/2025

রমাদানের একটা দিনও যেন কোরআন বিহীন না কাটে ইন-শা-আল্লাহ।
সূরা: আল-ফাত্হ

25/02/2025

ছিনতাইকারী, চোর, ডা*কাত, চাঁদাবাজ আর ধ*'র্ষকদের এই দেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই।
এরা দেশের আবর্জনা।

02/02/2025

আমরা চাই, প্রতিটি গ্রাম, শহর ও প্রতিটি জায়গায় এমন দায়িত্বশীল মানুষ থাকুক।
ভাইটাকে হৃদয় থেকে ধন্যবাদ! ❤️

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah-সুন্নাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category