Rajshahi University Science Club - RUSC

Rajshahi University Science Club - RUSC This is the Official page of Rajshahi University Science Club (RUSC).

The Rajshahi University Science Club (RUSC) is a dynamic student organization at Rajshahi University. It promotes scientific knowledge and innovation through seminars, workshops, science fairs, and competitions. RUSC provides students with opportunities to engage in scientific research, develop practical skills, and network with professionals to inspire future scientists and engineers in Bangladesh.

RUSC Tree Plantation Drive 2025  শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ৩০ জুন ২০২৫ ইং তারিখে...
01/07/2025

RUSC Tree Plantation Drive 2025 শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ৩০ জুন ২০২৫ ইং তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন স্যারের সঙ্গে সাক্ষাৎ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সদস্যবৃন্দ।

আগামী ৩ জুলাই ২০২৫ সকাল ৯ টায় উক্ত প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি সদয় সম্মতি প্রদান করেছেন।

বিজ্ঞানের প্রচার ও প্রসারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিবছর এধরণের কর্মসূচি আয়োজন করে থাকে।

আগামী ৩ তারিখে “RUSC Tree Plantation Drive 2025” অনুষ্ঠিত হতে যাচ্ছে এম. আর. প্রভাত স্কুল এবং রিভারডেল ইন্টারন্যাশনাল স্...
29/06/2025

আগামী ৩ তারিখে “RUSC Tree Plantation Drive 2025” অনুষ্ঠিত হতে যাচ্ছে এম. আর. প্রভাত স্কুল এবং রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে।
উক্ত কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ এম. আর. প্রভাত স্কুল ও রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় প্রোগ্রামটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

#বৃক্ষরোপন #সবুজ_বাংলাদেশ

Congratulations & best wishes to newly appointed President (In-Charge) Khalid Mahmud.
29/06/2025

Congratulations & best wishes to newly appointed President (In-Charge) Khalid Mahmud.

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির পরিচালনা পর্ষদ
27/06/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির পরিচালনা পর্ষদ

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির জুন মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভ...
21/06/2025

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির জুন মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শেখ সৈকত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: রবি উস সানি স্বপন। সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি খালিদ মাহমুদ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, আদনান সাদিক কৌশিক এবং রাকিব রায়হান, সাংগঠনিক সম্পাদক মো: আবু জুবায়ের এবং সুলাইমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সম্পাদকবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ। মিটিংএ "scientific presentation" প্রদান করেন ক্লাবের অর্গানাইজার ফাহমিদা আক্তার। পরবর্তীতে "Alo Education presents RUSC Higher Study Camp-2025" এর আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয় এবং "RUSC Science Show and Social Awareness Camp-2025" এর আহ্বায়ক নির্ধারণ করা হয়। সেইসাথে "RUSC Tree Plantation Drive-2025" এর প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও মিটিংএ ক্লাবের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

At the central event of the 46th National Science and Technology Week, jointly organized by the National Museum of Scien...
21/06/2025

At the central event of the 46th National Science and Technology Week, jointly organized by the National Museum of Science and Technology and the Ministry of Science and Technology, Rajshahi University Science Club proudly participated by presenting an engaging science show as a specially invited organization.

We extend our heartfelt thanks and sincere gratitude to all media outlets for their support in covering and promoting this media platform and initiative.

Let science progress through shared dedication and collaboration.


ধন্যবাদ  Rajshahi University News24
20/06/2025

ধন্যবাদ Rajshahi University News24

জাতীয় মঞ্চে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

গতকাল রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত সায়েন্স শোতে ক্লাবের পক্ষ থেকে ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় এক্সপেরিমেন্ট প্রদর্শন করা হয়।

ধন্যবাদ রাবি প্রেসক্লাব
20/06/2025

ধন্যবাদ রাবি প্রেসক্লাব

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি...
20/06/2025

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

১৯ জুন ২০২৫, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (ঢাকা) প্রাঙ্গণে আয়োজিত সায়েন্স শো-তে ক্লাবের পক্ষ থেকে ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় এক্সপেরিমেন্ট প্রদর্শন করা হয়।দর্শকদের সামনে উপস্থাপিত উল্লেখযোগ্য এক্সপেরিমেন্টের মধ্যে ছিল ইনস্ট্যান্ট আইস, ভ্যানিশিং গ্লাস, লেজি বল, সিংগিং পাইপ, দৈত্যের ধোঁয়া প্রভৃতি।

এসময় সায়েন্স শো-তে উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. ইশতেহার আলী, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি দ্বীপ অধিকারী, সাবেক সভাপতি মাসুদ, এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাহি জান্নাতি অনন্যা। তাঁদের উপস্থিতি ক্লাবের ঐক্য ও উত্তরাধিকার বহন করে।

সায়েন্স শো পরিচালনায় নেতৃত্ব দেন ক্লাবের সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা ও সাধারণ সম্পাদক মো. রবি উস সানি স্বপন। সাথে প্রতিনিধি দলে ছিলেন সুলাইমান, মাহমুদুল হক ভূঁইয়ান, আব্দুল্লাহ আল মামুন অন্তু এবং মোঃ সোহান তানভীর।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যান বাছাড় বলেন –
"রাবি সায়েন্স ক্লাবের শো দর্শকদের অনুপ্রাণিত করেছে; বিজ্ঞান কে যে এত প্রাণবন্তভাবে এক্সপেরিমেন্ট এর মাধ্যমে দেখানো যায় সেটি রাবি সায়েন্স ক্লাব করে দেখিয়েছে। এটি আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।"

এই অংশগ্রহণ রাবি সায়েন্স ক্লাবের জন্য এক গর্বের ও স্মরণীয় মাইলফলক।বিজ্ঞান হোক সকলের কাছে সহজ, আনন্দদায়ক ও অনুপ্রেরণাদায়ক — এটাই আমাদের লক্ষ্য।

📸 সেই বিজ্ঞানময় মুহূর্তগুলোর কিছু ঝলক...

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ১৮ থেকে ২০ জুন, ২০২৫ "৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ" তে সায়েন্স শো প্...
18/06/2025

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ১৮ থেকে ২০ জুন, ২০২৫ "৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ" তে সায়েন্স শো প্রদর্শনীর জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আমন্ত্রণে ১৮ই জুন রাত ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা এর নেতৃত্বে, সাধারণ সম্পাদক মো: রবি উস সানি স্বপন, সাংগঠনিক সম্পাদক সুলাইমান সহ ৬ সদস্যের একটি "সায়েন্স শো" টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সবাইকে ১৯ ই জুন বিকেলে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এর মিলনায়তনে (আগারগাঁও, ঢাকা) "সায়েন্স শো" দেখার আমন্ত্রণ রইলো।

💙 Happy Father’s Day 💙Today, we honor the unwavering strength, quiet dedication, and unconditional love that fathers bri...
15/06/2025

💙 Happy Father’s Day 💙
Today, we honor the unwavering strength, quiet dedication, and unconditional love that fathers bring into our lives.
From guiding hands to wise words, their presence shapes who we are and who we aspire to be.

Behind every confident step and every courageous choice, there’s often a father’s steady support.
Their sacrifices may go unnoticed, but their impact is lifelong.

To all the fathers, father figures, and mentors—thank you for being the foundation of strength and love.
Wishing you a day filled with the appreciation you truly deserve.

Address

University Of Rajshahi
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi University Science Club - RUSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi University Science Club - RUSC:

Share