
19/09/2025
গত ১৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে টিএসসিসিতে অনুষ্ঠিত হয় 11th RUSC Freshers' Reception 2025.
প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অতিথির উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল সায়েন্স অলিম্পিয়াড (বিজ্ঞান বিভাগ), আইকিউ টেস্ট (অ-বিজ্ঞান বিভাগ), সায়েন্স শো, ক্যারিয়ার টক ও নৃত্য-সঙ্গীতসহ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এমিরিটাস অধ্যাপক ড. এ. কে. এম. আজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি কারিমা খাতুন ও নাজনিন আরা নিশু এবং সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদিয়া সুলতানা দিয়া।
এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল "ক্যারিয়ার টক" সেশন, যেখানে বক্তব্য দেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক ও স্টার্টআপ রাজশাহীর সহ-প্রতিষ্ঠাতা মাহির আশেফ।
এ আয়োজনে স্পন্সর হিসেবে ছিল এনএসএম লিমিটেড (আইটি পার্টনার), চারু আড্ডা (স্ন্যাক্স পার্টনার), তীর্থক নাটক (কালচারাল পার্টনার), আরইউ ইনসাইডার (এঙ্গেজমেন্ট পার্টনার)।