14/10/2023
অনেকে বলেন আমি কাজ শিখেছি কিন্তু কাজ পাচ্ছি না তাদের জন্য আমি তিনটা সমাধান দিচ্ছি।
১, প্রথমত হলো আপনি সবেই জানেন যেমন ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, লিড জেনারেশন ইত্যাদি কিন্তু সব কিছুই আদা আদা জানেন। যেমন হাতুরি ডাক্তার (সব রোগের টিটমেন্ট করেন) আপনারা যখন বায়ার এর সাথে কমিনিউকেশন করেন তখন বায়ার বুঝতে পারে আপনি পরিপূর্ন দক্ষ না তখন বায়ার আপনাকে কাজ দেয় না। তাই আগে নিজেকে আরো রিসার্স করেন টপিকটা নিয়ে বেশি বেশি প্রাকটিস করেন। এটা সব তথ্য খুজে খুজে শিক্ষকদের প্রশ্ন করে সে বিষয় নিজেকে দক্ষ করে গড়ে তুলুন।
২, আপনি বায়ারদের সাথে প্রপার কমিউনিকেশন করতে পারেন না। ফ্রিল্যান্সিং এ সব থেকে গুরুত্বপূর্ন হলো কমিউনিকেশন স্কিল তাই আমি সব সময় বলি প্রতিদিন ৫টা করে ওয়ার্ড মুখস্ত করুন নিজের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করুন।
৩, সেল স্কিল, আপনি যাই করেন না কেন আপনার সেল স্কিল না থাকলে কোন দিন আপনি কাজ পাবেন না। তাই আমি বলবো আমার ৭ম ক্লাসে আমি বলি কোন প্রোডাক্টস সেল করার জন্য কন্টেন্ট, ইমেজ, টার্গেটেট কাস্টমার কিভাবে কাজ করে। কোন একটায় যদি ত্রুটি থাকলে সেল হয় না। ঠিক তেমন আপনার কাজ না পাওয়ার জন্য এই সেল স্কিল কম আছে আগে এটাকে বৃদ্ধি করতে হবে। (যেমন কন্টেন্ট মানি গিগ ডিসক্রিপশন হতে পারে, ইমেজ মানি আগে দর্শন ধারি পরে গুন বিচারি এমন ব্যাপার ইমেজ এটাকটিভ হতে হবে, সার্স ট্যাগ মানি হলো টার্গেটেট কাস্টমার মানি যদি প্রোপার টার্গেটেট কাস্টমার সেট না করেন যেমন সেল হবে না। তেমন সার্স ট্যাগ ভাল না হলে গিগ মানুষ খুজে পাবে না। তখন কাজ পাবেন না।)
যাই হোক আরো রিসার্স করুন নিজেকে দক্ষ করুন লেগে থাকুন ইনসাআল্লাহ আজ বা কাল আপনি সফল হবেনই।