Voice Of Iqbal

Voice Of Iqbal মোহনপুর রাজশাহীর ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও করি।💗 আমার ফেসবুক আইডি JR Iqbal Polash ☑️ Video Creator

07/08/2025

অনেক বৃষ্টি হচ্ছে ❤️

🛑 মানবতার করুণ চিত্র 🛑এই ছবিটি কোনো সিনেমার দৃশ্য নয়। এটি বাস্তব—আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা।একজন রিক্সাচালক, জীবনে...
07/08/2025

🛑 মানবতার করুণ চিত্র 🛑
এই ছবিটি কোনো সিনেমার দৃশ্য নয়। এটি বাস্তব—আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা।

একজন রিক্সাচালক, জীবনের তাগিদে সারাদিন খেটে ক্লান্ত শরীরে রাতে ঘুমাতে গিয়েও স্বস্তিতে ঘুমাতে পারেন না। কারণ রিক্সা চুরি হয়ে গেলে তার জীবিকা বন্ধ হয়ে যাবে। তাই নিজের হাতকেই রিক্সার সঙ্গে শিকল দিয়ে তালা মেরে ঘুমাচ্ছেন তিনি, যেন কেউ চুরি করে না নিতে পারে তার একমাত্র রোজগারের পথটিকে।

অন্যদিকে, সারাদিন রাস্তায় রিক্সা চালাতে গিয়ে গায়ের উপর লাথি, গালি, হর্ন—সব সয়ে যান তিনি। কেউই ভাবে না, তিনি একটা মানুষ, তারও সম্মান আছে। অথচ এই আচরণ কেউ কোনো ভিআইপি গাড়ির সাথে করতে সাহস পায় না।

👉 এটা কি আমরা চেয়েছিলাম?
👉 এটা কি ন্যায়ের সমাজ?

📢 সম্মান দিন, শ্রদ্ধা দিন। পেশা নয়, মানুষ বড়।
আমাদের সামান্য একটু সদাচরণ, একটু সহানুভূতি—তাদের জীবন বদলে দিতে পারে।

♦️সংগৃহীত

দুটি ছবির ব্যবধান মাত্র কয়েক ঘণ্টা।প্রথম ছবিটি এয়ারপোর্টে ট্রলি ভর্তি স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে! দ্বিতীয় ছবিটি কয়েক ঘন্টা পর...
06/08/2025

দুটি ছবির ব্যবধান মাত্র কয়েক ঘণ্টা।

প্রথম ছবিটি এয়ারপোর্টে ট্রলি ভর্তি স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে! দ্বিতীয় ছবিটি কয়েক ঘন্টা পরে নিজের সজনদের ব্যাগ ভর্তি লাশ নিয়ে।

স্বজনরা আসছিলো উনাকে রিসিভ করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবাই ঠিকই বাড়ি যাচ্ছে কিন্তু লাশ হয়ে।
আল্লাহ উনাকে ধৈর্য ধারন করার তাওফিক দান করুন

বড়শিতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন ...
31/07/2025

বড়শিতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে, উনি কখনো বিশ্বাস করতো না, করলে এই বড়শির ধারের কাছে আসতো না।

তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃ*ত্যুর পর ক*বরের আ*জাব, হাশরের মাঠ পুলসিরাত, জা*ন্নাত -জা*হা'ন্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘু*ষ, সু*দ, হা'রাম আয় থেকে দূরে থাকতাম। অ'বৈধ প্রেম, ভালোবাসা, প*রকীয়া, শি*রক ও বি*দআত থেকে দুরে থাকতাম।

এই মাছটির মতো আমাদের ও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত।

লেখা- সংগৃহীত

💥২০ জন শিক্ষার্থীকে বাঁচানো মেহেরিন ম্যামের দাফনে কোনো ভিআইপি আসেনি। রাষ্ট্র কোনো সম্মানের ব্যবস্থাও করেনি, কারণ মেহেরিন...
23/07/2025

💥২০ জন শিক্ষার্থীকে বাঁচানো মেহেরিন ম্যামের দাফনে কোনো ভিআইপি আসেনি। রাষ্ট্র কোনো সম্মানের ব্যবস্থাও করেনি, কারণ মেহেরিন ম্যাম ছিলেন একজন সাধারণ শিক্ষক।

🔥এখানে যদি কোনো আমলা অথবা বাহিনীর কেউ থাকতেন, তাহলে বিশেষ ট্রিটমেন্ট পেতেন। রাষ্ট্রীয় বিভিন্ন পদক তো আছেই।

✍️যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন।

✅নিয়ম অনুযায়ী এটা আপনাদের করতে হবে সুতরাং করেন। প্যারা নাই। হয়তো পাইলটের কোনো দোষই ছিল না। হয়তো ছিলো দোষ। আমি জানি না। আমি জীবনে প্লেন উড়াই নাই।

💥কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে, আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন, এতোগুলা বাচ্চার জীবন বাঁচালেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেলো না?

‼️কেন? সিভিলিয়ান বইলা? সিভিলয়ানদের মধ্যে বীরত্ব নাই তাই?

📌📌কী জানি! আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না, আমরা হইতেসি আপনাদের ভূমিদাস। মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে।

#সংগৃহীত 💜

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত সকল শিক্ষার্থীদের হে আল্লাহ তুমি জান্নাতবাসী করো আমিন। পরিবারের সবাইকে ধৈর্য ধারণ কর...
22/07/2025

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত সকল শিক্ষার্থীদের হে আল্লাহ তুমি জান্নাতবাসী করো আমিন। পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমিন।

অথচ এই দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি 🥲
22/07/2025

অথচ এই দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি 🥲

রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে 💜✅
19/07/2025

রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে 💜✅

18/07/2025

গ্রাম বাংলার মাঠে ফুটবল খেলার অসাধারণ কিছু দৃশ্য 🥰
স্থানঃ হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোহনপুর, রাজশাহী 💜

মোহনপুর মডেল টাউন 💜 Mohonpur Model Town
16/07/2025

মোহনপুর মডেল টাউন 💜 Mohonpur Model Town

এজন্য ফুটবলকে ভালোবাসি 💜⚽
14/07/2025

এজন্য ফুটবলকে ভালোবাসি 💜⚽

দেশসেরা রাজশাহী কলেজ ❤️
08/07/2025

দেশসেরা রাজশাহী কলেজ ❤️

Address

Mohonpur
Rajshahi
6220

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Iqbal:

Share

Category