RH Easy Teach

RH Easy Teach ডিজিটাল মার্কেটিং রিলেটিভ যেকোনো প্রশ্ন করতে পারেন, তবে জানার জন্যে প্রশ্ন করবেন। সময় নষ্ট করবেন না।

21/02/2025

0 Followers, 3 Following, 0 Likes - Watch awesome short videos created by rayliotta24

21/02/2025

Sayid

21/02/2025

Watch, follow, and discover more trending content.

03/12/2024

জীবনের অর্ধেক সময় আমাদের ভাবতে-ভাবতে কেটে যায়। আজকে থাক, কাল থেকে শুরু করবো। সেই কালকেটা কাল হয়ে যায়, করা আর হয় না। মন স্থির করতে হবে, আজকে কেনো নয়। এখুনি শুরু করবো। আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো। ১) জীবন ২) সপ্ন এবং ৩) বাস্তবতা

☝বর্তমান বিশ্বে বহুল প্রচলিত ফ্রিল্যান্সিং শিখতে এবং নিজের Skills এবং Income টা কে বৃদ্ধি করতে চাইলে- লাইভ ক্লাসে অংশ নি...
29/12/2023

☝বর্তমান বিশ্বে বহুল প্রচলিত ফ্রিল্যান্সিং শিখতে এবং নিজের Skills এবং Income টা কে বৃদ্ধি করতে চাইলে- লাইভ ক্লাসে অংশ নিন!
আজকের লাইভ ক্লাসে স্পিকার হিসেবে থাকছেন! বাংলাদেশের সেরা একজন' এক্সপার্ট And সফ্ট স্কিল ট্রেইনার আলামিন ইসলাম স্যার" তাই আর দেড়ি না করে এখনই রেজিস্ট্রেশন করুন! হতে পারে ক্লাসটির পরেই আপনি আপনার সপ্ন পূরণ এর একটি রাস্তা খুঁজে পেলেন! 😇😇
ক্লাস টি হবে আজ রাত ৮ঃ০০ টা বাজে
#অবস্থানঃ Zoom apps✅

Topic: How to start Freelancing Career
রেজিষ্ট্রেশন এর শেষ সময় আজ বিকেল ৭:০০ টা বাজে আর প্রথম ৫ জন ব্যাক্তি পাবেন সম্পূর্ণ ফ্রি তে ক্লাস টি করার সুযোগ তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন।
ধন্যবাদ!!

✍️ সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে কেউ গুরত্ব দেবে না, কেউ ভালবাসবে না, প্রতিনিয়ত আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। সফলতা  অর্...
28/12/2023

✍️ সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে কেউ গুরত্ব দেবে না, কেউ ভালবাসবে না, প্রতিনিয়ত আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। সফলতা অর্জন করার পর ভালবাসার মানুষের অভাব থাকবে না তখন বলবে আমি জানতাম তুই পারবি এটাই হচ্ছে বাস্তবতা।😊
তাই সফল হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেই ভালবাসুন, নিজের কাজকে ভালবাসুন। যে কাজই করেন মনবল অটুট রাখুন, লেগে থাকুন উদ্দেশ্য পুরণের আশায়। লাগাতার পরিশ্রম করে যান, সেই পরিশ্রমের এবং প্রচেষ্টার লোনা পানি থেকেই একদিন অঙ্কুরিত হবে সফলতার বীজ।

আলহামদুলিল্লাহ, আজ এই দীর্ঘ ছয় (৬) মাসের কঠোর পরিশ্রমের ফল পেলাম।  যে সময়টি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সে ব্যয় ...
01/12/2023

আলহামদুলিল্লাহ, আজ এই দীর্ঘ ছয় (৬) মাসের কঠোর পরিশ্রমের ফল পেলাম। যে সময়টি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সে ব্যয় করেছিলাম, সেই সময়ের কষ্ট এবং পরিশ্রম এখন প্রতিফলিত হয়েছে। এই সাফল্যের জন্য আমি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় মেন্টর Mahedi Hasan Shuvo স্যারকে এবং অত্র প্রতিষ্ঠান Future-IT Institute কে । ধন্যবাদ জানাইলে সেটা খুব কম হয়ে যাবে প্রিয় স্যারকে। নিজের মধ্যে আসলেই অনেক ভালো লাগা কাজ করছে। এখন নিজেকে নিজে চিনতে পারছি, এখন বলতে পারবো অন্যেরা পারলে আমি কেন পারবো না। চেষ্টা আর মনোবল অটুট থাকলে আপনিও একদিন সফল হবেন।

একটি প্রফেশনাল সিভি তৈরি করতে কি কি জানা এবং থাকা জরুরি..??
26/11/2023

একটি প্রফেশনাল সিভি তৈরি করতে কি কি জানা এবং থাকা জরুরি..??

দির্ঘ সময় একটি পেইজে কাজ করতে পাঁচটি ওয়ে ফলো করতে হবে। ১) পেইজের এক্সেস নিতে হবে। পেইজ রিসার্চ করতে পাঁচটি বিষয় দেখতে হব...
17/11/2023

দির্ঘ সময় একটি পেইজে কাজ করতে পাঁচটি ওয়ে ফলো করতে হবে।

১) পেইজের এক্সেস নিতে হবে।
পেইজ রিসার্চ করতে পাঁচটি বিষয় দেখতে হবে।

* পেইজের কভার ফটোর সাইজ।

* লগো সিম্পল হলে ভালো, লগোতে সর্বচ্ছ তিনটি কালার ব্যবহার করা ভালো। লগো প্রফেশনাল করতে হবে।

* পেইজের ডিসেপশন এমন হতে হবে যে, যেকেউ ডিসেপশন পড়ে বোঝতে পারে পেইজটি কী সারভিজ দিয়ে থাকে।

* টাইম মেইনটেইন করে/ রুটিন মাপিক পোস্ট করতে হবে। ( যেমন, একদিনে একটি, এক সপ্তাহে একটি আবার এক মাসে ও একটি করতে পারেন)পেইজের কালার মেইনটেইন করতে হবে। যেন পিকচার দেখে অডিয়েন্স বুঝতে পারে এটা আপনার বেন্ড।

* পিকচার, কন্টেন্ট এবং একটি ভিডিও তৈরী করতে হবে।

২) এয়ারনেস কেম্পেইন রান করতে হবে। এই কেম্পেইন থেকে আমরা টার্গেট অডিয়েন্স কালেসন করতে পারবো ( যেমন, আমরা পোডাস্ সম্পর্কে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, বয়স বেজ এবং জেন্ডার বেজ অডিয়েন্স পাব।

৩) সেলস্ কেম্পেইন রান করতে হবে।
সেলস্ কেম্পেইনে আমরা তিন ধরনের কাস্টমার পাই..
১) হট কাস্টমার
২) কোল্ড কাস্টমার
৩) ফেক কাস্টমার

৪) রিটারগেইট সেলস্ কেম্পেইন করতে হবে। এয়ারনেস ও সেলস্ কেম্পেইন করে যে অডিয়েন্স তৈরি করেছিলাম তাদেরকে বাছাই করে আবারও এড পৌছে দেওয়াকে রিটারগেইট সেলস্ কেম্পেইন বলে।

৫) লুক এ লাইক অডিয়েন্স..
রিয়েল কাস্টমার আইডেনটি ফাই করে এড পৌছানোকে লুক এ লাইক এড কেম্পেইন বলে।
লুক এ লাইক অডিয়েন্স কারা। যে কাস্টমার আমার পোডাস্ কিনতে আগ্রহী ( এয়ারনেস কেম্পেইন, সেলস্ কেম্পেইন এবং রিটারগিইট কেম্পেইন করে যে ইন্টারেস্ট কাস্টমার পেয়েছি) এই কাস্টমার পোডাস্ কিনতে আগ্রহী।

পেইড ফেসবুক মার্কেটিং.. একটি প্রোফাইল/পেইজকে পেইড মার্কেটিং করে খুবই অল্প সময়ে গ্রো করা যায়। ফেসবুক মার্কেটিং করতে তিনটি...
09/11/2023

পেইড ফেসবুক মার্কেটিং..
একটি প্রোফাইল/পেইজকে পেইড মার্কেটিং করে খুবই অল্প সময়ে গ্রো করা যায়।
ফেসবুক মার্কেটিং করতে তিনটি বিষয়/ উপকরণ লাগবেই।
১) প্রোফাইল
২) পেইজ
৩) পেমেন্ট গেটওয়ে

ব্যাংক কার্ডের ডিটেইলস :- ব্যাংক কার্ড দুই প্রকার হয়।
১) লোকাল কার্ড
২) মাল্টি কারেন্সি/ ইন্টারনেসনাল

লোকাল কার্ড দুই ধরনের হয়।
১) নরমাল কার্ড
২) ভিসা/মাস্টার কার্ড

* লোকাল কার্ড দিয়ে শুধু ঐ নিজ ব্যাংকের যে কোনো শাখায় টাকা উথলন করা যায়।

* ভিসা/মাস্টার কার্ড দিয়ে সকল ব্যাংকের বুথে টাকা উথলন করা যায়।
একটি প্রোফাইল/পেইজকে পেইড মার্কেটিং করে খুবই অল্প সময়ে গ্রো করা যায় দুটি ওয়েতে।
১) প্রমোট করে
২) বুস্ট করে

প্রমোট:- পেইজ প্রমোট করে পেইজে লাইক এবং ফলোয়ার জেনারেট করা যায়।
বুস্ট:- পোষ্ট বুস্ট করে পোস্টে লাইক, কমেন্ট, সিয়ার, ভিউ এবং প্রডাক্ট সেলস করা হয়।

বুস্ট সেটআপ করতে প্রথমে গোল সেটআপ করতে হবে। গোলে আছে তিনটি অপশন।
১) অটোমেটিক
২) মেসেজ
৩) এনগেজমেন্ট (ভিউ, লাইক, কমেন্ট এবং সিয়ার)

অডিয়েন্স সেটআপ :- অডিয়েন্স এ আছে চারটি ধাপ..
১) জেন্ডার
২) বয়স
৩) লোকেশান
৪) ডিটেইলস টার্গেটিং

ডিটেইল টার্গেটিং সেটআপ :- ডিটেইল টার্গেটিং এ আছে বাউস্। বাউস্ এ আছে তিনটি অপশন। ১) ডেমোগ্রাফিক
২) ইন্টারেস্টেড
৩) বিহেভিয়ার

* ডেমোগ্রাফিক এর মধ্যে আছে ছয়টি অপসন।
১) এডুকেশন
২) ফাই নেন সিয়াম
৩) লাইভ ইভেন্ট
৪) পেরেন্টস্
৫) রিলেশনশিপ
৬) ওয়ার্ক

* ইন্টারেস্ট এর মধ্যে আছে নয়টি অপসন।
১) বিজনেস এবং ইন্ডাস্ট্রি
২) এন্টারটেইনমেন্ট
৩) ফেমেলি এবং রিলেশনশিপ
৪) ফিটনেস এবং ওয়েলনেস
৫) ফুডস্ এবং ডিংক
৬) হবিস্ এবং একটিভিস্ট
৭) শপিং এবং ফেসান
৮) স্পট এবং আউটডোর
৯) টেকনোলজি (কম্পিউটার ও ইলেকট্রিকাল)

* বিহেভিয়ার এর মধ্যে আছে সাতটি অপসন।
১) এনইভার্সি
২) বিহেভিয়াস্
৩) কনজ্যুমারস ক্লিয়ারেন্সিফিকেশন
৪) ডিজিটাল একটিভিস্ট
৫) টিম
৬) এক্সপার্ট
৭) মোবাইল ইয়ুযার

পেইজ প্রমোট সেটআপ করতে প্রথমে ক্রেট নিউ এড এ ক্লিক করতে হবে।
গোল সেটআপ :- গোলের মধ্যে আছে সাতটি অপশন।
১) অটোমেটিকস্
২) গেট মোর কল
৩) ওয়েবসাইট ভিজিটর
৪) গেট মোর ভিজিটিস্
৫) গেট মোর মেসেজ
৬) পেইজ লাইক
৭) গ্রোথ কাস্টমার বেজ

অডিয়েন্স সেটআপ :- অডিয়েন্স এ আছে চারটি ধাপ..
১) জেন্ডার
২) বয়স
৩) লোকেশান
৪) ডিটেইলস টার্গেটিং

Address

Charghat
Rajshahi
6270

Alerts

Be the first to know and let us send you an email when RH Easy Teach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RH Easy Teach:

Share