Karishma Amin

Karishma Amin I'm just myself. That's the best way to put it.

লম্বা ব্রেক শেষে কাজে ফিরেছি। ❤️PR নিয়ে প্রোমোশনাল কাজ আবার করছি।ড্রেস, শাড়ি, জুয়েলারি, খাবারের পি আর নিয়ে লাইভ, ছবি এবং...
24/07/2025

লম্বা ব্রেক শেষে কাজে ফিরেছি। ❤️
PR নিয়ে প্রোমোশনাল কাজ আবার করছি।

ড্রেস, শাড়ি, জুয়েলারি, খাবারের পি আর নিয়ে লাইভ, ছবি এবং রিলস্ করছি।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

Dress: Bishworang - বিশ্বরঙ
Jewellery : https://www.facebook.com/profile.php?id=61565503904862

 #পুরুষ_দাঁড়িয়ে_প্রসাব_করতে_পারে_তুুমি_পারো? কেন ভাই, নারীরা কখনোও পুরুষের সমতুল্য হতে চায়না।নারী চায় তার নিজের জায়গায় আ...
07/03/2025

#পুরুষ_দাঁড়িয়ে_প্রসাব_করতে_পারে_তুুমি_পারো?

কেন ভাই, নারীরা কখনোও পুরুষের সমতুল্য হতে চায়না।
নারী চায় তার নিজের জায়গায় আলোকিত হতে।
নারী তার নিজের পরিচয় চায়।
নারী কখনো বলেনা, আমরাও তাই চাই যা পুরুষ করে।
নারী নিজের নামে পরিচিত হতে চায়।
তাহলে কেন শুধু এই একটা উদাহরনই আসে!!
নারীরা কখনো বাবার বাসায় থাকে, কখনো স্বামীর বাসায় থাকে।
নারী নিজের একটা নিজস্ব ঠিকানা চায়।
নারী নিজেদের অধিকার চাইলেই ফেমিনিস্ট উপাধি পায়।

নারী প্রকাশ্যে সিগারেট খায় এটা যেমন আমি সার্পোট করিনা, পুরুষও প্রকাশ্যে সিগারেট খাক, এটা আমি সার্পোট করিনা।
কারন ঘৃণ্য কাজ সবার জন্যই নিষিদ্ধ।

ধর্ষন হলেই মেয়ের পোশাকের দোষ। ৭/৮ বছরের একটা মেয়ে ওড়নার কি বুঝে? এখানে তাহলে দোষ কার?
ইসলামে যেমন মেয়েদের পর্দা করার হুকুম আছে, ঠিক সেভাবে ছেলেদেরও চোখের পর্দা করার হুকুম আছে।

নারীদের কোনোকিছু দৃষ্টিকটু মনে হলে চোখ নামিয়ে চলে যান, ধর্ষন, লাঞ্চিত করা, কটু কথা বলা প্রতিবাদের হাতিয়ার হতে পারেনা।

আমি একজন চাকুরীজীবি, সাথে ফটোগ্রাফারও। আমি সংসারও করি। আমাকেও সমাজে অনেক কথা শুনতে হয় ছবি তোলার জন্য। কিন্তু, আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করে।

সকল নারী নির্ভয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে শান্তির নিশ্বাস নিতে চায়।

একজন নারী আপনার মা,
একজন নারী আপনার বোন,
একজন নারী আপনার বৌ,
একজন নারী আপনার মেয়ে।

নারীকে সম্মান করা একজন পুরুষের যেমন উচিৎ, তেমনভাবে একজন নারীরও উচিৎ পুরুষের কষ্টের সম্মান করা।

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।

বেহেস্তী একটি জান্নাতি ফুল। 🌼বেহেস্তীর সাথে আমার যখন পরিচয়, তখন আমরা কলিগ্। 😛ওর নামে অনেকে অনেক মিথ্যা গুজব রটিয়েছিল, যা...
10/08/2024

বেহেস্তী একটি জান্নাতি ফুল। 🌼
বেহেস্তীর সাথে আমার যখন পরিচয়, তখন আমরা কলিগ্। 😛
ওর নামে অনেকে অনেক মিথ্যা গুজব রটিয়েছিল, যা তখন আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু যখন আমিও ঐ একই ফাঁদে পড়েছিলাম, তখন বুঝলাম যে আমরা একই গোয়ালের গরু। 🤣
সবকিছুর পরেও আমার খুব আদরের ছিল এই মেয়েটা। মেয়েটা অতীত থেকে খুব কষ্ট পেয়েছে। তাই কাউকে বিশ্বাস করাটা ওর জন্য তখন কষ্টকর ছিল। রাতের ওর রাত মেয়েটা কেঁদেছে।
সেই সময় অন্তিক ফেরেস্তা হিসেবে ওর জীবনে আসে। 😍
বেহেস্তী লক্ষী ছেলেটাকে খুব জ্বালিয়েছে। 😛
আমি অনেক বুঝিয়েছিলাম যে, ছেলেটা ভালো। কিন্তু একবার বিশ্বাস ভাঙলে, ধোঁকা খেলে কি আর কাউকে সহজে বিশ্বাস করা যায়!! কিন্তু ছেলেটা খুব সুন্দরভাবে মেয়েটাকে সামলিয়ে নিয়েছে। 😍
ছেলেটা আমাকে আইসক্রিম খাইয়েছিল, তারপর থেকে আমি ওর ভক্ত হয়ে গেছি৷ 😛
ওদের বিয়ের কথা শুনে, আমি এত খুশি হয়েছিলাম যে বলার মত না। ভালোবাসাগুলোর পুর্ণতা পেতে দেখলে, মন থেকে এমনিই দোয়া আসে। আমি বার বার বেহেস্তীকে মেসেজ দিয়েছি, কি হচ্ছে, সব ঠিক ঠাক কিনা। আলহামদুলিল্লাহ, ওরা জীবনের প্রথম ধাপে পা দিয়ে দিয়েছে। ❤️
সমস্যা বেঁধেছে ছবি তুলতে গিয়ে। বেহেস্তী যতটা সাবলীল ক্যামেরার সামনে, অন্তিক ততটাই লাজুক। ছেলেটা কথাও কম বলে। উৎসবের কার্বন কপি। তাই অন্তিক আর উৎসবের ভালো খাতির হয়ে গেছে। আমি যতটা পেরেছি, ওকে সাবলীল রাখার চেষ্টা করেছি। ☺️
অন্তিক তাও আমাদেরকে অনেক সার্পোট করেছে, যেভাবে বলেছি, ও সাধ্যমত চেষ্টা করেছে। অন্তিকের জীবনের প্রথম অফিশিয়াল ফটোশুট। তাই ও একটু চিন্তিত ছিল যে শুটের আউটপুট কেমন আসবে। আলহামদুলিল্লাহ, সব ভালোভাবেই হয়েছে। এখন আমি ওদের বিয়েতে নাচার অপেক্ষা করছি। 🤣
সবাই অন্তিক আর বেহেস্তীর জন্য দোয়া করবেন। ❤️
By the way, অন্তিক, তোমার দাঁত বের করে হাসি কিন্তু সুন্দর। 😍

ছবিগুলো তোলা হয়েছে পদ্মার পাড়ে এবং The Mahal এ। ❤️

📷 Karishma Amin & Utsab
© Le Nozze

09/08/2024

"হঠাৎ দেখা" ❤️
রবীন্দ্রনাথ ঠাকুর।

Full HD: ⬇️
https://youtu.be/vEXWzwHNlhs

08/08/2024

একটি বিড়াল। 😛

12/07/2024

Adda. ❤️

02/07/2024

সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত।

সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার, ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার।
১. আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।
২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।
৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।
৪. মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।
৫.আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।
৬. ৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।
৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।
৮.জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী।প্রত্যেক মহলে ৭০ হাজার দরজা থাকবে।
৯. ২০০০ রাকাত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।
১০.যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন।(সুবহানআল্লাহ)

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে যানার বুঝার এবং আমল করার তাওফিক দান করুক।আমিন-ইয়া রব।
আমিন।
(রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন সহীহুল বুখারীঃ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ১৪৬১ আহমাদঃ১০৬৬৯ সহীহ আল জামি আস সগীরঃ৬৪৭২)

Copy post

Address

Sagor Para
Rajshahi
6100

Telephone

+8801773428172

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karishma Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karishma Amin:

Share