10/08/2024
বেহেস্তী একটি জান্নাতি ফুল। 🌼
বেহেস্তীর সাথে আমার যখন পরিচয়, তখন আমরা কলিগ্। 😛
ওর নামে অনেকে অনেক মিথ্যা গুজব রটিয়েছিল, যা তখন আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু যখন আমিও ঐ একই ফাঁদে পড়েছিলাম, তখন বুঝলাম যে আমরা একই গোয়ালের গরু। 🤣
সবকিছুর পরেও আমার খুব আদরের ছিল এই মেয়েটা। মেয়েটা অতীত থেকে খুব কষ্ট পেয়েছে। তাই কাউকে বিশ্বাস করাটা ওর জন্য তখন কষ্টকর ছিল। রাতের ওর রাত মেয়েটা কেঁদেছে।
সেই সময় অন্তিক ফেরেস্তা হিসেবে ওর জীবনে আসে। 😍
বেহেস্তী লক্ষী ছেলেটাকে খুব জ্বালিয়েছে। 😛
আমি অনেক বুঝিয়েছিলাম যে, ছেলেটা ভালো। কিন্তু একবার বিশ্বাস ভাঙলে, ধোঁকা খেলে কি আর কাউকে সহজে বিশ্বাস করা যায়!! কিন্তু ছেলেটা খুব সুন্দরভাবে মেয়েটাকে সামলিয়ে নিয়েছে। 😍
ছেলেটা আমাকে আইসক্রিম খাইয়েছিল, তারপর থেকে আমি ওর ভক্ত হয়ে গেছি৷ 😛
ওদের বিয়ের কথা শুনে, আমি এত খুশি হয়েছিলাম যে বলার মত না। ভালোবাসাগুলোর পুর্ণতা পেতে দেখলে, মন থেকে এমনিই দোয়া আসে। আমি বার বার বেহেস্তীকে মেসেজ দিয়েছি, কি হচ্ছে, সব ঠিক ঠাক কিনা। আলহামদুলিল্লাহ, ওরা জীবনের প্রথম ধাপে পা দিয়ে দিয়েছে। ❤️
সমস্যা বেঁধেছে ছবি তুলতে গিয়ে। বেহেস্তী যতটা সাবলীল ক্যামেরার সামনে, অন্তিক ততটাই লাজুক। ছেলেটা কথাও কম বলে। উৎসবের কার্বন কপি। তাই অন্তিক আর উৎসবের ভালো খাতির হয়ে গেছে। আমি যতটা পেরেছি, ওকে সাবলীল রাখার চেষ্টা করেছি। ☺️
অন্তিক তাও আমাদেরকে অনেক সার্পোট করেছে, যেভাবে বলেছি, ও সাধ্যমত চেষ্টা করেছে। অন্তিকের জীবনের প্রথম অফিশিয়াল ফটোশুট। তাই ও একটু চিন্তিত ছিল যে শুটের আউটপুট কেমন আসবে। আলহামদুলিল্লাহ, সব ভালোভাবেই হয়েছে। এখন আমি ওদের বিয়েতে নাচার অপেক্ষা করছি। 🤣
সবাই অন্তিক আর বেহেস্তীর জন্য দোয়া করবেন। ❤️
By the way, অন্তিক, তোমার দাঁত বের করে হাসি কিন্তু সুন্দর। 😍
ছবিগুলো তোলা হয়েছে পদ্মার পাড়ে এবং The Mahal এ। ❤️
📷 Karishma Amin & Utsab
© Le Nozze