06/09/2024
'টাকা কামানোর জন্য এত ডেসপারেট কেন ? '
যেন কখনো কারো কাছে টাকার খোঁটা না শোনা লাগে। যেন কারো কাছে হাত পাতা না লাগে শখ মিটাতে।আমার সুযোগ থাকলে, একটা টাকার জন্যও আমি কোনোদিকে তাকাতাম না। যেন পছন্দের একটা জামা কেনার আগে রিসিট দেখায় প্রমাণ না দেয়া লাগে। যেন বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাসের জন্য ক্ষুধা পেটে বসে থাকা না লাগে।
যেন 'তোদের পিছনে পানির মত টাকা ঢালতেছি ' কথাটা শুনতে শুনতে ঝাঝরা কম হওয়া লাগে। যেন কড়া ইংলিশ ফ্যাকাল্টির বইটা আগে আগে কিনতে বারবার ২৫০ টা টাকা না চাওয়া লাগে। যেন কাছের কাউকে ছোটো কিছু দেয়ার সামর্থ্য হয়। যেন দশটা টাকা খরচের আগে দশ হাজার হিসাব না কষা লাগে। যেন বন্ধু বান্ধবদের সাথে কোথাও গেলে পকেটে দুটো টাকা থাকে। যেন হুট করে টাকা দেয়া বন্ধ হয়ে গেলে মাথার ওপর আকাশ না ভেঙে পড়ে। যেন পরিবার পরিজনের সামনে 'এত লক্ষ টাকা যায়, অমুকটা করে না, তমুকটা নড়ায় না ' কম শোনা লাগে।
যেন ' my wife was born to make laddus' বলে ঘরের লোক হাসতে হাসতে অপমান করলে ছলছল চোখে তাকিয়ে থাকা না লাগে। যেন 'বের হয়ে যাও ' বললে এক কাপড়ে বের হয়ে যাওয়ার হিম্মত থাকে। যেন নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার, নিজের পায়ের তলে একটা শক্ত মাটি থাকে। যেন ছমাসে একটা শখের জিনিস চাইতে ৬০ বার মন খচ খচ না করে। যেন কারো 'বোঝা ' হয়ে একটু কম থাকা লাগে। যেন মুখ তুলে দুটা কথা বলার, দুটা জবাব দেয়ার কলিজা থাকে।
টাকা সব। সব জাজমেন্ট সব সম্মান সব টাকায় কেনা যায়। পরিবারে হোক, সমাজে হোক, আপনার টাকা আপনাকে শূণ্যে নিতে পারে, আপনার দৈন্য আপনাকে মাটিতে পুঁততে পারে। টাকা আছে দেখে সোবহানদের সামনে গিয়ে কেউ থুথু মারে না, পা চাটে। আপনি টাকা ঢালেন, যা চাবেন, সব আপনার পায়ে শুয়ে পড়বে। আপনার বাপ মা যখন রেজাল্ট চায়, তারা আপনার পিছনে করা 'ইনভেস্টমেন্টের' প্রফিট চায়,সেটাও টাকারই হিসাব। তাই টাকা সৎভাবে যেভাবে কামানো যায় কামাবো, ব্যয় যেভাবে সৎভাবে করা যায় করবো। টাকা দিয়ে যখন সবকিছুর মাপ, তো টাকা কামানোর জন্য সঠিক রাস্তায় যা করা যায়, সব করবো। এটা লোভ হলে লোভ, ডেস্পারেসি হলে ডেস্পারেসি, ফুটানি হলে ফুটানি।
সংগৃহীত