Hello Rajshahi

Hello Rajshahi Hello Rajshahi is the most popular fb page that contains current affairs, jokes, troll, tv & movies, Hello everyone! Welcome to Hello Rajshahi.

Hello Rajshahi is the most popular fb page that contains news bulletins, current affairs, jokes, troll, fashion, educational, job career, religious, tv & movies, travel, lifestyle, sports, historical, food recipe, nature and other entertainment information.

-কেউ থাকার পরেও একা লাগার অনুভূতি বোঝো?এ এক নিঃশব্দ অনুভূতি!কাউকে বলা যায় না ,বোঝানো যায় না ,আবার সহ্য করতেও ভীষণ কষ্ট...
08/12/2025

-কেউ থাকার পরেও একা
লাগার অনুভূতি বোঝো?
এ এক নিঃশব্দ অনুভূতি!
কাউকে বলা যায় না ,
বোঝানো যায় না ,
আবার সহ্য করতেও ভীষণ কষ্ট হয়।
হৃদয়ের ভিতরে এক ফাঁকা
জায়গা থাকে,
আর সেই জায়গার শূন্যতা কথা,
হাসি- আনন্দ দিয়েও পূর্ণ করা
যায় না।
দুশ্চিন্তা, হতাশা ,অনীহা ,
হতাশাবোধ জাগে।

আর কি চাই সন্ধ্যার নাস্তায়।
03/12/2025

আর কি চাই সন্ধ্যার নাস্তায়।

খুব কি ক্ষতি হয়ে যেত? আমি তোমাকে ভালোবাসি তুমি বুঝেছ ;এটাই অনেক ।আমাকে তোমার ভালবাসতে হবে না ।তোমাকে পেতেই হবে এর জন্য ...
01/12/2025

খুব কি ক্ষতি হয়ে যেত?

আমি তোমাকে ভালোবাসি
তুমি বুঝেছ ;এটাই অনেক ।
আমাকে তোমার ভালবাসতে হবে না ।

তোমাকে পেতেই হবে এর জন্য ভালোবাসিনি,
তোমাকে ভালোবাসায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতেই ভালোবেসেছি।

মাঝে মাঝে মনে হয় তোমার মধ্যে অদ্ভুত এক ক্ষমতা আছে। কাছে আসলে না ,আমায় ছুঁয়ে দিলে না।
কখনো কিছু না বলে,
এক ফোঁটা ভালো না বেসে
এমন এক মায়ার বন্ধনে বেঁধে রেখেছ
তোমাকে কখনো ভুলতে পারিনি।

খুব জানতে ইচ্ছে করে
একটু ভালবাসলে খুব কি ক্ষতি হয়ে যেত?

30/11/2025

স্বাদে অতুলনীয়।

28/11/2025

আমার ছোট ভাগ্নিটা কেমন বানিয়েছে বলুনতো আপনারা?

27/11/2025

কি বানানো হচ্ছে বলুনতো?

মায়ের ভালবাসার ছোঁয়া আমাদের জন্য ❤️❤️❤️।
21/11/2025

মায়ের ভালবাসার ছোঁয়া আমাদের জন্য ❤️❤️❤️।

17/11/2025

স্বপ্নে তার সাথে হয় দেখা । 😜😜😜

মাঝে মাঝে জীবনে এমন হয়ে আসে কেন? না সুখ ,না দুঃখ ,না হাসি ,না কান্না - যেন মনে হয় হৃদয়ের চোরাকুঠিতে বসে থেকে কে যেন র...
01/11/2025

মাঝে মাঝে জীবনে এমন হয়ে আসে কেন?

না সুখ ,না দুঃখ ,না হাসি ,না কান্না - যেন মনে হয় হৃদয়ের চোরাকুঠিতে বসে থেকে কে যেন রক্তের হিমোগ্লোবিনে মিশে থাকা অনুভূতিটুকুর সমস্ত জেল্লাটুকুকে শুনে শুষে খেয়ে নিচ্ছে ।

আচ্ছা , রক্তশূন্য মানুষের মতন অনুভূতিশুন্য মানুষও কি বেশি দিন বাঁচে না ?

28/10/2025

দাদির কান্ডকারখানা ।

27/10/2025

কোথায় যেন একটা লেখা পড়েছিলাম । লেখাটা কেন জানি মাথা থেকে সরাতে পারি না দীর্ঘ একটা সময় ধরে ।' তোমাকে একজন পেয়েছে মানে , আরেকজন কি বীভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে ।'

লেখাটা খুব ছোট , কিন্তু পৃথিবীর সামনে বিশাল কথাটার গভীরতা । কেউ একজন দিনের পর দিন , মাসের পর মাস , বছরের পর বছর , কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে ; অপেক্ষা করে যাচ্ছে।

অথচ অন্য কেউ কোন অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল । সে জানেও না - সে যাকে নিজের করে পেল , তাকে পেতে একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মত তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ।

বই : শেষ অধ্যায়
আশরাফ আহমেদ

11/10/2025

দুষ্টামি আর পড়াশোনা দুইটাই সেরা।

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Hello Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Rajshahi:

Share

Category