08/12/2025
-কেউ থাকার পরেও একা
লাগার অনুভূতি বোঝো?
এ এক নিঃশব্দ অনুভূতি!
কাউকে বলা যায় না ,
বোঝানো যায় না ,
আবার সহ্য করতেও ভীষণ কষ্ট হয়।
হৃদয়ের ভিতরে এক ফাঁকা
জায়গা থাকে,
আর সেই জায়গার শূন্যতা কথা,
হাসি- আনন্দ দিয়েও পূর্ণ করা
যায় না।
দুশ্চিন্তা, হতাশা ,অনীহা ,
হতাশাবোধ জাগে।