Jannatull Jyoti Diary's

Jannatull Jyoti Diary's আমি সেই গল্পের বই!যেই বই সবাই পড়তে পারলেও- অর্থ বোঝার ক্ষমতা কারো নেই🖤

25/04/2025

সময় মানুষকে বড্ড ব্যথা দেয়
তাইতো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে!
সময়কে মনে রাখুন, কোন সময় কোন মানুষ কিরকম আচারণ করেছে এটা মনে রাখা এবং এদেরকে চিনে রাখা খুব দরকারি! একা দাঁড়ানোর সাহস রাখুন পৃথিবী জ্ঞান দেয় সঙ্গ দেয় না, শখের পরিবার খাবার দিয়ে পেট পুরায়- কথা দিয়ে কলিজা😅

আমি একজন মা, তবে সবার আগে আমি একজন মানুষ! আমি নিখুত নই- কখনো আমি রেগে যাই আবার কখন আমি অধৈর্য হয়ে যাই কিন্তু দিনশেষে আমার মতন করে আমার সন্তানকে কেউ ভালবাসবে না আর এটা চিরন্তন সত্য! তুমি হয়তো ছেলে হয়ে ভাবছো তোমার মধ্যে কত টেনশন, একটা মেয়ের ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখো সে কত টেনশন আর ডিপ্রেশন নিয়ে রাতে ঘুমায়😅

24/04/2025

পুরুষ মানুষের সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে,
আরে আমার সংসারে সবই তো তোমার! আমার গাড়ি বাড়ি থাকার জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আরে এগুলো তো তোমার! তোমার ইনকাম করা দিয়া কি হবে? তোমার টাকা সঞ্চয় দিয়ে কি হবে? বোনরে যদি একটু ঝগড়া লাগে বা কোনো একটা ফোল্ড বাড়ায় এক বেলা বা এক মিনিট লাগবে তোমারে ঐ বাড়ি থেকে বের করে দিতে!

যেই সংসারে জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলতেছো খেয়ে না খেয়ে দুইটা ফার্নিচার দুইটা পয়সা জমায়তেছো নিজের সব কিছু শেষ করছো?
এবং তোমার স্বামী তোমাকে আশ্বাস দিচ্ছে এ সংসারে সবই তো তোমার! আদৌতে এ সংসারে তুমি বিনা পয়সার কর্মচারী ছাড়া কিচ্ছু না!

যদি সত্যি সত্যি নিজের আইডেন্টিটি চাও?
বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স চাও সেইটা নিজের ইনকাম করতে হবে! নিজের ব্যাংক একাউন্ট খুলে ব্যাঙ্কে রাখতে হবে! জামাই যেইটা ইনকাম করছে সেটা তার সে তোমাকে দিলে দয়া দক্ষিণা দান করবে!
এইটা নিশ্চয় জানো? খুদের চাইলে পেট ভরে না!
যদি এর পরেও পরিষ্কার না হয় কান? মাথার ডাক্তার দেখাও, কিংবা আত্মসম্মান শেখো!

24/04/2025

যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে- তখন একবার নবী ইউসুফ (আঃ) এর কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন! যখন তোমার বাবা-মা না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম (আঃ) এর কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করাই ভূমিকা রেখেছিল! যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোন পথ পাবে না, তখন ইউনুস (আঃ) এর কথা ভাবো তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল!

যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা (রাঃ) কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুতশা রচনা করা হয়েছিল! যখন তুমি আত্মীয়-স্বজন পরিবার বন্ধু-বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কথা ভাবো রাসূল (সাঃ) বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবথেকে বড় পুরষ্কার আসে! যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে!

হে আল্লাহ আমাকে যারা ব্যবহার করল,
প্রয়োজনে প্রিয়জন বানালো- যারা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করলো, অন্য মানুষের কাছে ভালো সাজার জন্য আমার সম্পর্কে বাজে বাজে কথা বলল আমি তাদেরকে কখনো ক্ষমা করব না! প্রতিশোধও নিবনা- কিন্তু খুব করে চাই আমার সাথে করা প্রতিটা অন্যায়ের বিচার আল্লাহ আপনি নিজের হাতে করুন!

24/04/2025

উরন্ত ফানুস আর বহুরূপী মানুষ দুটোর শুরুতেই আনন্দ শেষ টা ভয়ংকর! কারো যদি ঠোঁট কালো হয়?
মানুষ ধারণা করে নেয় লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করার ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন? এরকম ভরি ভরি আপনি সমাজে পাবেন এগুলো সমাজে প্রচলিত যে আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি! কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা একেবারে নিষেধ!

আমি আমার সকল শত্রুকে ক্ষমা করে দিবো, শুধু মাত্র সেই শত্রুকে নয় যে আমার বিশ্বাস ভেঙ্গেছে যে আমার রিজিক এবং সম্মানের দুশমন! আজ হয়তো তোমার ক্ষমতা আছে, কিন্তু মনে রেখো সময় সবার চেয়ে শক্তিশালী!

কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না! আপনি বেইমানি করবেন আল্লাহ আপনার সমস্ত সন্মান মাটির সঙ্গে মিশিয়ে নাচাকার করে দিবেন!
ইসলাম বলে- কারো সমালোচনায় ভেঙে পড়ো না!
মনে রাখবে তোমার ভেতরে এমন কিছু আলোচনা আছে, যা তোমার সমালোচকের ভেতরে নাই!
তাই তারা তোমাকে ঈর্ষা করে!

22/04/2025
22/04/2025
22/04/2025
22/04/2025
22/04/2025

সময়ের ব্যবধানে সবার সব রুপই দেখেছি!
দূরের মানুষের হাসি মুখে তামাশা আর কাছের বলে দাবি করা মানুষের পরোক্ষণেই বদলে যাওয়া রূপ- সবটাই আজ স্পষ্ট কখন কে কীভাবে আঘাত করেছিলো সবই এই মস্তিষ্ক স্মরণে রেখেছে, আপন-পর শিখানো মানুষটার সুযোগ বুঝে বুকে বিঁধানো কথাও স্ব-যত্নে হজম করেছি! এখন সবটাই ভাগ্য বলে চালিয়ে নিচ্ছি বাকিটা সৃষ্টিকর্তা দেখে নেবেন!

হযরত আলী (রাঃ) বলেন-
ভরসা কারী ব্যক্তির চাইতে ভরসা যে ভাঙ্গে সে হচ্ছে সবচাইতে বেকুব সবচাইতে বড় আহাম্মক সবচেয়ে বড় বোকা কারণ যে বিশ্বাস করে সে সৎ মনে বিশ্বাস করে তার মনটা Honest সে একজন Loyal Person আর যে বিশ্বাস ভাঙ্গে সে আসলে সামান্য সময়ের খুশির জন্য মানুষকে ঠকায়! মানুষের সঙ্গে সে চিট করে আর এই সামান্য খুশির জন্য যখন সে মানুষের সঙ্গে চিট করে এই চিটের পরিণাম হিসেবে কি পায় সে? সে তার জীবনের সব চাইতে বিশ্বস্ত সব চাইতে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেলে এই জন্য আলী (রাঃ) বলেন বিশ্বাসকারী ব্যক্তির চাইতে সেই ব্যক্তি বেশি বোকা যে তার বিশ্বাস কে ভেঙ্গে দেয়!

05/04/2025

আমার শূন্যতা তুমিও অনুভব করবে
শুধু সময়ের অপেক্ষা...😅

02/04/2025

নারীকে অবহেলা করাতে বাধ্য করবেন না!
কারণ নারী যত গভীরভাবে ভালোবাসতে পারে,
তার থেকেও গভীরভাবে কাউকে অবহেলাও করতে পারে! সহজ সরল নরম মাটি পেয়ে- দিনের পর দিন পিষে ফেলছেন? আর ভাবছেন, আরেহ,,,,,
ভালোই তো! যা বলছি, যা করছি সবটাই তো মেনে নিচ্ছে! বারবার তাড়িয়ে দিলেও ফিরে আসছে!😅

সে একবার ফিরবে না বলে মনস্থির করলে-
আপনার সর্বোচ্চ চেষ্টাও বৃথা হবে! মনটাকে একবার শক্ত করে ফেললে, আপনার আর কোনো শক্তি থাকবেনা সেই শক্তটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার! কারণ তার কোমলময়ী ভালোবাসার থেকেও
তার অবহেলা ভয়ংকর!😅

02/04/2025

হৃদয়টা ছিলো নরম-
কিন্তু তুমি সেটা এমন ভাবে চেপে ধরলে যে
এখন শুধু রক্ত ঝরছে! ফুল ভাবে তার মোহে আমি হবো মুগ্ধ- কিন্তু সে জানে না আমি তো সেই ফুলেরই বৃক্ষ! আমি চুপ করে আছি কারণ আমি আমার আল্লাহ কে বিশ্বাস করি! আর আমার বিশ্বাস আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অনন্যায়- এর বিচার আমার খোঁদা অবশ্যই একদিন করবে!😌🖤

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatull Jyoti Diary's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share