25/04/2025
সময় মানুষকে বড্ড ব্যথা দেয়
তাইতো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে!
সময়কে মনে রাখুন, কোন সময় কোন মানুষ কিরকম আচারণ করেছে এটা মনে রাখা এবং এদেরকে চিনে রাখা খুব দরকারি! একা দাঁড়ানোর সাহস রাখুন পৃথিবী জ্ঞান দেয় সঙ্গ দেয় না, শখের পরিবার খাবার দিয়ে পেট পুরায়- কথা দিয়ে কলিজা😅
আমি একজন মা, তবে সবার আগে আমি একজন মানুষ! আমি নিখুত নই- কখনো আমি রেগে যাই আবার কখন আমি অধৈর্য হয়ে যাই কিন্তু দিনশেষে আমার মতন করে আমার সন্তানকে কেউ ভালবাসবে না আর এটা চিরন্তন সত্য! তুমি হয়তো ছেলে হয়ে ভাবছো তোমার মধ্যে কত টেনশন, একটা মেয়ের ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখো সে কত টেনশন আর ডিপ্রেশন নিয়ে রাতে ঘুমায়😅