Jannatull Jyoti Diary's

Jannatull Jyoti Diary's আমি সেই গল্পের বই!যেই বই সবাই পড়তে পারলেও- অর্থ বোঝার ক্ষমতা কারো নেই🖤

17/02/2025

খোদার কাছে জানতে চাইলাম আমাকে-অশান্ত নদীতে কেন ফেললে? {খোদার জবাব} কারণ তোমার-
শত্রুরা সাঁতার জানে না😅🖤

11/02/2025

কাউকে মনে আঘাত করা আর কবরে ফুল দিয়ে সাজানো অনেক টা একই ব্যাপার! তুমি যতই ফুল দিয়ে কবর সাজাও না কেন- যে মানুষটা মরে যাই সে থরি ফিরে আসে? জীবনের সম্পর্ক বানালে এমন ভাবে সম্পর্ক বানাও- যে তাঁকে তোমাকে মিথ্যে কথা বলার প্রয়োজনই পড়বে না আর তোমার তার ব্যাপারে সত্যিটা জানার দরকারি পড়বে না! কারো মনে থেকে যাওয়া? আর কারো মন থেকে যাওয়া দুটোই মানুষের ব্যবহারের উপরে নির্ভর করে! আজকালকার দুনিয়ায় সুখ চিন্তাগুলা এমন হয়ে যাচ্ছে, যে তোমার কিছু একটা শুভ হয়ে গেলে তারা চিন্তিত হয়ে যাচ্ছে! কোন মানুষ যদি তোমার গায়ে কাঁদা ছিটায়? কর মানুষ যদি তোমার সঙ্গে বাজে ব্যবহার করে? মনে রাখবে মানুষ তো সেটাই দেবে না- যেটা তার কাছে আছে! দেখতে গেলে সম্মান বা রেসপেক্ট শুধুমাত্র দরকারের হয়- প্রয়োজনের হয়! মানুষের হয় না! দরকার বা প্রয়োজনে শেষ সম্মান বাড়ে স্পেক্টর শেষ! খুব সুন্দর একটা কথা বলেছে, যে সময় তবুও সময় মত পাল্টায়!কিন্তু মানুষ যেকোনো সময় পাল্টে যায়! যার যাওয়ার তাকে যেতে দাও! আর যদিও সে থেকে যায়?
কাল তো চলে যাবে তাই না!

06/02/2025

দুশ্চিন্তায় মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়!
আর সৌন্দর্য শুধুমাত্র চোখকে আকর্ষন করে- কিন্তু ব্যাক্তিত্ব হৃদয় কেড়ে নেয়!যদি বিশ্বাসঘাত হতাম তাহলে ভিড় থাকত অনেক জনাব, বিশ্বাসী বলেই একা আছি! যার ঘর নেই- তার‌ও সন্ধ্যা আসে!কেউ আসবে না জেনেও মানুষ অপেক্ষায় বাচেঁ 😅🖤

06/02/2025

#শব্দহীন_কষ্টই_সবচেয়ে_তীব্র😅
হৃদয় হোক আকাশের মতো বিশাল- জীবন হোক ফুলের মতো রঙিন!মানুষ ফুলের মতো সুন্দর-
আবার কাঁটার মতো বিষাক্ত!সুখের চিঠির ভাঁজ খুলতেই দেখি- দুঃখ নিয়া ডাকপিয়ন হাজির!😅

06/02/2025

নারীকে কখনো চুল ধরে মেরো না-লোকে তোমাকেই মন্দ বলবে!নারীকে কখনো গালে মেরো না-
তার সৌন্দর্য টা নষ্ট হয়ে যাবে!

নারীকে কখনো কারো সামনে লজ্জা দিওনা এতে- তোমার আত্মসম্মান কমে যাবে!নারীকে কখনো হাতে মুচড় দিওনা!সে তোমায় পিপাসার জল কিভাবে দিবে?

নারীকে কখনো পায়ে আঘাত করোনা- সে তোমার সাথে পথ কিভাবে চলবে?নারীকে কখনো স্বতিত্বের দাগ দিওনা!এতে সে অস্বতী হয়ে যাবে!

নারীকে কখনো কোমরে আঘাত করোনা- এতে তোমারই তৃপ্তি কমে যাবে!নারীকে কখনো বুকে আঘাত করোনা!এতে তোমার সন্তানই কষ্ট পাবে!

নারীকে কখনো ঘৃনা করোনা- এতে তুমি নিজেই ঘৃনিত হবে! নারীকে একটু ভালোবাসা দিও, সে তোমাকে স্বর্গের ভালোবাসা এনে দিবে!

নারীকে ভালোবাসতে এবং সন্মান করতে
শিখো ভাই- কেননা প্রতেকটা মায়ের পায়ের নিচেই
তার সন্তানের স্বর্গ!

06/02/2025

চোখ বিক্রি করে মেয়েটি এই শহরে এসেছিল — চারপাশের কিছুই তাই দেখতে পায় না!কিছুদিন আগে একজন বলেছিল, কান দুইটাও রেখে যাও-
সে তাই করল! মেয়েটি এখন ভালো-
মন্দ কিচ্ছু শুনতে পায় না!😅

তবে মেয়েটির মাঝে মাঝে খুব খারাপ লাগে একদিন এক বৃদ্ধকে পেয়ে সে জিজ্ঞাসা করল,
আমার এই খারাপ লাগার কারণ কী?
বৃদ্ধ মৃদু হেসে বললেন- বোকা মেয়ে, সব বিক্রি করেছ- বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই!😅

এরপর,
মেয়েটা হন্যে হয়ে এই শহরে একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছে! কয়েকজনকে পেয়েও গেল!
বলল, একটা বিবেক ছিল-
খুব কম দামে বেচতে চাই! নেবেন ভাই?
ওরা বলল, {মাথা খারাপ} আমরা মাত্রই নিজেদের বিবেক বেচে দিয়ে এলাম!😅

06/02/2025

বার বার বিশ্বাস ভাঙার পরেও, মন ভাঙ্গার পরেও সব কিছু ভুলে গিয়ে- ক্ষমা করে দিয়ে!কিঞ্চিৎ ভালোবাসা পাওয়ার লোভে সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে, গুরত্ব না পেয়েও সবার আগে গুরুত্ব দিয়ে- কষ্ট পাওয়ার পরেও বার বার মেনে নিয়ে, ভুল না করেও সরি বলে রাগ ভাঙিয়ে, সবটুকুন আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছুও ফেরত পাওয়া যায় না- তখন রুহুটাই মৃত হয়ে যায়!😅

মনে হয় নিজেই নিজেকে ঠকাচ্ছি-ঘৃণার পাত্র বানাচ্ছি!
বার বার বদলাতে চেয়ও যখন কাউকে বদলানো যায় না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কিছু ঠিক হয় না! তখন আলগোছে সরে আসতে হয়! অন্য কাউকে বদলানোর চেষ্টা বাদ দিয়ে নিজেকে বদলে যেতে হয়!😅

তিল তিল করে গড়ে উঠা ভরসা করার জায়গাটা,
সমস্ত ভয় কাটিয়ে তৈরি হয় শক্তপোক্ত বিশ্বাসটা- ভেঙেচুরে যাবার পর ওই মানুষটার প্রতি আগের মতো অনুভূতি, শ্রদ্ধাবোধ, মায়া কোনোটাই থাকে না! ‌
যে ভালোবাসার মানুষ জীবন সুন্দর অনুভব করানোর পরিবর্তে জীবন নরক বানিয়ে ফেলে সে ভালোবসার মানুষ থাকার চেয়ে না থাকাই শ্রেয়!😅

মনে রাখা ভালো- কোনো কোনো ভালোবাসার মানুষ হৃদয়ে থাকাই সুন্দর, জীবনে থাকাটা নয়!😅

06/02/2025

নিজের সাথে হওয়া সবচেয়ে বড় অন্যায় আকাশের দিকে তাকিয়ে মেনে নিতে পারি! যে কথার ধাঁচে ভিতরে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে ওঠে, সে কথাও উপেক্ষা করে সহ্য করে নিতে পারি!

অবাধ্য পিছুটান? চায়ের আড্ডায় বসে গলা ছেড়ে গান- ওসব পুরনো স্বভাব, নিজের অস্তিত্বে মিশে যাওয়া অভ্যেস সবকিছুই মুহূর্তের মধ্যে অতীত করে দিতে পারি!ভুলে যেতে পারি, ছেড়ে দিতে পারি!

পারিনা শুধু বিশ্বস্ত মানুষদের থেকে বিশ্বাসঘাতকতা মেনে নিতে!যখনই বিশ্বাস সম্পর্কে কিছু শুনি,
মনে পড়ে যায় আমার বিশ্বাসের অবমাননার কথা!
সব মেনে নিতে পারলেও বিশ্বাসঘাতকদের দ্বিতীয়বার মেনে নিতে পারিনা!

26/01/2025

আপনার সাথে সব থেকে বেশি অন্যায় করা মানুষটার দিকে তাকিয়ে দেখবেন!তার মধ্যে কোনো অপরাধ বোধের ছিটেফোঁটাও নেই😅

26/01/2025

জীবনে ধোঁকা খাওয়াটা খুব দরকার!
কেন বলতো?যাদের আমরা প্রচন্ড বিশ্বাস করি চোখ বন্ধ করে ভরসা করি! যখন আমাদের বিশ্বাস ভাঙ্গে আমরা রিয়ালাইজ করি! সবাই আমাদের ভরসার যোগ্য নয়!আমরা যারতার উপরে trust করতে পারি না!কেউ যখন বলে I don't touched anymore দেখবে সে কখনো না কখনো কাউকে না কাউকে নিজের থেকেও বেশি trust করেছিল!আমরা প্রথমে over trust করি over share করি আর সেখান থেকেই over heart হয়ে যায়! ছোটবেলায় যখন আমরা সাইকেল চালানো শিখি তখন আমরা কারো না কারো ওপর trust করি সে আমার সাইকেলটা ছাড়বে না! সে যদি না ছাড়তো তুমি কি কোনদিনও সাইকেল চালানো শিখবে?তাই সব সময় মনে থাকবে যে- কেউ না কেউ কখনো না কখনো তোমার বিশ্বাস ভেঙে ছিল বলেই তুমি আজকে অনেক কিছু শিখতে পেরেছো!
তাই thanks to them😅🖤

26/01/2025

কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না! আপনি বেইমানি করবেন আল্লাহ আপনার সমস্ত সন্মান মাটির সঙ্গে মিশিয়ে নাচাকার করে দিবেন!😌

ইসলাম বলে- কারো সমালোচনায় ভেঙে পড়ো না!মনে রাখবে তোমার ভেতরে এমন কিছু আলোচনা আছে,
যা তোমার সমালোচকের ভেতরে নাই!তাই তারা তোমাকে ঈর্ষা করে!😅

31/12/2024

পাশে থাকলেই সবাই আপন হয়ে যায় না!
নবাবের পাশেও মীরজাফর ছিল!
নিরবে ঝরে পড়া প্রতিটি অশ্রুর হিসাব কেউ না-
জানুক আমার রব তো জানেন?প্রতিটি আঘাতের গভীরতা আমার রব জানেন!প্রতিটা জুলুমের হিসাব আমার রবের কাছে আছে!

কেউ না থাকুন আমার একজন রব আছেন!
যিনি কখনো আমার সাথে বিন্দু পরিমাণ জুলুম করবেন না! আমার রব কিছুই ভুলেন না!এই দুনিয়ায় মানুষ আমার উপর অবিচার করলেও আমার রব কখনো আমার উপর অবিচার করবেন না!
নিশ্চয়ই আমার রব উত্তম পরিকল্পনাকারী!

31/12/2024

বাস্তব কিছু কথা-
যে মানুষটাকে আপনি আজ খুব বাজে ভাবে ঠকালেন? সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক- আপনিও একদিন খুব বাজে ভাবে ঠকে যাবেন!
হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনো ভাবে! তবে ঠকে আপনি অবশ্যই যাবেন!কারণ- বাস্তবতা হচ্ছে,তার থেকে আপনার মুক্তি মিললেও- তার রুহের হায় থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না!

কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারো সাথে বেঈমানী কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন! তবে বেশি দিন ভালো থাকবেন না- জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয়!আর ওপারের কথাটা না হয় না-ই বা বললাম!

বিশ্বাস ভাঙ্গার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙ্গছেন? আপনার দেওয়া দুঃখ - কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে?
প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙ্গবে- আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে!ইচ্ছেকৃত ভাবে আপনি কারো ক্ষতিসাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনো ভাবে হবেই! অন্যের দূর্বলতা,সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন- গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন!
শুধু সময়ের অপেক্ষা মাত্র!

আপনার অন্যায়- অত্যাচার,অবিচার,ব্যভিচার, অপকর্ম, প্রতারণা, ঠকানো, বেঈমানী সব কিছু আপনি ভুলে যেতে পারেন! যার সাথে করেছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে কিন্তু! প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না- তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দিবে! ভালো কর্ম করলে ভালো আর মন্দ কর্ম করলে মন্দ!সে যাইহোক না কেনো তবে ফিরিয়ে-
আপনাকে অবশ্যই দিবে!

মনে রাখবেন!গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে ফিরে আসে!মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না!প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খ ভাবেই রাখে,প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা- কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে ছাড়ে না!

জানেন তো? ইংরেজিতে Revenge of Nature বলে একটা কথা আছে!বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে কিন্তু! আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষ গুলোকে ভালো থাকতে দেখি?তাও আবার দিনের পর দিন! বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে- তখন আমরা বলি- Revenge of Nature বলে কিচ্ছু হয় না কিচ্ছু না, ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী কিন্তু না-
মোটেও তা ঠিক নয়!এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া- অশান্ত মনের অশ্রুকণা!

আসল কথা হচ্ছে, আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না! সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দিবে না মনে রাখবেন! মানুষ যা পারে না প্রকৃতি তা খুব ভালো ভাবেই পারে!মানুষ হিসাব মিলাতে পারে না বলে,হিসাব খানিক অপূর্ণ রয়ে যায়!

প্রকৃতি সে হিসাব সময় মত কড়ায়গণ্ডায় মিলায়,
মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায়! প্রকৃতি সে বিচারের সাজা এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায়!কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন! ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন!প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন!

জীবনে এমন ভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয়!আপনি যেন কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ না হন- জানেন তো? মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ংকর, কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য!
তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন সৃষ্টিকর্তাকে পরোয়া করুন!মনে রাখবেন-
তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো!

31/12/2024

অন্যের জীবনে অন্যের সংসারে আগুন লাগিয়ে!
যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়- তবুও তুমি বুঝবে না?

মানুষের অভিশাপ- বদদোয়া নিঃশব্দে দুফোটা চোখের পানি আকাশের দিকে তাকিয়ে একটা ভারি দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস জানেন? খুব বেশি কষ্ট না পেলে- মানুষ আসলে এগুলো করে না!

আল্লাহ্ রাব্বুল আলামীন - যদি তাঁর একটা বদদোয়া কবুল করে ফেলে!যদি এক ফোটা চোখের পানি আরশ মহলে ঠিকঠাক মতো পৌঁছায়- বিশ্বাস করেন,
সেটাই আপনার জন্যে যথেষ্ট হয়ে যাবে!

31/12/2024

যে সয়- সে রয়😅
আজকাল এই বিষয়টা প্রায় অতীত!
কারণ যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়!
তুমি সারাদিন কান্না করে দেখা কেউ তোমার খোঁজ নিতে আসবে না- বিপদে পড়ে দেখো কেউ সাহায্য করতে আসবে না! কিন্তু একবার ভুল করে দেখো গোটা বিশ্ব তোমাকে দোষারোপ করতে আসবে!

একটা কথা মনে রাখবেন যে অন্যকে ঠকায় সে দুনিয়াতে ও আখিরাতে দুই খানেই ঠকে!কেউ যদি আপনাকে ঠকায় তাহলে আপনি কষ্ট করে তাকে আর ঠকাতে যাবেন না! কারণ সে নিজেই একদিন ঠকে যাবে- আর এই ঠকাটা হবে পৃথিবীর সবচেয়ে বড় ঠকা!
কারণ সে দুনিয়াতেও ঠকবে আখেরাতেও ঠকবে- আপনি তাকে ক্ষমা করবেন না যতক্ষণ আমার আল্লাহও ক্ষমা করবেন না ততক্ষণ!

যারা দুনিয়াতে আপনাকে কষ্ট দিয়েছে- জুলুম করেছে তাঁরা একদিন আপনার সামনে কথা বলার সুযোগ পাবে না! কারণ, আপনি ন্যায় বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন! আল্লাহ সেই দিন আপনাকেই কথা বলার সুযোগ দিবেন! ঐদিনের অপেক্ষা করুন আজ না হয় কাল সেই দিন অবশ্যই আসবেই!

31/12/2024

সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেইম?
একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি
Same Too Same😂

ইসলাম বলে- কেউ যদি আপনার সমালোচনা বদনাম করে আজকে থেকে মন ছোট করবেন না!বরং মুচকি হেসে তার জন্য দোয়া করবেন!যে খুশি মনে আপনার গুনাহ নিচ্ছে!নিজের ছোঁয়াব আপনাকে দিচ্ছে!😂

মন ছোট করবেন না!আর মনে মনে ভাববেন-
বদনাম এবং সুনাম মন থেকে আসে!যার মন যেমন
সে সেটাই করবে!তাঁর মন হয়তো নোংরা!
তার জন্য সে সেটাই করছে!😂

31/12/2024

খাবারে বিষ ধেলে দিলে সেইটা চিকিৎসা করা সম্ভব! কিন্তু কানে বিষ ধেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব নয়!কেউ আপনাকে গালাগালি করলে আপনি চুপ করে থাকবেন!কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে!
তাকে দিতে দেন!কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে করতে দেন- মনে রাখবেন হিংসা তাঁরাই করে যাদের যোগ্যতা কম!😅

মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে!কিন্তু যখন কারোর বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে!কিছু মানুষ আগুনে ঘি ঢালার থেকেও আগুন লাগাতে বেশি পছন্দ করে!আর এই কাজ করে তাঁরা অনেক মজা পাই এটা তাদের মাতৃগত স্বাভ!একাজে তাঁরা এতোটাই পারদর্শী যে উপরে একজন বসে আছে সেটাও ভুলে যাই!😅

31/12/2024

পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধাক্কা খায় যে ব্যক্তি মানুষকে অন্ধের মত বিশ্বাস করে ভালোবেসে!মানুষ যখন তার কাছে এসে সুন্দর করে কথা বলে- সে মনে করে এই আমার সবচেয়ে বেশি আপন!মনে হয় আমার সবকিছুর আমানত এই রাখতে পারবে!কিন্তু সেই ব্যক্তিই তাকে ধোঁকা দিয়ে ছলনা করে!সে জন্য যারা বেশি বেশি মানুষকে ভালোবাসে বিশ্বাস করে মহাব্বত করে তাঁরা দিন শেষে সবচেয়ে বেশি ধাক্কা খায়!😅

যে ভুল করে সে ক্ষমার পাওয়ার যোগ্য!কিন্তু যে চালাকি করে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয়!কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না!হয়তো তোমার জন্য এর চেয়ে বড় ঠকবাজ অপেক্ষা করছে!এটা অভিশাপ নয় প্রকৃতির নিয়ম! সাহায্যকারী কখনোই ঠকে না!আর হিংসাকারী কখনোই জিতে না!😅

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatull Jyoti Diary's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share