21/11/2025
________আমি নারী হয়েও"
নারীদের সমাবেশ মারাত্মক ভয় পাই!কারন সেখানে গীবতের মতো কবীরাহ গোনাহ্ খুব জমজমাট হয়!😅
কিছু মানুষক নিজেকে খুব শিক্ষিত এবং জ্ঞানই মনে করে তাদের উদ্দেশ্য বলছি বড় বড় ডিগ্রী অর্জন করে কি করবেন যদি মনুষত্ব টাই আপনাদের না থাকে?
শিক্ষা নিয়ে এত্ত অহংকার করবেন না!
উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান- আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব! অন্যের দোষ দেখার বেলায় সবসময় মানুষ অণুবীক্ষণ যন্ত্র হয়😅
সুন্দর্যের অহংকারে যাদের মাটিতে পা'পড়ে না? তাদেরকে বলছি,সুন্দর চেহারার অহংকার করোনা!মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে!😅
আর সাদা হলেই যদি সুন্দর হতো তাহলে আপেলের চাইতে মুলার দাম বেশি হত😅