Niyat-নিয়ত

Niyat-নিয়ত সবরের কারনে হৃদয়ে হওয়া যখমের বর্ননা দেওয়ার মতো কোন শব্দ আমার নিকট নেই। 🫀❤️‍🩹

একটা একটু মিলিয়ে দেইখো। ❤️
14/05/2025

একটা একটু মিলিয়ে দেইখো। ❤️

❤️‍🩹
03/05/2025

❤️‍🩹

03/05/2025

Legend said : 🗿

03/05/2025

সূরা ইব্রাহিম ( ৪২:৪৩ )

01/05/2025

আলহামদুলিল্লাহ।

“নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।”
[ সূরা আল-বুরুজ, আয়াত: ১২ ]

একটি বিয়ের অসাধারণ কাহিনী!সুলতান সালাহুদ্দীন আইয়ুবীর পিতা নাজমুদ্দীন আইয়ুব দীর্ঘদিন পর্যন্ত অবিবাহিত ছিলেন। তিনি তিকরীতে...
30/04/2025

একটি বিয়ের অসাধারণ কাহিনী!
সুলতান সালাহুদ্দীন আইয়ুবীর পিতা নাজমুদ্দীন আইয়ুব দীর্ঘদিন পর্যন্ত অবিবাহিত ছিলেন। তিনি তিকরীতের আমীর থাকাকালীন সময়ে তার ভাই আসাদুদ্দীন শেরকুহ জিজ্ঞেস করলেন,
-হে আমার ভাই! তুমি বিয়ে করছো না কেনো?
– ভাইজান! আমি নিজের জন্যে কোনো উপযুক্ত মেয়েকে খুঁজে পাচ্ছি না!
— আমি কী তোমার জন্যে কোনো মেয়েকে প্রস্তাব দেবো?
– কাকে?
– বাদশাহ মালিকশাহের কন্যা অথবা প্রধানমন্ত্রীর মেয়ে।
নাজমুদ্দীন জবাব দিলেন, এরা কেউই আমার জন্যে উপযুক্ত নয়!
শেরকুহ অবাক হয়ে বললেন,
– তাহলে কে তোমার জন্যে উপযুক্ত হবে?
– আমি এমন নেককার নারী চাই, যে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আমার জন্যে এমন সন্তান জন্ম দিবে যার উত্তম লালন-পালন সে করবে, এমতাবস্থায় সে যুবক হবে এবং হবে একজন অশ্বারোহী। আর মুসলমানদের জন্যে বায়তুল মুকাদ্দাসকে ফিরিয়ে আনবে। (নাজমুদ্দীনের সহজ জবাব)
এটাই ছিলো নাজমুদ্দীনের স্বপ্ন। তাঁর ভাইয়ের এ কথা পছন্দ হলো না, বললেন, তোমার জন্যে এ রকম মেয়ে কোথায় পাবে? নাজমুদ্দীন জবাব দিলেন, যে আল্লাহর জন্যে ইখলাসের সাথে নিয়ত করে, আল্লাহ তার নিয়ত পূর্ণ করেন।
এর কয়েকদিন পর নাজমুদ্দীন তিকরীতের এক শায়খের সাথে বসে কোনো এক মসজিদে আলাপ করছিলেন। তখন এক যুবতী মেয়ে আসলো এবং পর্দার আড়াল থেকে শায়খকে ডাকলো। তখন শায়খ ওই যুবতী মেয়ের সাথে আলাপ করার জন্যে নাজমুদ্দীনের কাছ থেকে অনুমতি চাইলেন।
অনুমতি পেয়ে শায়খ ওই মেয়েকে জিজ্ঞেস করলেন,
– কেনো তুমি ওই যুবকের প্রস্তাব ফিরিয়ে দিলে যাকে আমি তোমাদের ঘরে পাঠিয়েছিলাম?
– হে শায়খ! এ কথা সত্য যে, এই যুবক সৌন্দর্য্যে এবং বংশমর্যাদায় পরিপূর্ণ, কিন্তু সে আমার উপযুক্ত নয়!
– তাহলে তুমি কী চাও?
– হে প্রিয় শায়খ! আমি এমন যুবক চাই, যে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আমার জন্যে এমন একটি সন্তান জন্ম দিবে, যার লালনপালন সে উত্তমভাবে করবে; এমতাবস্থায় যখন সন্তানটি যুবক হবে, আমি তাকে দেখতে পাবো একজন তাজাদম অশ্বারোহীর রূপে।
আর সে মুসলমানদের জন্যে বায়তুল মুকাদ্দাসকে দখলদার খৃষ্টানদের হাত থেকে ফিরিয়ে আনবে!
আল্লাহু আকবার!
এটাতো সেই বাক্য, যা নাজমুদ্দীন তাঁর ভাইকে বলেছিলেন।
নাজমুদ্দীন বাদশাহের মেয়ে এবং মন্ত্রীর মেয়েকে ত্যাগ করলেন।
আর এই মেয়ে সুন্দর-অভিজাত বংশের ছেলেকে ত্যাগ করলো শুধুমাত্র আল্লাহর জন্য!
আর আল্লাহ তাদের এই এখলাসের বদৌলতে জোড়া মিলিয়ে দিলেন!
ভাইকে খুশিমতো পাত্রী মিলে যাবার খবর জানিয়ে নাজমুদ্দীন বিয়ে করে ফেললেন।
তাঁদেরই ঔরসে জন্ম নিলেন গাজী সালাউদ্দীন আইয়ুবী রাহিমাহুল্লাহ।
যিনি সারাটা জীবনই আল্লাহর রাস্তায় ওয়াক্বফ্ করে দিয়েছিলেন। তিনি খৃষ্টানদেরকে পরাজিত করে ফিরিয়ে এনেছিলেন মুসলমানদের হারিয়ে যাওয়া প্রথম ক্বিবলা- মাসজিদে আক্বসা।

এই কাহিনী টা আমার নিজের চিন্তা ভাবনার সাথে মিলে গেছে।আমি নিজে'ও সবসময় এরকম স্বপ্ন দেখি,আমি এরকম কাউকে'ই আমার জীবনসঙ্গী হিসেবে চাই যে আমাকে বীর মুজাহিদ সন্তান উপহার দিতে পারবে, সে সন্তান যখন যুবক হবে তখন সে মুসলিম উম্মাহর ক্লান্তি কালে মুসলিমদের ঢাল হয়ে ইহুদী, খ্রিষ্টান, কাফির,মুশরিকদের বুকে ভয় ও আতংক ঢুকিয়ে দিবে এবং অন্যায়,অত্যাচারের রিরুদ্ধে রুখে দাড়াবে ইনশাআল্লাহ । আমি এমন জীবনসঙ্গী চাই যে আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। হে আমার রব আপনি আমার চাওয়া গুলা পাওয়াতে পূর্ন করে দিন (আমিন)
©

30/04/2025

When a man loves with her soul 🫀
যে ভালোবাসে সে আগলে রাখতে জানে, যে ভালোবাসে সে অপেক্ষা করতে জানে, যে ভালোবাসে সে আপনাকে সব সময় সম্মান করতে জানে, যে ভালোবাসে সে সব সময় মনে রাখতে জানে,যে ভালোবাসতে জানে সবাই আপনার বিরুদ্ধে গেলেও সে আপনার পক্ষে থাকবে, যে ভালোবাসে সে মৃত্যুর পরও ভালোবাসতে জানে।
ভালোবাসা সুন্দর তবে, পুরুষ মানুষের ভালোবাসা অসম্ভব সুন্দর। ❤️✨

27/04/2025

সম্পদ নয় ব্যক্তিতের প্রেমে পড়ুন। 🤍🌼

26/04/2025

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।
- সূরা দোহা ❤️
খুব বেশি মন খারদপ থাকলে এ সূরা টা বার বার মনে করবেন। মন হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ।

~ সূরা আদ দোহা যেদিন নাজিল হয় সেদিন একটা চমৎকার ঘটনা ঘটে।
জিবরাইল (আঃ) যখন নবী (সঃ) কে শিখাচ্ছিলেন-

ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা।

তখন নবী (সঃ) থেমে গেলেন। কোরআন নাজিলের সময় তিনি খুব কষ্ট পেতেন। ওনার উপর অনেক প্রেসার পড়ত। তিনি ঘেমে যেতেন। আরবে তখন অনেক বেশি গরম ছিল। এত কষ্টের মাঝেও তিনি জিবরাইল (আঃ) কে বললেন,

এই জিবরাইল থাম।থাম। আমার কিছু কথা আছে। তুমি সাক্ষী। আল্লাহ্‌ বলেছেন তিনি আমাকে খুশি করে ছাড়বেন। তাই আমি আল্লাহ্‌র কাছে কিছু চাইতে চাই।

জিবরাইল (আঃ) অবাক হয়ে প্রশ্ন করলেন,হে নবী আপনি কি চান আল্লাহ্‌র কাছে?

তখন তিনি বললেন, তোমাকে সাক্ষী রেখে বলতে চাই,আমার একজন উম্মতও যদি জাহান্নামে থাকে তাহলে আমি আল্লাহ্‌র উপর খুশি হব না। না না না। সবাইকে জান্নাতে না নেয়া পর্যন্ত আমি আল্লাহ্‌র উপর খুশী হব না।

তিনি এমন এক সৃষ্টি যিনি এই উম্মতের জন্য অসীম মায়া নিয়ে দুনিয়ায় এসেছেন।

মারা যাবার আগে ওনার চোখে পানি। আজরাইল (আঃ) ওনার বুকে হাত দেয়ার অপেক্ষায় বসে আছেন।নবী(সঃ) এর অনুমতি ছাড়া জান কবজ করতে আল্লাহ্‌ নিষেধ করে দিছেন।

জিবরাইল (আঃ) তখন নবী(সঃ) কে বললেন, হে নবী,আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন।আপনি কি যেতে চান না?

তখন তিনি বললেন,না।আগে আল্লাহ্‌কে জিজ্ঞেস কর আমি না থাকলে আমার উম্মতকে দেখে রাখবে কে?

তখন আল্লাহ্‌ জিবরাইল(আঃ) কে বললেন, আমার নবীকে বল আমি তার উম্মতকে একা রাখবো না।। আমি তাদেরকে দেখে রাখবো। আমি তাদেরকে আগলে রাখবো।

আল্লাহ্‌ তাঁকে যে ওয়াদা করেছেন তা আজও আছে। হাশরের মাঠেও থাকবে।

আল্লাহ্‌ আমাদের একা রাখেন নাই। যে কোন বিপদে তিনি আমাদের ছায়া দেন।

জীবনে কত ঝামেলায় পড়লাম। কত কি গেল জীবনের উপর দিয়ে। কিন্তু আল্লাহ্‌ কোন না কোন ভাবে একটা উপায় বের করে দিয়েছেন। তিনি আমাকে একা করেন নি। তিনি আমাকে নিঃস্ব করেন নি। আলহামদুলিল্লাহ্‌।

সূরা আদ দোহা :

وَالضُّحٰی ۙ ١ وَالَّیۡلِ اِذَا سَجٰی ۙ ٢ مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی ؕ ٣ وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ ٤ وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ ٥ اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪ ٦ وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪ ٧ وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ ٨ فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ ٩ وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ ١۰ وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ٪ ١١

26/04/2025

তর্ক না করার ফজিলত ❤️

25/04/2025

আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা যার যত দূর্বল হবে ! ডিপ্রেশন তার উপর জেগে বসবে।

জীবন কেটে যায় অপেক্ষায়! কখনো মানুষের, কখনো সুদিনের, কখনো বা একটা দোয়া কবুলের অপেক্ষায়। 😊🤍~ সংগৃহীত
25/04/2025

জীবন কেটে যায় অপেক্ষায়!
কখনো মানুষের, কখনো সুদিনের, কখনো বা একটা দোয়া কবুলের অপেক্ষায়। 😊🤍

~ সংগৃহীত

Address

Rajshahi
6000

Telephone

+8801784135506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niyat-নিয়ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niyat-নিয়ত:

Share