বিদ্যালয় থেকে বলছি

বিদ্যালয় থেকে বলছি আজকের শিশু আগামীর কর্ণধার। তাদের সঠিক মানুষ করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।
(4)

আমরা আসলে কি? মানুষ হবো কবে?নিষ্পাপ তুমি ভালো থেকো ওপারে।
20/12/2025

আমরা আসলে কি? মানুষ হবো কবে?
নিষ্পাপ তুমি ভালো থেকো ওপারে।

15/12/2025

উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা যাচাই পরীক্ষা -২০২৫
এক মাসের জন্য স্থগিত 😪

সাজিদ! মহান আল্লাহ তোমাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। আমিন।
12/12/2025

সাজিদ!
মহান আল্লাহ তোমাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। আমিন।

11/12/2025

মহান রাব্বুল আলামিন সর্বোত্তম পরিকল্পনাকারী। মহান রাব্বুল আলামিন শিশু সাজিদকে নিয়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!! মহান আল্লাহ তাকে জান্নাতের সুন্দরতম স্থান দান করুক আমিন।
সূত্রঃ মেডিকেল কর্তৃপক্ষ।

আলহামদুলিল্লাহ।  আল্লাহর অশেষ মেহেরবানীতে শেষ পর্যন্ত রাজশাহী জেলার তানোর উপজেলার গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ কে ৩২ ঘণ্...
11/12/2025

আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ মেহেরবানীতে শেষ পর্যন্ত রাজশাহী জেলার তানোর উপজেলার গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ কে ৩২ ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মী ভাইয়েরা শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

রাজশাহীর তানোরে প্রায় ৫০ ফিটের নিচে আটকে থাকা শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি। ২২ ঘণ্টা ধরে চলছে চেষ্টা……হে আল্লাহ, নিষ্প...
11/12/2025

রাজশাহীর তানোরে প্রায় ৫০ ফিটের নিচে আটকে থাকা শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি। ২২ ঘণ্টা ধরে চলছে চেষ্টা……
হে আল্লাহ, নিষ্পাপ শিশুটাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন। আমিন।

11/12/2025
রাজশাহীতে ২ বছরের শিশু ৩০–৩৫ ফুট গভীর গর্তে ফায়ার সার্ভিস অক্সিজেন দিচ্ছে রাজশাহীর তানোর উপজেলায় আজ দুপুরে কোয়েলহাট গ্রা...
10/12/2025

রাজশাহীতে ২ বছরের শিশু ৩০–৩৫ ফুট গভীর গর্তে ফায়ার সার্ভিস অক্সিজেন দিচ্ছে

রাজশাহীর তানোর উপজেলায় আজ দুপুরে কোয়েলহাট গ্রামের পূর্বপাড়ায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মাত্র ২ বছরের শিশু সাজিদ।

এখন ফায়ার সার্ভিস অক্সিজেন সরবরাহ করছে এবং শিশুটিকে উদ্ধারে চলছে দ্রুত মাটি খনন ও উদ্ধার অভিযান। কীভাবে শিশুটি পড়েছে, তা কেউ বলতে পারছে না। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটি অক্সিজেন নিচ্ছে এবং সাড়া দিচ্ছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।

সবাই ছোট্ট সাজিদের নিরাপদ ফিরে আসার দোয়া করবেন। 💚

 #প্রাইমারি স্কুলের  শিক্ষকরা বাচ্চাদের  কিছুই  শেখায় না..ছবি গুলো ২০২৪ সালের। দেখে নিন..! শিক্ষকরা কিরকম ফুলের  মত যত্ন...
07/12/2025

#প্রাইমারি স্কুলের শিক্ষকরা বাচ্চাদের কিছুই শেখায় না..ছবি গুলো ২০২৪ সালের। দেখে নিন..! শিক্ষকরা কিরকম ফুলের মত যত্ন করে তাদের কে ভবিষ্যতের জন্য তৈরি করে দেয়...

সংগৃহীত পোস্ট

05/12/2025

"আজ হতে চির নত হলো শিক্ষা গুরুর শির,
তোমার বাণী মিথ্যা হলো বাদশাহ্ আলমগীর"

একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে প্রাথমিকের পরীক্ষা নিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। শাটডাউন একদিন পরীক্ষা নিয়েই তিনি বলছেন প্র...
04/12/2025

একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে প্রাথমিকের পরীক্ষা নিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। শাটডাউন একদিন পরীক্ষা নিয়েই তিনি বলছেন প্রাথমিকে শিশুদের দায়িত্ব পালন শিক্ষক ছাড়া অন্যদের পক্ষে অসম্ভব।

“শিক্ষকদের সঙ্গে এমন আচরণ ঠিক নয়। যাদের হাতে আপনার সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ, আপনার সন্তানকে যারা এত যত্ন সহকারে বড় করে ...
02/12/2025

“শিক্ষকদের সঙ্গে এমন আচরণ ঠিক নয়। যাদের হাতে আপনার সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ, আপনার সন্তানকে যারা এত যত্ন সহকারে বড় করে তুলছে গড়ে তুলছেন তাদের সাথে এমন আচরণ করা নিজের কাছে জিজ্ঞেস করুন কতটা যুক্তিসঙ্গত? আর আপনাদের এই দোষ দিয়ে বা কি করব, যেখানে রাষ্ট্রই তাদেরকে এমন পরিস্থিতিতে রেখেছে!! তাদের প্রতি সম্মান দেখানোই উচিত ছিল। ১–২ দিনের জন্য পরীক্ষার সময় পিছাননোতে দেশ বা জাতির কি এমন ক্ষতি হতো? পরীক্ষা নিতেই হবে—এটা ঠিক, কিন্তু সম্মানও দিতে হবে। আপনাদের সন্তানরা যেন আপনাদের মতো না হয়ে, মানুষ হয়ে ওঠে—এই কামনাই করি।”


Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when বিদ্যালয় থেকে বলছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিদ্যালয় থেকে বলছি:

Share

বিদ্যালয় থেকে বলছি,

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদের সুন্দরভাবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। শিশুদের স্বাধীনতার চাহিদা, আত্মস্বীকৃতির চাহিদা,সক্রিয়তার চাহিদা, নিরাপত্তায় চাহিদা প্রভৃতি যাতে তার বাসগৃহ এবং বিদ্যালয়ে পূরণ করার সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখা আবশ্যক। বাসগৃহ এবং বিদ্যালয়ের পরিবেশ মানসিক স্বাস্থ্যরক্ষার জন্য অনুকূল হওয়া প্রয়োজন। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত হলো, শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও বিকাশে সচেষ্ট হলেন, অথচ বাসগৃহে মা-বাবা এ ব্যাপারে সচেতন থাকলেন না, তাহলে শিশুর সুষ্ঠু ও স্বাভাবিক মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে না। শিক্ষক এবং অভিভাবকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষা সম্ভব নয়। গ্রহণ করে।

আজকের শিশু আগামীকালের নাগরিক- এ কথা মনে রেখে আমাদের সকলেরই উচিত শিশুদের তাদের পূর্ণ বিকাশের জন্য সুযোগ করে দেওয়া, তাদের চাহিদা বোঝার চেষ্টা করা এবং তাদের সঠিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করা। উদ্দীপনা বা স্টিমুলেশন দানের জন্য সব সময় কাছে থাকার প্রয়োজন নেই। প্রতিদিন ৩-৪ ঘণ্টা সময় বের করে শিশুকে তার দক্ষতা বুঝে উদ্দীপনা দিলেই সে পরিপূর্ণভাবে বিকাশের সুযোগ পাবে। তাই বাবা-মা দৈনন্দিন কাজের ফাঁকে যে সময়টুকু শিশুর সাথে কাটান (যেমন খাবার সময়, খেলার সময়, ঘুমের সময়, গোসলের সময় ইত্যাদি) তাকে করে তুলতে হবে শিশুর জন্য স্মরণীয় একটি বিশেষক্ষণ।