বিদ্যালয় থেকে বলছি

বিদ্যালয় থেকে বলছি আজকের শিশু আগামীর কর্ণধার। তাদের সঠিক মানুষ করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।
(5)

সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারাদেশে ৬৫...
28/07/2025

সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারাদেশে ৬৫,৫০২ (পঁয়ষট্টি হাজার পাঁচশত দুই) জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে সম্মতি প্রদান করেছে।

এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

26/07/2025

প্রাথমিক গণিত বিষয়ক খুটিনাটি✅

✅ প্রশ্ন: অংক কাকে বলে?
উত্তর: সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অংক বলে।
যেমন: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০

✅ প্রশ্ন : অংক কত প্রকার ও কি কি?

উত্তর: অংক দুই প্রকার। যথা: স্বার্থক অংক (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) ও সহকারি অংক (০)

✅ প্রশ্ন: প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি?
উত্তর : প্রক্রিয়া প্রতীক ৪টি। যথা: + (যোগ), -(বিয়োগ), x(গুণ), ÷ (ভাগ)।

✅ প্রশ্ন: যোগ কাকে বলে?
উত্তর : দুই বা তার বেশি সমান বা অসমান সংখাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।

✅ প্রশ্ন: বিয়োগ কাকে বলে?
উত্তর : দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয়ার নাম বিয়োগ।

✅ প্রশ্ন: গুণ কাকে বলে?
উত্তর: দ্রুত ও সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে।

✅ প্রশ্ন: ভাগ কাকে বলে?
উত্তর : ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রুপ। একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে।

✅প্রশ্নঃ সংখ্যা কাকে বলে?
উত্তরঃ সংখ্যা হচ্ছে পরিমাপের একটি বিমূর্ত ধারনা।

✅ প্রশ্নঃ ভগ্নাংশ কাকে বলে?
উত্তরঃ দুইটি রাশির অনুপাতকে ভগ্নাংশ বলে।

25/07/2025

প্রাথমিক গণিতের বেসিক বিষয়সমূহঃ

১. গুণফল = গুণ্য গুণক
২. গুণক = গুণফল গুণ্য
৩. গুণ্য = গুণফল = গুণক

✅ নিঃশেষে বিভাজ্য না হলে....
৪. ভাজ্য = ভাজক ভাগফল + ভাগশেষ
৫. ভাজক = (ভাজ্য ভাগশেষ) ভাগফল
৬. ভাগফল = (ভাজ্য ভাগশেষ) ভাজক
৭. ভাগশেষ = ভাজ্য (ভাজক ভাগফল)

✅ নিঃশেষে বিভাজ্য হলে....
৮. ভাজ্য = ভাজক ভাগফল
৯. ভাজক = ভাজ্য ভাগফল
১০. ভাজক ১০. ভাগফল = ভাজ্য

১১. গড় = রাশিগুলোর যোগফল রাশিগুলোর সংখ্যা
১২. লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
১৩. ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
১৪. ১০০০ গ্রাম = ১ কিলোগ্রাম
১৫. ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
১৬. ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম (কেজি)
১৭. ১মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)
১৮. ১ এয়র = ১০০ বর্গমিটার
১৯. ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
২০. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
২১. সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
২২. ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) ÷২
২৩. দৈর্ঘ্য = ক্ষেত্রফল : প্রস্থ্
২৪. প্রস্থ = ক্ষেত্রফল : দৈর্ঘ্য
২৫. ভূমি = (ক্ষেত্রফল × ২): উচ্চতা

শিশুদের ১০টি ভালো অভ্যাস! প্রত্যেক বাবা-মায়েরই উচিত শিশুদেরকে এই অভ্যাস গুলো রপ্ত করানো 🤔✅ সময় মতো ঘুমানো।✅ ভোরে ঘুম থে...
25/07/2025

শিশুদের ১০টি ভালো অভ্যাস! প্রত্যেক বাবা-মায়েরই উচিত শিশুদেরকে এই অভ্যাস গুলো রপ্ত করানো 🤔

✅ সময় মতো ঘুমানো।

✅ ভোরে ঘুম থেকে ওঠা।

✅ প্রতিদিন গোসল করা।

✅ দিনে দুই বার দাঁত ব্রাশ করা।

✅ নিয়মিত হাত ধোয়া।

✅ স্বাস্থ্যকর খাবার খাওয়া।

✅ প্রচুর পানি পান করা।

✅ প্রতিদিন ব্যায়াম করা।

✅ চুল আঁচড়ানো।

✅ কাপড় পরিষ্কার রাখা।

22/07/2025

দৌড়াও ভয় পেয়ো না আমি আছি 😪

একজন শিক্ষক, একজন মমতাময়ী মা, একজন শ্রেষ্ঠ অভিভাবকই দিতে পারেন এমন সাহস, এমন প্রেরণা।
মহান রাব্বুল আলামিন এমন একজন মানুষকে দান করুন জান্নাতের উচ্চ স্থান।

22/07/2025

২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

-শিক্ষা উপদেষ্টা

সত্যিই চোখে জল এসে গেল 😪😪      সংগৃহীত ছবি
22/07/2025

সত্যিই চোখে জল এসে গেল 😪😪




সংগৃহীত ছবি

21/07/2025

পুড়ে গেল এ শহরের তাজা নিষ্পাপ ফুলগুলো 😪

21/07/2025

মাইলস্টোন ট্রাজেডিতে শিক্ষার্থীদের/সন্তানদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকা লাইফ সাপোর্টে ছিলেন তিনি আর নেই।😪
মহান রাব্বুল আলামিন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

21/07/2025

নবিজি (সাঃ) বলেছেন, ❛যে আগুনে পুড়ে মারা যায়, সে শহীদী মর্যাদা পায়।❜ [আবু দাউদ, হাদিস নম্বর- ৩১১১]
হে আল্লাহ , মাইলস্টোন ট্রাজেডিতে নিহত সকলকে শহিদি মর্যাদা দান করুন এবং আহতদের হেফাজত করুন। আমিন।

একজন শিক্ষক ছাত্রছাত্রীদের অভিভাবক/বাবা-মা। ৩০/৪০জন শিক্ষার্থীকে বাঁচতে সহযোগিতা করে  নিজেই লাইফ সাপোর্টে আছেন। আল্লাহ উ...
21/07/2025

একজন শিক্ষক ছাত্রছাত্রীদের অভিভাবক/বাবা-মা। ৩০/৪০জন শিক্ষার্থীকে বাঁচতে সহযোগিতা করে নিজেই লাইফ সাপোর্টে আছেন। আল্লাহ উনার সহায় হোন।😪

ছবিঃ সংগৃহীত

Milestone tragedy😪No homework for tomorrow,  No hope😪মহান আল্লাহ সকলের প্রতি সহায় হোন। সকল  বাবা মাকে ধৈর্য ধারণের তৌফি...
21/07/2025

Milestone tragedy😪
No homework for tomorrow, No hope😪
মহান আল্লাহ সকলের প্রতি সহায় হোন। সকল বাবা মাকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

ছবিঃঃ সংগৃহীত

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when বিদ্যালয় থেকে বলছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিদ্যালয় থেকে বলছি:

Share

বিদ্যালয় থেকে বলছি,

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদের সুন্দরভাবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। শিশুদের স্বাধীনতার চাহিদা, আত্মস্বীকৃতির চাহিদা,সক্রিয়তার চাহিদা, নিরাপত্তায় চাহিদা প্রভৃতি যাতে তার বাসগৃহ এবং বিদ্যালয়ে পূরণ করার সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখা আবশ্যক। বাসগৃহ এবং বিদ্যালয়ের পরিবেশ মানসিক স্বাস্থ্যরক্ষার জন্য অনুকূল হওয়া প্রয়োজন। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত হলো, শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও বিকাশে সচেষ্ট হলেন, অথচ বাসগৃহে মা-বাবা এ ব্যাপারে সচেতন থাকলেন না, তাহলে শিশুর সুষ্ঠু ও স্বাভাবিক মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে না। শিক্ষক এবং অভিভাবকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষা সম্ভব নয়। গ্রহণ করে।

আজকের শিশু আগামীকালের নাগরিক- এ কথা মনে রেখে আমাদের সকলেরই উচিত শিশুদের তাদের পূর্ণ বিকাশের জন্য সুযোগ করে দেওয়া, তাদের চাহিদা বোঝার চেষ্টা করা এবং তাদের সঠিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করা। উদ্দীপনা বা স্টিমুলেশন দানের জন্য সব সময় কাছে থাকার প্রয়োজন নেই। প্রতিদিন ৩-৪ ঘণ্টা সময় বের করে শিশুকে তার দক্ষতা বুঝে উদ্দীপনা দিলেই সে পরিপূর্ণভাবে বিকাশের সুযোগ পাবে। তাই বাবা-মা দৈনন্দিন কাজের ফাঁকে যে সময়টুকু শিশুর সাথে কাটান (যেমন খাবার সময়, খেলার সময়, ঘুমের সময়, গোসলের সময় ইত্যাদি) তাকে করে তুলতে হবে শিশুর জন্য স্মরণীয় একটি বিশেষক্ষণ।