Health Network - হেলথ নেটওয়ার্ক

Health Network - হেলথ নেটওয়ার্ক Health Network is a platform of spreading accurate knowledge of medical science as well as creating health awareness.

Health Network is a platform of spreading accurate knowledge of medical science. It efforts to remove misguidance, maltreatment, unauthentic health info from society as well as tries to create health awareness. Here multidisciplinary personality gives their valuable time like some MBBS doctors, softwere & online experts, advisors & so on.

23/12/2024

হাড় না ভাঙলেও অন্য কোন কোন ক্ষেত্রে প্লাস্টার দিতে হয়...

PLID কখন অপারেশন করতে হয়?বর্তমান সময়ে কোমড় বা মাজা ব্যাথা ঘরে ঘরে। মাজা ব্যাথার অনেক কারন আছে। কিডনীর সমস্যা, প্রস্রাবের...
12/06/2024

PLID কখন অপারেশন করতে হয়?

বর্তমান সময়ে কোমড় বা মাজা ব্যাথা ঘরে ঘরে। মাজা ব্যাথার অনেক কারন আছে। কিডনীর সমস্যা, প্রস্রাবের নালীতে বা থলিতে সমস্যা, মেয়েদের অভারি, অভারি নালী বা জরায়ুতে সমস্যা, নিতম্ব জয়েটে সমস্যা, মেরুদন্ডের সমস্যা ইত্যাদি। মেরুদন্ডের শক্ত হাড়্গুলোর মাঝে মাঝে থাকে নরম হাড়। এই নরম হাড়কে বলে ডিস্ক (আইভি ডিস্ক). এদের ভেতরের নরম নিউক্লিয়াসটা যখন কোনো এক দিকে বের হয়ে আসতে চায়, তখন একে বলে পিএলআইডি (প্রোলাপ্স ইন্টারভার্টেব্রাল ডিস্ক)। এটা হলে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি সহ আরো বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সব শেষ সব অকৃতকার্য হলে করতে হয় অপারেশন।

কাদের কখন অপারেশন লাগে সেটাই সবার প্রশ্ন। চলুন দেখা যাক।

ক) আবশ্যিক কারন:
1. কওডা ইকুইনা সিন্ড্রোম রোগ হয় (প্রস্রাব পায়খানা আটকে রাখতে পারে না)
2. অল্প সময়ের মধ্যে যদি হাত/ পা অবশ হতে থাকে এবং তা আরো খারাপের দিকে চলে যায়।

খ) আপেক্ষিক/আংশিক কারন:

১। যদি ২ মাসের ওষুধ, ফিজিও থেরাপি এবং অন্যান্য আনুষাঙ্গিক নিয়ম কানুন মানার পরও ব্যাথা না কমে।

২। ওষুধ চিকিৎসা চলাকালে হাত পা অবশ বা অনুভূতি কমে যেতে থাকে।

৩। অসহণীয় ব্যাথা, যা কোনো কিছুইতেই ভাল হচ্ছে না, এমন।

৪। ব্যাথার কারনে দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠে।

৫। নিম্নের কয়েকটি ডাক্তারি পরীক্ষার মধ্যে ৩ টা ধরা পড়লে- যেমন:
* কোমড় ব্যাথার চেয়ে পায়ে ব্যাথা বেশি হয়।
* MRI রিপোর্টে নার্ভের গোড়ায় চাপ পড়ে আছে, দেখায়।
• পজিটিভ রুট টেনশন টেস্ট: SLR positive.
• পজিটিভ রুট কম্প্রেশন টেস্ট: Sensory, Motor, reflex.

এই চারটার মধ্যে ৩ টা পজিটিভ এলে, অপারেশন লাগতে পারে। তার মানে শুধু ব্যাথা আর এম আর আই বলল হালকা কমপ্রেশন আছে- তাতেই অপারেশন লাগে না। তার সাথে শারিরিক পরীক্ষাও পজিটিভ আসতে হয়।

পরিশেষে,
পিএলআইডি অসুখের ক্ষেত্রে মাত্র ১-৩% রোগীর অপারেশন লাগে। এবং এটাও মনে রাখা জরুরী যে, সার্জারী করলেই এই রোগ পুরোপুরি সেরে যায় না। জীবনের কোনো পর্যায়ে আবার হতে পারে। গবেষণায় দেখা যায়, ৮৫-৯৫% রোগী কয়েক মাস/ বছরের জন্য বেশ ভাল থাকে কিন্তু দীর্ঘ মেয়াদে ভাল থাকে ৫৫-৭০% রোগী।

প্রশ্ন: যদি পুরোপুরি নাই-ই সারে, তাহলে কেন অপারেশন করব?

উ: কারন যে অবর্ণনীয় ব্যাথা হচ্ছে, সেখান থেকে তাৎক্ষণিক মুক্তি লাভের জন্য। কত মানুষ ব্যাথার জন্য নিজেকে প্রায় পঙ্গু বানিয়ে ফেলেছেন। কিছুই করতে পারেন না। অনেকে বিছানাগত হয়ে যান। সেখান থেকে স্বল্প মেয়াদে হলেও মুক্ত হতে পারেন, সেই জন্য অপারেশন করতে হয়।

প্রশ্ন: কি করলে অপারেশন পরবর্তী জীবনটা ভাল থাকবে?

উ: অপারেশনের পরও ভাল থাকতে চাইলে নিজের জীবনে সুশৃঙ্খলভাবে কাটাতে হবে। বিশেষ করে ওজন কমানো, চলা ফেরা, উঠা-বসা, শোয়া সঠিক নিয়মে করতে হবে। যে কোনো সমস্যা হলে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। দোকান থেকে কিনে ইচ্ছা মত ব্যথার ওষুধ খাওয়া যাবে না।

লিখেছেন-
ডা. আশিকুর রহমান রুপম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস- ২য় পর্ব (অর্থোপেডিক্স)
অর্থোপেডিক ফিজিশিয়ান এবং স্বাস্থ্য কলামিস্ট

26/03/2024

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম"

আজকের বিষয়ঃ গর্ভ পূর্ব কাউন্সেলিং ও প্রস্তুতি।

গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ
ডা. মনিরা আখতার।
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস।
সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।

26/03/2024

আমরা আসছি লাইভে...

22/03/2024
12/03/2024

আজকের বিষয়ঃ প্লাস্টিক সার্জারি কি ? শুধুই কি সৌন্দর্য বৃদ্ধি ?

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"

ডা. আফরোজা নাজনীন আশা।

এফসিপিএস (প্লাস্টিক সার্জারি),
ফেলো (TWMU, টোকিও, জাপান)
সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ,
বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী। চেম্বারঃ চেম্বার: রাজশাহী রয়্যাল হাসপাতাল, লক্ষীপুর, রাজশাহী।

সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।

আমার অত্যন্ত প্রিয় ম্যাডাম Afroza Nazneen Asha ম্যাডামকে নিয়ে প্রচারিত হবে এবারের ক্লিনিক্যাল লাইভ।প্লাস্টিক সার্জারীর আ...
10/03/2024

আমার অত্যন্ত প্রিয় ম্যাডাম Afroza Nazneen Asha ম্যাডামকে নিয়ে প্রচারিত হবে এবারের ক্লিনিক্যাল লাইভ।
প্লাস্টিক সার্জারীর আদ্যোপান্ত নিয়ে এই পর্ব--

বিষয়: প্লাস্টিক সার্জারী- শুধুই কি সৌন্দর্য বৃদ্ধি, নাকি আরো কিছু?

প্রচারিত হবে আগামি মঙ্গলবার রাত ৯ টায় only on Health Network - হেলথ নেটওয়ার্ক

আগামি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় আমাদের ক্লিনিক্যাল লাইভে থাকবেন বিশিষ্ট হাড়-জোড় বিশেষজ্ঞ সার্জন ও ইলিজারোভ বিশে...
24/02/2024

আগামি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় আমাদের ক্লিনিক্যাল লাইভে থাকবেন বিশিষ্ট হাড়-জোড় বিশেষজ্ঞ সার্জন ও ইলিজারোভ বিশেষজ্ঞ ডা. এ এস এম আব্দুল্লাহ
কথা হবে- হাড়-জোড়ের আধুনিক চিকিৎসা- ইলিজারোভ পদ্ধতি নিয়ে।

20/02/2024

অনিবার্য কারণ বসত আমাদের আজকের লাইভটি হচ্ছে না।

দু:খিত

পরের সপ্তাহে দেখার আমন্ত্রণ রইল

13/02/2024

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"
আজকের বিষয়ঃ "চুলের বিভিন্ন সমস্যা এবং চুলের চিকিৎসায় পি. আর. পি.(P.R.P) থেরাপির ভূমিকা।
আমাদের প্রিয় চিকিৎসক, বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ডা. মাহাফুজুর রহমান হিমেল।

এমবিবিএস, ডিডিভি (বিএসএমএমইউ/ পিজি হাসপাতাল) ফেলোশিপ ট্রেনিং ইন ডার্মাটো সার্জারি।

চেম্বারঃ রাজশাহী ডায়াবেটিস হাসপাতাল, লক্ষিপুর ঝাউতলা, রাজশাহী এবং খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী।

সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।

আগামি 13/02/24 মঙ্গলবার রাত ৯ টায় ক্লিনিকাল লাইভে আসছেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মাহাফুজুর রহমান হিমেল। বিষয়ঃ...
11/02/2024

আগামি 13/02/24 মঙ্গলবার রাত ৯ টায় ক্লিনিকাল লাইভে আসছেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মাহাফুজুর রহমান হিমেল।
বিষয়ঃ
"চুলের বিভিন্ন সমস্যা এবং চুলের চিকিৎসায় পি. আর. পি.(P.R.P) থেরাপির ভূমিকা

06/02/2024

আজকের অতিথি বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল-যোবায়ের।
বিষয়ঃ থায়রয়েড এর রোগ

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Network - হেলথ নেটওয়ার্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Network - হেলথ নেটওয়ার্ক:

Share

Category