রাজকীয় রাজশাহী

রাজকীয় রাজশাহী Rajshahi is a metropolitan city and a major urban, commercial and educational centre of Bangladesh.

গত ৭০ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫১ জন সাপে কাটা রোগী, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে রা...
11/09/2025

গত ৭০ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫১ জন সাপে কাটা রোগী, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, দেরিতে হাসপাতালে আসা এবং ওঝার কাছে যাওয়ায় অনেক রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। এ বছর আইসিইউতে ভর্তি হওয়া সাতজন রাসেলস ভাইপারের রোগীর ছয়জনই মারা গেছেন। তবে সামগ্রিকভাবে মৃত্যুর হার গত বছরের তুলনায় কিছুটা কম।

বিশেষজ্ঞরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঠে কাজের সময় গামবুট পরার পরামর্শ দিয়েছেন।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#রাজশাহী #সাপেকাটা

আসন্ন দুর্গাপূজায় রাজশাহীর ১২ থানায় মোট ১০৩ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ তিন স্তরের ...
10/09/2025

আসন্ন দুর্গাপূজায় রাজশাহীর ১২ থানায় মোট ১০৩ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ও প্রহরী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#রাজশাহী #দুর্গাপূজা

প্রায় ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পা...
09/09/2025

প্রায় ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি বাস চলাচল শুরুর ঘোষণা দেন।

এর আগে, বেতন বৃদ্ধির দাবিতে গত রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ঢাকার সাথে রাজশাহীর বাস চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চালক, সুপারভাইজার ও সহকারিদের বেতন অপ্রতুল। প্রতি ট্রিপে চালক পান ১,১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা, এবং সহকারী ৪০০ টাকা।

মালিকপক্ষ বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে এবং ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এ ভিত্তিতেই আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে। এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস চলাচল স্বাভাবিক থাকলেও অন্য বাসগুলো চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে ছিলেন।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#রাজকীয়রাজশাহী #রাজশাহী #ঢাকা #বাস #শ্রমিক #সংবাদ #বেতনবৃদ্ধি

চালক, সুপারভাইজার ও সহকারিদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকর...
08/09/2025

চালক, সুপারভাইজার ও সহকারিদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। রোববার রাত ৯টা থেকে হঠাৎ বন্ধ হওয়া এ বাস চলাচলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শ্রমিকদের দাবি, ১০ বছর ধরে একই বেতন পাচ্ছেন তারা। বর্তমানে প্রতি ট্রিপে চালকরা পান ১১০০-১২০০ টাকা, সুপারভাইজাররা ৫০০ টাকা ও সহকারিরা ৪০০ টাকা। তাদের দাবি, বেতন বাড়িয়ে চালকদের জন্য ২ হাজার টাকা করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অধিকাংশ বাস বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#রাজকীয়রাজশাহী #রাজশাহী #ঢাকা #বাস #শ্রমিকআন্দোলন #সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্...
07/09/2025

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১৪ সেমি, মহানন্দায় ১০ সেমি এবং পুনর্ভবায় ৭ সেমি পানি কমেছে। এতে প্লাবিত অঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে এবং নিম্নাঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরছে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#রাজকীয়রাজশাহী #চাঁপাইনবাবগঞ্জ #পদ্মা #মহানন্দা #পুনর্ভবা #বন্যা #বাংলাদেশ #সংবাদ

রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো অনেক সিসিটিভি ক্যামেরা অচল হয়ে পড়েছে। এতে শহরের নিরাপত্তা ব্যবস্থায় শঙ্কা দেখ...
04/09/2025

রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো অনেক সিসিটিভি ক্যামেরা অচল হয়ে পড়েছে। এতে শহরের নিরাপত্তা ব্যবস্থায় শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অপরাধ দমনে কার্যকরী এই ক্যামেরাগুলো সচল না থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা দেখা দিচ্ছে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#রাজকীয়রাজশাহী #রাজশাহী #সিসিটিভি #নিরাপত্তা #বাংলাদেশ #সংবাদ

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে দেড় শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝাউতলা ও আশপ...
03/09/2025

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে দেড় শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝাউতলা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় নারী-পুরুষ ও শিশুসহ ১৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। 🏥

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#রাজকীয়রাজশাহী #নাটোর #ডায়রিয়া #হাসপাতাল #বাংলাদেশ #সংবাদ

জয়পুরহাটে রেলওয়ের সম্পত্তির উপর গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল বিভাগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চ...
02/09/2025

জয়পুরহাটে রেলওয়ের সম্পত্তির উপর গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল বিভাগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, লিজ নেওয়া কিছু দোকান ভেঙে ফেলা হলেও প্রভাবশালী ব্যবসায়ীর ঘর উচ্ছেদ করা হয়নি।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#রাজকীয়রাজশাহী #জয়পুরহাট #রেলওয়ে #উচ্ছেদঅভিযান #বাংলাদেশ #সংবাদ

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when রাজকীয় রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category