
16/04/2025
ঘটনা আমাদের রাজশাহীর।
এই বৃদ্ধের স্ত্রী ৮মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে, এ নিয়ে অনেক ঝগড়া হয়।
এমনো অনেক রাত গেছে বৃদ্ধ সারারাত উঠানে ছিলো, ছেলেরা দরজা খুলেনি।
মৃত্যুর দিন সকালে দুই ছেলের বৌ এর সাথে খুব ঝগড়া হয় এবং তাকে বেড়িয়ে যেতে বলে ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়।
এরপর বেড়িয়ে এসে স্টেশনে ভোর থেকে বসে ছিল বেচারা
খাওয়া দাওয়া কিছু হয়নি। তার পর অভিমানের পাহাড় নিয়ে দুপুরে আ*ত্ম*হ*ত্যা করেন উনি।©