Baral News 24.com live বড়াল নিউজ ২৪.কম লাইভ

Baral News 24.com live বড়াল নিউজ ২৪.কম লাইভ "আমরা সত্য প্রচারে নির্ভীক'আমরা সত্যের পথে"
(1)

বড়াল নিউজ একটি অনলাইন নিউজ পত্রিকা। যার মূল লক্ষ্য সত্যকে উন্মোচন করা।
"আমরা নির্ভীক'আমরা সত্যের পথে"
বড়াল নিউজ (বড়াল গ্রুপের একটি প্রতিষ্ঠান)

বাঘায় অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক। বাঘা উপজেলা প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বেড় হাবাসপুর গোরস্থান স...
12/10/2025

বাঘায় অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক।

বাঘা উপজেলা প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বেড় হাবাসপুর গোরস্থান সংলগ্ন থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন, পাকুড়িয়া ইউনিয়নের গঙ্গারামপুর এলাকার মোঃ এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০),বাউসা ইউপির আড়পাড়া কুবলিকান্দি এলাকার মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯) উভয়েই বাঘা থানার বাসিন্দা।কুষ্টিয়ার দৌলতপুর থানার মরারপাড়া এলাকার মোঃ মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০)।

বাঘা থানা পুলিশ সূত্রে, শনিবার রাতে ভুক্তভোগী ইউসুফ আলী (১৭) ও তার সঙ্গী ইব্রাহীম মোটরসাইকেলযোগে হাবাসপুর থেকে নিজ বাড়ি লালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লিখিত আসামিরা অস্ত্র ঠেকিয়ে তাদের দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বিশিষ্ট ওয়ান শুটার গান উদ্ধার করে। তবে তাদের সহযোগীরা ছিনতাইকৃত ফোন ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় দ্রুত বিচার ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।ভুক্তভোগী ছিনতাই ও পুলিশ বাদী অস্ত্র আইনে মামলা করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

11/10/2025

বাঘা থানা পুলিশ কর্তৃক অস্ত্রসহ আটক ৩, বাড়ী উপজেলাধীন হাবাসপুর,গঙ্গারামপুর,
আড়পাড়া ভিকটিমের বাড়ী লালপুর থানাধীন।
বিস্তারিত পরে জানানো হবে।

বাঘার আড়ানী ডিগ্রী কলেজে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন।বাঘা উপজেলা  প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আড়া...
11/10/2025

বাঘার আড়ানী ডিগ্রী কলেজে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন।

বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আড়ানী ডিগ্রী কলেজে গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কলেজ প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিকেলে ভোটগণনা সম্পন্ন হয়।

নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শামসুল ইসলাম বাবুল (প্রতীক: দেয়াল ঘড়ি) ১২০ ভোট, আবদুর রশিদ (প্রতীক: টেবিল ফ্যান) ১০৩ ভোট এবং শামসুল ইসলাম (প্রতীক: ফুটবল) ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে পরাজিত প্রার্থীরা হলেন— সামসুজ্জোহা (প্রতীক: গোলাপ ফুল) ৭১ ভোট, জালাল উদ্দিন (বই) ৫৮ ভোট, আসাদুল ইসলাম (গ্লাস) ৩৯ ভোট, শহিদুল ইসলাম (দোয়াত) ২৪ ভোট এবং আনোয়ার হোসেন (কলম) ১৭ ভোট।

নির্বাচনে একজন অভিভাবক তিনটি করে ভোট প্রদান করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২০২ জন। ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক-কর্মচারীরা এবং প্রার্থীদের সমর্থকরা সার্বিক সহযোগিতা করেন।

ভোটগ্রহণ চলাকালীন কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আড়ানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তার বলেন, “নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, প্রার্থী এবং ভোটারদের আন্তরিক সহযোগিতায় কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ করতে পেরেছি।

স্থানীয়রা জানান, কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচনটি এলাকায় যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছিল। নির্বাচনের মাধ্যমে অভিভাবক প্রতিনিধিদের অংশগ্রহণে কলেজ পরিচালনা পর্ষদ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

11/10/2025

বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন পদে ১ম হয়েছেন শামসুল ইসলাম বাবুল মহরি (দেওয়াল ঘড়ি মার্কা ১২০টি ভোট), ২য় হয়েছেন আব্দুল রশিদ (টেবিল ফ্যান মার্কা ১০৩টি ভোট), ৩য় হয়েছেন শামসুল ইসলাম (ফুটবল মার্কা ৯১টি ভোট) ।

11/10/2025

বাঘার আড়ানী ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন পদে ১ম হয়েছেন শামসুল ইসলাম বাবুল মহরি (দেওয়াল ঘড়ি মার্কা ১২০টি ভোট), ২য় হয়েছেন আব্দুল রশিদ (টেবিল ফ্যান মার্কা ১০৩টি ভোট), ৩য় হয়েছেন শামসুল ইসলাম (ফুটবল মার্কা ৯১টি ভোট) জয়ীদের আনান্দ মিছিল।

11/10/2025

বাঘার আড়ানী ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে উৎসবমূখর পরিবেশে নির্বাচন।

10/10/2025

ব্রাদার্স ওয়ারিয়র্স নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন
রিপোর্টঃ- বাণী ইসরাইল হিটলার সিনিয়র স্টাফ রিপোর্টার
ভিডিও ধারণঃ- মোঃ তুরিন আলম

এমন পা'গলা ফ্যানদের মূল্য কি কখনো এই বাফুফে বুঝবে.....??
09/10/2025

এমন পা'গলা ফ্যানদের মূল্য কি কখনো এই বাফুফে বুঝবে.....??

https://baralnews24.com/national-girl-child-day-celebrated-in-bagatipara/
08/10/2025

https://baralnews24.com/national-girl-child-day-celebrated-in-bagatipara/

নিজেস্ব প্রতিনিধি (নাটোর)ঃ আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে...

07/10/2025

এখন টিভির চট্টগ্রাম বুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

Address

Rajshahi
6281

Alerts

Be the first to know and let us send you an email when Baral News 24.com live বড়াল নিউজ ২৪.কম লাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baral News 24.com live বড়াল নিউজ ২৪.কম লাইভ:

Share