20/10/2025
পাঠ পরিকল্পনা
“Oyshi’s City Life” Class-3, (English for Today, Unit 5, Lesson 4)
===============================
#পাঠ পরিকল্পনা
বিষয়: ইংরেজি
শ্রেণি: ৩য়
একক: Unit – 5
পাঠ: Lesson – 4: Oyshi’s City Life
সময়: ৪০ মিনিট
🩵 ১. স্বাগত ও অনুপ্রেরণা (২ মিনিট)
-শিক্ষক শিক্ষার্থীদের উষ্ণ শুভেচ্ছা জানাবেন।
- “Good morning, everyone! How are you today?”
- শিশুরা উত্তর দেবে: “I’m fine, thank you.”
- শিক্ষক বলবেন: “Today we’ll learn about a girl named Oyshi and her city life.”
🩵 ২. পাঠ ঘোষণা (২ মিনিট)
শিক্ষক বলবেন:
“Today’s lesson is ‘Oyshi’s City Life’. We’ll read, listen, speak and write about her daily life in the city.”
বোর্ডে লিখবেন:
Lesson 4 – Oyshi’s City Life
🩵 ৩. শিখনফল (Learning Outcomes) (শোনা, বলা, পড়া, লেখা)
পাঠ শেষে শিক্ষার্থীরা পারবে—
🎧ক. Listening (শোনা):
- Oyshi’র জীবন সম্পর্কে মূল তথ্য শুনে উত্তর দিতে পারবে।
🎤 খ. Speaking (বলা):
নিজের শহর জীবনের কথা সহজ বাক্যে বলতে পারবে।
📖গ. Reading (পড়া):
- পাঠ্যাংশ পড়ে অর্থ বুঝতে পারবে।
- প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।
✒️ঘ. Writing (লেখা):
- প্রদত্ত শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করতে পারবে।
🩵 ৪. পূর্ব প্রস্তুতি (৩ মিনিট)
- শিক্ষক দেখাবেন:
- একটি শহরের ছবি, যেখানে রাস্তা, স্কুল, গাছ, বাস, বাজার ইত্যাদি আছে।
- শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবেন:
- “What can you see in the picture?”
- “Do you live in a city or village?”
- “How do you go to school?”
এতে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি হবে।
🩵 ৫. উপস্থাপন পর্ব (Presentation Stage) (২০ মিনিট)
💛 (ক) ছবি প্রদর্শন ও আলোচনা (5 মিনিট)
- শিক্ষক বইয়ের ছবিগুলো (যেখানে Oyshi ও তার মা রাস্তা পার হচ্ছে, গাছ লাগাচ্ছে, লাইব্রেরি ভ্যান আছে) বোর্ডে দেখাবেন।
- প্রশ্ন করবেন:
- “Who is this girl?”
- “Where is she going?”
- “What is her mother doing?”
💛 (খ) শিক্ষকের পাঠ ও শিক্ষার্থীদের শোনা (৫ মিনিট)
- শিক্ষক স্পষ্টভাবে পুরো পাঠটি পড়ে শোনাবেন।
- শিক্ষার্থীরা বই খুলে শুনবে ও দেখবে। উচ্চারণ অনুশীলন করাবেন এবং কঠিন শব্দের অর্থ বুঝতে সহযোগিতা করবেন।
💛 (গ) শিক্ষার্থীদের পাঠ (৫ মিনিট)
- কয়েকজন শিক্ষার্থী পালাক্রমে পাঠটি পড়বে।
- শিক্ষক শিক্ষার্থীদের উচ্চারণ ঠিক করাবেন ও নতুন শব্দের অর্থ বোঝাবেন। যেমন:
1. zebra crossing – জেব্রা ক্রসিং
2. foot overbridge – পদচারী সেতু
3. borrow – ধার নেওয়া
4. academy – শিক্ষালয়
💛 (ঘ) দলীয় কাজ (৩ মিনিট)
- শ্রেণিকে ৩টি দলে ভাগ করা হবে।
- প্রত্যেক দল নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে:
1. Who goes to school with Oyshi?
2. What does Oyshi do in the garden?
3. When does she attend art class?
💛 (ঙ) জোড়ায় কাজ (২ মিনিট)
- প্রত্যেক জোড়া শিক্ষার্থী Matching words (part C) কাজটি করবে।(পাঠ্যপুস্তক এ আছে)
💛 (চ) একক কাজ (২ মিনিট)
- শিক্ষার্থীরা Rearranging words (part D) থেকে একটি করে বাক্য সাজাবে।(পাঠ্যপুস্তকে আছে)
🩵 ৬. মূল্যায়ন (৫ মিনিট)
💛 ক. মৌখিক প্রশ্ন:
1. Where does Oyshi live?
2. How many days does she attend art class?
3. What is a green city?
💛 খ. লিখিত ছোট কাজ:
“Write two sentences about your city or village.”
🩵 ৭. বাড়ির কাজ (Homework)
1. Write 3 sentences about your daily life in the city or village.
2. Draw a picture of your city and label three things (school, garden, road).
🩵 ৮. সমাপ্তি ঘোষণা (3 মিনিট)
- শিক্ষক পাঠটি সারসংক্ষেপ করবেন:
“Today we learned about Oyshi’s city life — how she goes to school, helps her parents, and enjoys reading.”
- শিক্ষার্থীদের প্রশংসা করবেন:
“Good job, everyone! See you next class.”
“Goodbye, class!”
“Goodbye, teacher!”
আমি এই পাঠ পরিকল্পনা আমার মতো করে তৈরি করলাম। এখানে শিক্ষক শিক্ষার্থীদের ধারণক্ষমতা অনুযায়ী সংযোজন ও বিয়োজন করে নিতে পারেন।
ধন্যবাদ
দিলরুবা খাতুন
প্রধান শিক্ষক
ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
পুঠিয়া, রাজশাহী।
#ধাদাশ_সরকারি_প্রাথমিক_বিদ্যালয় #পাঠপরিকল্পনা