17/09/2025
বিয়ের ৫মাস হয়েছে। আমার স্ত্রী দুইমাসের প্রে"গ"ন্যান্ট। এমনিতে আমরা অনেক বেশি ক্লোজড, ফ্রেন্ডলি এবং একজন আরেকজনকে ভালো মতো বুঝার চেষ্টা করি। স্ত্রী প্রায় সময় মজা করে, মজা করতে করতে মা"/রা-মা/রি শুরু করে দেয়, মানে চ"ড় থা/প্পর। তখন তাকে ঝাড়ি মে/রে বা হালকা চা"প"ড় দিয়ে লাইনে আনতে হয়।
সে আবার অনেক কান্না-কা/টি ও করে কারণ সে মাঝেমধ্যে অতিরিক্ত করে ফেলে বলে। তবে এমনিতে অনেক কেয়ারিং।
প্রে"গ্নে"ন্সির কারণে এখন ঘন ঘন মু"ড সুইং হচ্ছে। প্রতিদিন সকালে ব"মি করে, খাবার রুচি একদম চলে গেছে। গ্যা"স্ট্রি"কের স"ম"স্যা ও বাড়তেছে। ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে, ঔ"ষ"ধ ও ঠিকমতো খাচ্ছে। হঠাৎ হঠাৎ কান্না-কা/টি করে, সে আগের মতো স্বাভাবিক হতে চায়, আমার মতো ইচ্ছামতো খেতে চায়, ট"য়"লেট করতে চায় এসব বলে।
আমিও মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। বাচ্চা নেয়ার আগ্রহ ওরই বেশি ছিল।
একদিন এসব নিয়ে আফসোস করতে করতে হঠাৎ আমার প্রা"ই"ভেট পা'র্টে হা"ত রেখে বলে ''এটাকে আমি কে/টে ফেলবো, এটার জন্যই আমার আজকের এই অবস্থা'।
আমি হতবাক হয়ে যাই, এটা শুনে।
সে পরে আবার হাসে, বলে মজা করেছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে।
কিন্তু আমি মনে মনে ভ"য় পেয়ে যাই। কি বলে এসব!
একদিনের ঘটনা ভেবে ভু"লে যাই।
গতকালকে সকালেও নানা রকম অভিযোগ করতে করতে হঠাৎ আমার প্রা"ই"ভেট পা"র্ট চে"পে ধরে বলে ''এটাকে আমি সত্যিই কে"^টে ফেলবো''।
আজকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বুঝার আগেই ওর মা"থা"য় চ"ড় দিয়ে বসেছি।
এই প্রথম সিরিয়াসলি মে/রে ফেলেছি দেখে সে ও অবাক হয়ে কান্না-কা/টি করেছে।আমার ও মন খা"রা"প হয়েছে অনেক।
তবে জানি এটা ঠিক হয়ে যাবে দুজনের মধ্যে বুঝাপড়া ভালো। আমি আছি অন্য চিন্তা নিয়ে।
তার মা"থা"য় যে আসছে কে/টে ফেলতে হবে। এটা আসলেই তার সা"ই"কো-লজিক্যাল কোন স"ম"স্যা তৈরি করতেছে কি না? চারিদিকে প্রতিদিন এমন নিউজ অহরহ দেখি, সুতরাং এমন করাটা অস্বাভাবিক কিছু না।
তাকে বলেছি ডাক্তারের কাছে যেতে, সে রাজি হচ্ছেনা, বলে "এগুলা এমনিতেই ফান করে বলে।"
আমার এখন তার পাশে শু"ই"তে-ও ভ"য় লাগে। প্রে"গ্নে"ন্সিতে মেয়েদের এমন মুইড সুইং কী স্বাভাবিক? একজন কিভাবে এসব বলতে পারে? আমার এখন কি করা উচিত? তার যদি মাঝেমধ্যে ক"ন্ট্রো"ল না থাকে তাহলে কি করবে!
সে বাপের বাড়িতে বেড়াতে যেতে চায় না, কারণ আমাকে ছাড়া থাকতে পারবেনা।বাপের বাড়িতে যাওয়ার কথা বললেই কান্না-কা/টি করে। তার মা, বোনেরা বেড়াতে যেতে বলে, তা-ও সে যায় না।