Khokon English & ICT

Khokon English & ICT I learn,.... I Teach... I Respect
(1)

➤SSC 2026সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ   এর পক্ষ হতে তোমাদের জন্য ইতিমধ্যেই একটি প্রিপারেশন প্রোগ্রাম [✰ .5 #✰ FOR SSC 2026 PR...
11/10/2025

➤SSC 2026
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পক্ষ হতে তোমাদের জন্য ইতিমধ্যেই একটি প্রিপারেশন প্রোগ্রাম [✰ .5 #✰ FOR SSC 2026 PREPARATION] চালু করা হয়েছে। এই প্রোগ্রামটিতে যা যা থাকছে....
➤১ম পর্যায়ে~~
☞ প্রতিটি বিষয়ের আলাদা ২ টি করে সকল অধ্যায়ের উপর ১ টি করে এক্সাম।
☞ এক্সাম শেষে Solve Class ( Theorycal subject এর ক্ষেত্রে)
☞ Theorycal Subject গুলোর উপর 1 Shot Class (প্রয়োজনে দীর্ঘ ক্লাস দেয়া হবে)
➤২য় পর্যায়~~
☞ ১ম পর্যায়ের এক্সাম শেষে অধ্যায় সংখ্যা বাড়িয়ে সকল বিষয়ের উপর Re-Exam শুরু হবে।
➤৩য় পর্যায়~~
☞ ২য় পর্যায়ের এক্সাম গুলো শেষ হবার পর সকল Subject এর উপর Final Preparation Exam শুরু হবে।
আর এখানেই প্রোগ্রাম ✰ .5 #✰ FOR SSC 2026 PREPARATION শেষ হবে।

★Teacher Panel এ থাকবেন...
☞ MD Khokon Ali [CEO of ASK]
1st part 2nd Part 2nd Part
☞ Mizan MF [Assistant T. of ASK]
. Science

+OTHERS SUBJECT (INSTRUCTOR BOTH)

চাইলে এই প্রোগ্রামে ইনরোল করে অন্যদের তুলনায় Advance থাকতে পারো।

So be careful students 🚀For Admission Batch.Created by Mizan M F (Admin of Page)This is fun but serious. I mean মিসাইল ন...
14/09/2025

So be careful students 🚀
For Admission Batch.
Created by Mizan M F (Admin of Page)
This is fun but serious. I mean মিসাইল না পড়লেও স্কেল ঠিকই পড়বে✅✅

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এডমিশনার শিক্ষার্থীবৃন্দ আগামীকাল ০১-০৯-২০২৫ রোজ সোমবার সকাল ১০ টাই Khokon English & I...
31/08/2025

বিসমিল্লাহির রহমানির রহিম
সুপ্রিয় এডমিশনার শিক্ষার্থীবৃন্দ আগামীকাল ০১-০৯-২০২৫ রোজ সোমবার সকাল ১০ টাই Khokon English & ICT এর পক্ষ হতে তোমাদের ভার্সিটি + নার্সিং কোর্সের উদ্বোধনি ক্লাস দেওয়া হয়েছে। একই কোর্স ফি তে দুইটা কোর্সের প্রিপারেশন নিতে পারবা।

অন্যান্য দামি প্রতিষ্ঠানের মত করে আমাদের প্রতিষ্ঠানে এসে পা ধরে ভর্তি হতে হবেনা,, তোমরা আসবা সম্মানের সহিত ভর্তি হবা ক্লাস করবা টিচার প্যানেল (Du,Ru,Ruet)এ যেসকল সম্মানিত টিচার রা থাকবে তাদের কথা মত পরিশ্রম করবা দিন শেষে হাসতে হাসতে সফলতা কে হাতের মুঠোই নিয়ে বিদাই নিবা।
এটা আমাদের প্রতিষ্ঠানের কামনা, তোমাদের সপ্ন,
আল্লাহ অবশ্যই সহায় হবেন।

যেকোন প্রয়োজনে নিচের টেমপ্লেটে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করতে পারেন। তবে এডমিশন নিতে চাইলে যেখানেই নেন না কেন দেরি করবেন না কারণ দেরি করলেই আপনি পিছিয়ে যাবেন।
আল্লাহ কখনো পরিশ্রমিদের নিরাশ করেনা।

📚📖ফ্রি এডমিশন ফ্রি এডমিশন ফ্রি এডমিশন📖📚কি ব্যাপার পুঠিয়াই এডমিশন নিচ্ছেন?? কোথায় এডমিশন কোর্স করবেন ভেবে পাচ্ছেন না??সঠি...
27/08/2025

📚📖ফ্রি এডমিশন ফ্রি এডমিশন ফ্রি এডমিশন📖📚
কি ব্যাপার পুঠিয়াই এডমিশন নিচ্ছেন?? কোথায় এডমিশন কোর্স করবেন ভেবে পাচ্ছেন না??

সঠিক জ্ঞ্যান, এডমিশনে প্রয়োজনীয় আপডেট ইনফরমেশন অর্জন করতে চাইলে এবং ভালো কোন ইউনিভার্সিটি ও ভালো নার্সিং কলেজে এ ভর্তি হতে চাইলে চলে আসুন আমাদের পুঠিয়ার একমাত্র সুনামধন্য, বিশ্বস্ত প্রাইভেট সেন্টার Khokon English & ICT (ACADEMIC & ADMISSION)
এডমিশন ব্যাচ এর উদ্বোধনি ক্লাস আগামী ★*০১-০৯-২০২৫ ইং রোজ সোমবার সকাল ১০ টাই অনুষ্ঠিত হবে*★
এই প্রতিষ্ঠানে রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলি এডমিশনের ক্লাস করাবেন।

এছাড়াও একই কোর্স ফি তে ভার্সিটি ও নার্সিং দুইটা কোর্স করতে পারবেন। প্রতি টপিক্স এর উপর অনলাইন ও অফলাইন দুই রকমেরই ক্লাস পাবেন ।

এই প্রতিষ্ঠানের কিছু সফলতা:

১)এ বছর ২০২৫ সালে ২৩ জন নার্সিং প্রিপারেশন নিয়ে ১৫ জন শিক্ষার্থীরা দেশ সেরা নার্সিং কলেজ গুলোতে জায়গা করে নিতে পেরেছে।

এছাড়াও ২ টা ভার্সিটি

২) ২০২৪ সালে ২৭ জন প্রিপারেশন নিয়ে ৪ জন (RU,CU,IU) এবং ১৪ জন দেশ সেরা নার্সিং কলেজ গুলোতে জায়গা করে নিয়েছে।

বিগত সালগুলোতে আরো অনেক সফলতা আছে।

অন্যন্য প্রতিষ্ঠানের মত আমরা কোন শিক্ষার্থীদের বাসায় গিয়ে শিক্ষার্থীর বাবা মা এর ব্রেন ওয়াশ করিনা বা কোন শিক্ষার্থীর পা ধরিনা। আমরা আমাদের সফলতার উপর ভিত্তি করে চলি।

তাই বলছি দেখে শুনে যেখানেই ভর্তি হবেন হতে পারেন তবে দেখে শুনে। চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করতে পারেন। আল্লাহ তায়ালার সহায়তায় প্রতিষ্ঠানের ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এর দ্বারা ইনশাআল্লাহ তোমরা ও সফল কাম হবে।

Address

Rajshahi

Telephone

+8801733990661

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khokon English & ICT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share