Islamic stories

Islamic stories আসসালামু আলাইকুম 💐
(2)

08/05/2025

হযরত আবু বক্কর (রা:)এর এক গোলাম তার জন্য দুধ নিয়ে এলো। তিনি তা পান করলেন। গোলাম বলল হুজুর! আপনি তো আমার থেকে কোন কিছু কখনো অনেক কিছু জিজ্ঞাসা বাদ না করে গ্রহণ করেন না। আজ যে তার বিপরীত দেখা গেল। তখন হযরত আবু বক্কর (রা:)তাকে দুধের ব্যাপারে প্রশ্ন করলেন। গোলাম বলল, আমি জাহিলিয়াতের যুগে কিছু তন্ত্র মন্ত্র পড়ে একটি লোকের রোগ চিকিৎসা করেছিলাম। তার বিনিময়ে লোকটি আজ আমাকে এই দুধটুকু দিয়েছিল। হযরত আবু বক্কর (রা:) এ কথা শুনে তখনই গলার ভেতর আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেললেন, তারপর অত্যন্ত বিনীতভাবে বললেন, হে মাবুদ! আমার সাধ্যে যা কুলালো তা করলাম।তবে হয়তো এখনো তার সামান্য কিছুটা আমার ভেতরে থেকে যেতে পারে। তুমি আমায় এই ব্যাপারে ক্ষমা করে দাও।

এ ঘটনার দ্বারা বোঝা গেল যে তাকওয়ার ক্ষেত্রে খানাপিনার ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। তোমরা তাকওয়ার পথ অবলম্বন করলে এই দৃষ্টান্তকেই সামনে রেখে চলবে।

07/05/2025

হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, শৈশবে মৃত্যুবরণ করে বিনা হিসেবে মৃত্যুবরণ করা আমার কাম্য নয়। আমি বড় হব না ও প্রতিপালকের পরিচয় জ্ঞান অর্জন করব না, তা আমি মোটেই পছন্দ করি না। কেননা মানুষের মধ্যে সেই তো অগ্রগণ্য, যে আল্লাহকে ভালো করে জানলো তাকে সর্বাধিক ভয় করল, বেশি ইবাদত করার সুযোগ পেল ও তার ফলে মহান আল্লাহ পাকের সাথে অন্তরঙ্গ সম্পর্কের সৃষ্টি হল।

হে মানবগণ! আল্লাহর নেয়ামতের মূল্য অনুধাবনের জন্য তোমাদের সর্বতোভাবে চেষ্টা চালানো উচিত। আল্লাহ যখন তোমাদের সত্য ধর্মের ...
04/05/2025

হে মানবগণ! আল্লাহর নেয়ামতের মূল্য অনুধাবনের জন্য তোমাদের সর্বতোভাবে চেষ্টা চালানো উচিত। আল্লাহ যখন তোমাদের সত্য ধর্মের মত নেয়ামত দান করে ধন্য করেছেন। তখন তুচ্ছ পার্থিব উপায় উপকরণের দিকে আগ্রহ পরিহার কর নইলে কেবল ক্ষতিরই শিকার হবে।তোমরা কি আল্লাহর সে বাণী শুননি যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে লক্ষ্য করে এরশাদ করেছেন?
" আপনাকে নামাজ বারংবার পাঠ করার জন্য মহান বাণী সপ্তক ও মহান কোরআন দান করেছি সুতরাং কাফিরদেরকে যে আমি পার্থীব্য ভোগ উপভোগ সম্পদ দান করেছি আপনি সেদিকে চোখ তুলেও তাকাবেন না"।

কিসের এত অহংকার আপনার? বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের। তবে জেনে রাখুন এসব কিছুর কিছুই আপনার না। কারণ আপনার বাড়িটা এক মু...
03/05/2025

কিসের এত অহংকার আপনার? বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের। তবে জেনে রাখুন এসব কিছুর কিছুই আপনার না। কারণ আপনার বাড়িটা এক মুহূর্তে আল্লাহ তালা চাইলে ভূমিকম্পের দ্বারা মিশিয়ে দিতে পারে। আল্লাহ চাইলে আপনার গাড়িটি রাস্তায় এক্সিডেন্ট দিয়ে গুঁড়িয়ে দিতে পারে। আল্লাহ চাইলে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য করে দিতে পারে। এই দুনিয়ায় যা কিছু আছে আপনি আমি আপনার আমার যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তাই সব কিছু নিয়ে অহংকার করার আগে একবার ভেবে দেখবেন। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না মৃত্যুর পরের জীবন আসল জীবন।

23/04/2025
হে আল্লাহ আপনি আমাদের আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন।
13/03/2025

হে আল্লাহ আপনি আমাদের আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন।

12/01/2025

হে আল্লাহ! আপনি আমাদের অন্তরে খোদা ভীতি প্রদান করুন,এবং উহাকে পবিত্র করে দিন আপনি উহার উত্তম পবিত্রকারি, উহার অভিভাবক ও প্রভু।"

19/12/2024

Allah beautifully plans your life. Keep turning each page with prayer and faith.

24/11/2024

Sabr is having full Tawakkul in Allah that everything will work out.

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share