08/05/2025
হযরত আবু বক্কর (রা:)এর এক গোলাম তার জন্য দুধ নিয়ে এলো। তিনি তা পান করলেন। গোলাম বলল হুজুর! আপনি তো আমার থেকে কোন কিছু কখনো অনেক কিছু জিজ্ঞাসা বাদ না করে গ্রহণ করেন না। আজ যে তার বিপরীত দেখা গেল। তখন হযরত আবু বক্কর (রা:)তাকে দুধের ব্যাপারে প্রশ্ন করলেন। গোলাম বলল, আমি জাহিলিয়াতের যুগে কিছু তন্ত্র মন্ত্র পড়ে একটি লোকের রোগ চিকিৎসা করেছিলাম। তার বিনিময়ে লোকটি আজ আমাকে এই দুধটুকু দিয়েছিল। হযরত আবু বক্কর (রা:) এ কথা শুনে তখনই গলার ভেতর আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেললেন, তারপর অত্যন্ত বিনীতভাবে বললেন, হে মাবুদ! আমার সাধ্যে যা কুলালো তা করলাম।তবে হয়তো এখনো তার সামান্য কিছুটা আমার ভেতরে থেকে যেতে পারে। তুমি আমায় এই ব্যাপারে ক্ষমা করে দাও।
এ ঘটনার দ্বারা বোঝা গেল যে তাকওয়ার ক্ষেত্রে খানাপিনার ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। তোমরা তাকওয়ার পথ অবলম্বন করলে এই দৃষ্টান্তকেই সামনে রেখে চলবে।