হাদিসের বানী

হাদিসের বানী “সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে; মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহ্‌র স্মরণ”

– বুখারী

যখন কষ্ট লাগে — দুই রাকাআত নামাজ পড়ো।যখন ব্যর্থ হও — সেজদায় কেঁদে ফেলো।যখন পথ হারাও — তাহাজ্জুদের জন্য জেগে ওঠো।যখন শূন্...
02/11/2025

যখন কষ্ট লাগে — দুই রাকাআত নামাজ পড়ো।
যখন ব্যর্থ হও — সেজদায় কেঁদে ফেলো।
যখন পথ হারাও — তাহাজ্জুদের জন্য জেগে ওঠো।
যখন শূন্য লাগে — কুরআন খোলো।
যখন ক্লান্ত লাগবে — আল্লাহর সঙ্গে কথা বলো।
যখন হৃদয় অস্থির — দোয়া করো। 🤲

কারণ শান্তি দুনিয়াতে পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় কেবল আল্লাহর স্মরণে। 💐🤍

— সংগৃহিত

তুমি কিছুই ছিলে না!মানুষের উপর কি এমন কোনো সময় অতিবাহিত হয়নি, যখন সে কিছুই উল্লেখযোগ্য ছিল না?📖 সূরা ইনসান: ১হে মানুষ!...
28/10/2025

তুমি কিছুই ছিলে না!

মানুষের উপর কি এমন কোনো সময় অতিবাহিত হয়নি, যখন সে কিছুই উল্লেখযোগ্য ছিল না?
📖 সূরা ইনসান: ১

হে মানুষ! এক সময় তুমি কিছুই ছিলে না। আজ তুমি অহংকারে মত্ত! অথচ তোমার সম্মান ও মর্যাদা এসেছে সেই কিতাব (কুরআন) থেকে, যা তোমার জন্য পাঠানো হয়েছে। তাকে আঁকড়ে ধরো, আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। নইলে মানুষকে দেখানোর জন্য টাকা-পয়সা বা পদবির পেছনে দৌড়ানো কোনো কাজে আসবে না।

— সংগৃহিত

মাওলানা রুমিকে প্রশ্ন করা হয়েছিল-বিষ কাকে বলে?তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন,❝মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু ...
19/10/2025

মাওলানা রুমিকে প্রশ্ন করা হয়েছিল-বিষ কাকে বলে?

তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন,❝মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে, তাই হচ্ছে বিষ। এটি হতে পারে ক্ষমতা, সম্পদ, ক্ষুদা, অহংকার, লোভ, অলসতা, ভালোবাসা, উচ্চাকাংক্ষা, ঘৃণা বা যে কোন কিছু।❞

— মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)

আজানের জবাব দেয়ার সঠিক নিয়মআজানের জবাব দেয়া প্রসঙ্গে রাসূল সা, বলেছেন- তোমরা আযান শুনলে তা- ই বল, মুয়াজ্জিন যা বলে, (বুখ...
17/10/2025

আজানের জবাব দেয়ার সঠিক নিয়ম

আজানের জবাব দেয়া প্রসঙ্গে রাসূল সা, বলেছেন- তোমরা আযান শুনলে তা- ই বল, মুয়াজ্জিন যা বলে, (বুখারী- ৬১১)।

মুয়াজ্জিন "আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ" বললে, শ্রোতাও "আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ" বলবে, (বুখারী- ৬১২)।

শুধু "হায়্যা আলাস সালাহ" এর জবাবে -"হাইয়্যা আলাস সালাহ" অথবা "লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ" বলা যাবে, (বুখারী- ৬১৩)।
" হায়্যা আলাল ফালাহ" শুনে শ্রোতাও জবাবে -"হায়্যা আলাল ফালাহ" অথবা "লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ " বলবে, (নাসাঈ- ৬৮৫)।

এদুটি কালেমা ব্যতীত পুরো আজানের জবাব মুয়াজ্জিন কে অনুসরণ করে প্রদান করতে হবে।

আজানের শেষ হলে, শ্রোতাও আজানের শেষ অংশের জবাব দেবে।
অতপর দূুরুদ পড়বে। দুরুদ পড়ে তারপর আল্লাহুম্মা রাব্বা হাজিহী----বলে দুআ করবে, (আবু দাউদ- ৫২৩)।

উল্লখ্য যে, রাসূল সা, এর নাম শুনলে বা নিজে রাসূল সা, এর নাম উচ্চারণ করলে দূরূদ পড়া সুন্নাহ। তবে আজানের ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে দূরুদ আজান শেষ হলে পড়া সুন্নাহ, আজানের মাঝখানে নয়।

রাসুলুল্লাহ ﷺ-এর বাণী, তিনি বলেছেন—"ما في الجنة أعزب"অর্থাৎ: "জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না।"(সহিহ মুসলিম, হাদিস নং 283...
16/10/2025

রাসুলুল্লাহ ﷺ-এর বাণী, তিনি বলেছেন—

"ما في الجنة أعزب"
অর্থাৎ: "জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না।"
(সহিহ মুসলিম, হাদিস নং 2834)

🔹 ব্যাখ্যা
এই হাদীসের অর্থ হলো, জান্নাতে প্রবেশ করার পর সবাই বিবাহিত অবস্থায় থাকবে। যারা দুনিয়াতে বিবাহ করতে পারেনি — পুরুষ বা নারী — আল্লাহ তাআলা তাদের জান্নাতে জোড়া দান করবেন।

জান্নাতে কেউ একা থাকবে না; বরং প্রত্যেকের জন্য জীবনসঙ্গী থাকবে, যাতে তারা চিরসুখে জীবন যাপন করতে পারে।

🔹 মূল শিক্ষা:
এই হাদীস জানায় যে, জান্নাত হলো পূর্ণতা ও পরিপূর্ণ সুখের স্থান। সেখানে কোনো একাকীত্ব, দুঃখ, কষ্ট, বা অভাব থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সকল ইচ্ছা পূর্ণ করবেন, যার মধ্যে বিবাহ ও সঙ্গীর আনন্দও অন্তর্ভুক্ত।

14/10/2025

অর্থঃবলুন, তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়।
আল্লাহ্ অমুখাপেক্ষী (তিনি কারো ওপর নির্ভরশীল নন)।
তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
এবং তাঁর সমকক্ষ কেউ নেই।

সূরা ইখলাসের ফজিলত:
কুরআনের এক-তৃতীয়াংশ: সুরা ইখলাস পুরো কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
এক খতমের সমান নেকি: তিনবার সুরা ইখলাস পাঠ করলে এক খতম কুরআনের সওয়াব পাওয়া যায়।
আল্লাহর ভালোবাসা ও জান্নাত: যে ব্যক্তি এই সূরাকে ভালোবাসে, আল্লাহ তাকেও ভালোবাসেন এবং জান্নাত দান করেন।
জান্নাতে গৃহলাভ: ১০ বার সুরা ইখলাস পাঠ করলে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন।
আল্লাহর গুণাবলীর বর্ণনা: এই সূরাটি আল্লাহর একত্ববাদ এবং তার সত্তার এক অনন্য ও গভীর ব্যাখ্যা দেয়, যা অত্যন্ত ছোট হলেও খুবই মর্যাদাপূর্ণ।

“আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”— (স...
14/10/2025

“আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”
— (সূরা আল-বাকারা ২:১৫৫)

আজান শুনে দোয়াاللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ المَتَّامَّةِ ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ ، آتِ مُحَمَّداً الْمُوَسِيل...
12/10/2025

আজান শুনে দোয়া

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ المَتَّامَّةِ ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ ، آتِ مُحَمَّداً الْمُوَسِيلَةَ وَالْمُفَضِيلَةَ ، وَابْعَثْهُ مَقَامَاً مَحْمُوداً الَّذِي وَعَدْتَهُ

উচ্চারণ: 'আল্লা-হুম্মা রাব্বা হা-জিহিদ
দা'ওয়াতিত তা-ম্মাহ, ওয়াস সালা-তিল কা-য়িমাহ্, আ-তি মুহাম্মাদান আল ওয়াসীলাতা ওয়াল ফাদীলাহ্, ওয়াব'আসহু মাকা-মাম মাহমূদানিল্লাযী ওয়াআদতাহ'

অর্থ: 'হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের তুমিই প্রভু! মুহাম্মদ (স.)-কে অসিলা তথা জান্নাতের একটি স্তর এবং ফজিলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর তাঁকে মাকামে মাহমূদে (প্রশংসিত স্থানে) পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।'

(বুখারি: ১/২৫২,নং ৬১৪; বুখারি:১/২২২, নং: ৫৮৯)

It's hard 🤲
08/10/2025

It's hard 🤲

সৌন্দর্য, হালাল ইনকাম,সুস্বাস্থ্য শান্তির ঘুম পেতে এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ৫ওয়াক্ত নামাজ এবং সঠিক পরিশ্রমের বিকল...
07/10/2025

সৌন্দর্য, হালাল ইনকাম,সুস্বাস্থ্য শান্তির ঘুম পেতে এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ৫ওয়াক্ত নামাজ এবং সঠিক পরিশ্রমের বিকল্প নেই।
আল্লাহ আমাদের নামাজে মনোযোগ বাড়িয়ে দিন,সঠিক ভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন। .

06/10/2025

Allah grant us.

প্রতিদিনের জীবনে হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, দুরুদ শরীফ  এবং আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন।এগুলো জীবনে অগণিতভ...
06/10/2025

প্রতিদিনের জীবনে হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, দুরুদ শরীফ এবং আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন।

এগুলো জীবনে অগণিতভাবে বাঁচায়, রহমত নিয়ে আসে এবং অচিন্তনীয়ভাবে সমস্যাগুলোর সমাধান করে দেয়। আপনি কল্পনাও করতে পারবেন না, কত সুন্দরভাবে আল্লাহ তা’আলা পথ খুলে দেন। শুধু পড়ে যান নিয়মিতভাবে, আর আল্লাহর উপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) রাখুন। ♥️

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল – আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মসম্পাদনকারী।
দুরুদ শরীফ – প্রিয় নবী (সা.)-এর উপর দরুদ পাঠ করুন, এতে রহমত নাজিল হয়।
ইসতিগফার – আল্লাহর নিকট ক্ষমা চাইলে অন্তর পরিশুদ্ধ হয় এবং জীবনে বরকত আসে।

চলুন, এগুলোকে জীবনের অংশ বানিয়ে নেই।🌸🤍

Address

Saheb Bazar
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when হাদিসের বানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category