17/10/2025
আজানের জবাব দেয়ার সঠিক নিয়ম
আজানের জবাব দেয়া প্রসঙ্গে রাসূল সা, বলেছেন- তোমরা আযান শুনলে তা- ই বল, মুয়াজ্জিন যা বলে, (বুখারী- ৬১১)।
মুয়াজ্জিন "আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ" বললে, শ্রোতাও "আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ" বলবে, (বুখারী- ৬১২)।
শুধু "হায়্যা আলাস সালাহ" এর জবাবে -"হাইয়্যা আলাস সালাহ" অথবা "লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ" বলা যাবে, (বুখারী- ৬১৩)।
" হায়্যা আলাল ফালাহ" শুনে শ্রোতাও জবাবে -"হায়্যা আলাল ফালাহ" অথবা "লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ " বলবে, (নাসাঈ- ৬৮৫)।
এদুটি কালেমা ব্যতীত পুরো আজানের জবাব মুয়াজ্জিন কে অনুসরণ করে প্রদান করতে হবে।
আজানের শেষ হলে, শ্রোতাও আজানের শেষ অংশের জবাব দেবে।
অতপর দূুরুদ পড়বে। দুরুদ পড়ে তারপর আল্লাহুম্মা রাব্বা হাজিহী----বলে দুআ করবে, (আবু দাউদ- ৫২৩)।
উল্লখ্য যে, রাসূল সা, এর নাম শুনলে বা নিজে রাসূল সা, এর নাম উচ্চারণ করলে দূরূদ পড়া সুন্নাহ। তবে আজানের ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে দূরুদ আজান শেষ হলে পড়া সুন্নাহ, আজানের মাঝখানে নয়।