হাদিসের বানী

হাদিসের বানী “সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে; মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহ্‌র স্মরণ”

– বুখারী

06/07/2025

পবিত্র আশুরার দিনে কী শুধুই কারবালার ঘটনা ঘটেছিল?

-না
পবিত্র আশুরা বা মহররম মাসের ১০ তারিখ ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র আশুরা’র এই দিনে ইসলামের ইতিহাসে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ঘটিয়েছেন।

🌼আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই পবিত্র দিনে আদম (আ.) এর তওবা কবুল করেন।

🌼এই দিনে পৃথিবীতে প্রথম বৃষ্টির রহমত বর্ষিত হয়।

🌼পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন।

🌼হজরত ইউনুস (আ.)-কে মাছের পেট থেকে মুক্তি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা।

🌼নবী নূহ (আ.)-এর কিস্তি ৪০ দিন ও ৪০ রাতের বন্যার পর জুদী পর্বতে অবতরণ করেছিল আশুরার এই দিনে। এই ঘটনাটি আল্লাহর রহমত এবং নবী নূহ (আ.)-এর ধৈর্যের উদাহরণ হিসেবে উল্লেখিত।

🌼পবিত্র আশুরার দিন আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম (আ.)-কে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে ইব্রাহিম (আ.)-এর জন্য শান্তি হয়ে যায়।

🌼হজরত ঈসা (আ.)-কে পবিত্র আশুরার দিন আসমানে তুলে নেওয়া হয়েছিল বলে অনেক বর্ণনায় উল্লেখ রয়েছে।

🌼আশুরার দিনেই ৬১ হিজরিতে হজরত ইমাম হুসাইন (রা.) ও তার অনুসারীরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।

🌼কেয়ামতের দিন আশুরার দিন ঘটবে বলে হাদিসে উল্লেখ রয়েছে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই পবিত্র দিনে আমাদের সকল গুনাহ মাফ করুন এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন আমিন।

01/07/2025

দৃঢ় বন্ধন: আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাকস্বরূপ আর তোমরা তাদের পোশাকস্বরূপ। উক্ত আয়াতে স্বামী-স্ত্রীকে একে অপরের জন্য পোশাক দ্বারা একে অপরের ইজ্জতের হেফাজতকারী, পরস্পরের আশ্রয়স্থল এবং পরস্পরের হৃদয়ের প্রশান্তি বোঝানো হয়েছে। যেমন পোশাক পরিধানে দেহে প্রশান্তি আসে। তেমনই 'পোশাক' শব্দব্যবহারে এ বিষয়ের দিকে ইঙ্গিত রয়েছে যে, স্বামী-স্ত্রীর সম্পর্ক হবে অতীব নিবিড় ও দৃঢ় বন্ধনযুক্ত; যা ছিন্ন করার নয়।

ব‌ই: তুই বৃষ্টি হয়ে নামিস আমার মন খারাপের দিনে
লেখক : আব্দুল্লাহ আল মামুন
প্রকাশনী : হসন্ত প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা।

07/03/2025

জুমার দিনের ফজিলত এবং বিশেষ আমল।
~জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে~

«রাসুল (সা.) বলেন, 'জুমার দিনে যে ব্যক্তি গোসল করে জুমার নামাজের জন্য যায় এবং সামর্থ্যানুযায়ী নামাজ আদায় করে, এরপর ইমাম খুতবা শেষ করা পর্যন্ত নীরব থাকে, এরপর ইমামের সঙ্গে নামাজ আদায় করে, তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের গোনাহ মাফ করে দেওয়া হয়। ' (মুসলিম, হাদিস : ২০২৪)।»

⭐জুমার দিনের বিশেষ আমল

اللَّهُمَّ صَلَّ وَسَلَّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।

~সুবহানাল্লাহ্

05/03/2025

দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া🌸.


04/03/2025

"হাদিসটা পড়ুন, খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহপাক যে কত মহান!

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫

30/11/2024

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেনঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবুল হবে না, যতক্ষণ না সে উযূ করে। হাযরা-মাওতের জনৈক ব্যক্তি বলল, ‘হে আবূ হুরাইরা! হাদাস কী? হাদাস কী?’ তিনি বললেন, ‘নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া।’

(৬৯৫৪; মুসলিম ২/২, হাঃ ২২৫, আহমাদ ৮০৮৪) (আধুনিক প্রকাশনীঃ ১৩২, ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৭)

"না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা রেখোনা, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা।" - সহিহ বুখারীঃ ৫১৪৩ #হাদিস
17/11/2024

"না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা রেখোনা, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা।"

- সহিহ বুখারীঃ ৫১৪৩

#হাদিস

দুঃখিত হবেন না। কেননা, এটি হৃদয়কে সংকুচিত করে, মুখমণ্ডলকে কুচকিয়ে দেয়। মনোবলকে দুর্বল করে দেয় এবং আশা ভরসাকে দূর করে দেয়...
17/11/2024

দুঃখিত হবেন না। কেননা, এটি হৃদয়কে সংকুচিত করে, মুখমণ্ডলকে কুচকিয়ে দেয়। মনোবলকে দুর্বল করে দেয় এবং আশা ভরসাকে দূর করে দেয়।

16/09/2024

ইয়া নবী হযরত মোহাম্মদ (সাঃ)🌸💚

৪ টা কাজ রিজিক বাড়িয়ে দেয়ঃ-১.    আল্লাহ্‌র রাস্তায় ব্যয় করা। ২.     আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। ৩.    দিনের শুরুতে ও ...
10/09/2024

৪ টা কাজ রিজিক বাড়িয়ে দেয়ঃ-
১. আল্লাহ্‌র রাস্তায় ব্যয় করা।
২. আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা।
৩. দিনের শুরুতে ও শেষে আল্লাহ্‌র জিকির করা
৪. আল্লাহ্‌র নিয়ামতের শুকরিয়া আদায় করা।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when হাদিসের বানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category