12/09/2025
ইতিহাস ১ম পত্র
revision
অধ্যায়: ৪
পাকিস্তানি আমলে বাংলা আন্দোলন ও এর গতি প্রকৃতি
🌿পাকিস্তানের রাজনীতিতে প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ।
🌿আওয়ামী মুসলিম লীগের জন্ম ২৩ জুন ১৯৪৯।
🌿অখণ্ড স্বাধীন বাংলার প্রস্তাবক সমার্থক শহীদ সোহরাওয়ার্দী, শরৎচন্দ্র বসু, আবুল হাশিম
🌿মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সম্পাদক- মাওলানা ভাসানী।
🌿 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- ৩১ জানুয়ারি ১৯৫২।
🌿তমদ্দুন মজলিস গঠিত হয় ১৯৪৭ সালে ২ সেপ্টেম্বর (আবুল কাশেমের নেতৃত্বে)।
🌿মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন-১৯৪৮ সালে ২১ মার্চ রেসকোর্স ময়দানে, ২৪ মার্চ কার্জন হলে সমাবর্তনে।
🌿প্রথম শহিদ মিনার নির্মাণ হয় ২৩ ফেব্রুয়ারি।
🌿শহিদ মিনার উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারি (শফিউরের পিতা)।
🌿UNESCO বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে ঘোষণা করে - ১৭নভেম্বর ১৯৯৯।
মারি চুক্তি সংঘটিত হয় - ৭ জুলাই ১৯৫৫।
🌿একুশের প্রথম গান- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' (আবদুল গাফফার চৌধুরী)।
🌿একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (মাহবুব উল-আলম চৌধুরী)।
🌿 "স্মৃতির মিনার" কবিতার রচয়িতা আলাউদ্দিন আল আজাদ।
🌿 যুক্তফ্রন্ট গঠিত হয় - ৪ ডিসেম্বর ১৯৫৩।
🌿 যুক্তজ্জন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৮-১০ মার্চ ১৯৫৪।
🌿ভাষা আন্দোলন চলাকালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী- নুরুল আমীন।
🌿ভাষা আন্দোলন চলাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীন।
🌿বাংলা ভাষাকে পাকিস্তানি গণপরিষদ ৯ মে ১৯৫৪ তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়
🌿 ১৯৫২ সালের ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল
🌿 ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা তারিখে ছিল ৩১ পৌষ ⭐⭐
🌿 ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৮ সালে
#ইতিহাস #ইতিহাসপ্রথমপত্র
#ভাষাআন্দোলন
#১৯৫২ #৪র্থঅধ্যায়