ISRAT

ISRAT > "رَبِّ زِدْنِي عِلْمًا" —
হে আল্লাহ! আমার জ্ঞান বৃদ্ধি
করুন

Teacher || cadet || creator

একটা ফুল🥰 আমার জন্য কিছু ফুল এনেছে🥀Ish*ta Alom thank you my glorious student🩵
18/09/2025

একটা ফুল🥰 আমার জন্য কিছু ফুল এনেছে🥀

Ish*ta Alom thank you my glorious student🩵

ইতিহাস ১ম পত্র   revisionঅধ্যায়: ৮ 🌿মুক্তিযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন- রিচার্ড নিক্সন।🌿'কনসার্ট ফর বাংলাদেশ' অ...
18/09/2025

ইতিহাস ১ম পত্র
revision
অধ্যায়: ৮
🌿মুক্তিযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন- রিচার্ড নিক্সন।
🌿'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
🌿মুজিবনগর সরকারের বিশেষ দূত ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী
🌿মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন- ইন্দিরা গান্ধী।
🌿মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে ছিল চীন ও যুক্তরাষ্ট্র।
🌿মুক্তিযুদ্ধের বিপক্ষে সপ্তম নৌবহর প্রেরণ করেছিল- যুক্তরাষ্ট্র।
🌿 ৭১ সালের পয়লা আগস্ট পন্ডিতের রবি শঙ্কর ও জর্জে হ্যারিসন কর্তৃক আয়োজিত the concert for Bangladesh অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক শহরে


#ইতিহাস #ইতিহাসপ্রথমপত্র

ইতিহাস ১ম পত্র   revisionঅধ্যায়: ৭মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম🌿মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশকে বি...
17/09/2025

ইতিহাস ১ম পত্র
revision
অধ্যায়: ৭
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম

🌿মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশকে বিভক্ত করে ১১টি সেক্টরে।
🌿মুক্তিযুদ্ধে ব্রিগেড ফোর্স ছিল- ৩টি। যথা S force, Z force, K force.
🌿বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয় ২৮ সেপ্টেম্বর ১৯৭১।
🌿মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন মাওলানা ভাসানী।
🌿মুক্তিযুদ্ধের ব্যতিক্রমধর্মী সেক্টর ১০নং সেক্টর। ( পানিপথ)
🌿মুক্তিযুদ্ধের সময় চরমপত্র পাঠ করতেন- এম. আর আখতার মুকুল
🌿মহিলা মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন ১১ নং সেক্টরে।
🌿মহিলা মুক্তিযোদ্ধা ডা. সেতারা বেগম ছিলেন - ২ নং সেক্টরে।
🌿 মুজিবনগর সরকারের টান ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এই এইচ এম কামরুজ্জামান
🌿 মুজিবনগর সরকারের অর্থনীতির বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ
🌿 মুজিবগড়ের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা


#পলাশীরযুদ্ধ
#ইতিহাস #ইতিহাসপ্রথমপত্র

বৃষ্টি ভেজা রাবি সাথে আমি ও আমরা
16/09/2025

বৃষ্টি ভেজা রাবি সাথে আমি ও আমরা

ইতিহাস ১ম পত্র   revisionঅধ্যায়: ৬বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ 🌿অপারেশন সার্চ লাইট শুরু হয়- ১৯৭১ সালের ২৫ শে...
16/09/2025

ইতিহাস ১ম পত্র
revision
অধ্যায়: ৬
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ

🌿অপারেশন সার্চ লাইট শুরু হয়- ১৯৭১ সালের ২৫ শে মার্চ।
🌿প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়- ১৯৭১ সালে ১০ এপ্রিল।
🌿মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে- ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
🌿 মুজিবনগর সরকার এর উপদেষ্টা পরিষদের সদস্য ছিল ৮ জন।
🌿বাংলাদেশের প্রধান সেনাপতি ছিলেন- এম. এ জি ওসমানি।
🌿মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল ১২ টি।
🌿স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন- অধ্যাপক ইউসুফ আলী
🌿 বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
🌿 ৭ই মার্চের ভাষাটি বঙ্গবন্ধুর চার দফা দাবি উত্থাপন করা হয়


#ইতিহাস #ইতিহাসপ্রথমপত্র

ইতিহাস ১ম পত্র   revisionঅধ্যায়: ৫ পূর্ববাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন🌿পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়- ১৪ আগস্ট ১৯...
15/09/2025

ইতিহাস ১ম পত্র
revision
অধ্যায়: ৫
পূর্ববাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

🌿পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়- ১৪ আগস্ট ১৯৪৭।
🌿পাকিস্তানের ১ম জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ
🌿পাকিস্তানের ১ম প্রধানমন্ত্রী - লিয়াকত আলী খান।
🌿পূর্ববাংলার ১ম মুখ্যমন্ত্রী - খাজা নাজিমউদ্দীন।
🌿যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল- নৌকা।
🌿যুক্তফ্রন্টের নির্বাচনি প্রচারণা পরিচালিত হয়- ২১ দফার ভিত্তিতে।
🌿পাকিস্তানে দ্বিতীয় সংবিধান প্রণীত হয়- ১৯৬২ সালে।
🌿বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করে- ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে।
🌿 আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল বঙ্গবন্ধুসহ ৩৫ জন।
🌿উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হন - আসাদ।
🌿 রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে "বঙ্গবন্ধু” উপাধি দেওয়া হয় – ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
🌿১৯৭০ সালে উপকূলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সংঘটিত হয় - ১২ নভেম্বর ১৯৭০ সালে।
🌿৭ মার্চের ভাষণ স্থায়ী ছিল - ১৯ মিনিট।


#ইতিহাস #ইতিহাসপ্রথমপত্র

#আন্দোলন

We are ready. Are you ready?
12/09/2025

We are ready. Are you ready?

ইতিহাস ১ম পত্র   revisionঅধ্যায়: ৪পাকিস্তানি আমলে বাংলা আন্দোলন ও এর গতি প্রকৃতি🌿পাকিস্তানের রাজনীতিতে প্রথম বিরোধী দল ...
12/09/2025

ইতিহাস ১ম পত্র
revision
অধ্যায়: ৪
পাকিস্তানি আমলে বাংলা আন্দোলন ও এর গতি প্রকৃতি

🌿পাকিস্তানের রাজনীতিতে প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ।
🌿আওয়ামী মুসলিম লীগের জন্ম ২৩ জুন ১৯৪৯।
🌿অখণ্ড স্বাধীন বাংলার প্রস্তাবক সমার্থক শহীদ সোহরাওয়ার্দী, শরৎচন্দ্র বসু, আবুল হাশিম
🌿মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সম্পাদক- মাওলানা ভাসানী।
🌿 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- ৩১ জানুয়ারি ১৯৫২।
🌿তমদ্দুন মজলিস গঠিত হয় ১৯৪৭ সালে ২ সেপ্টেম্বর (আবুল কাশেমের নেতৃত্বে)।
🌿মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন-১৯৪৮ সালে ২১ মার্চ রেসকোর্স ময়দানে, ২৪ মার্চ কার্জন হলে সমাবর্তনে।
🌿প্রথম শহিদ মিনার নির্মাণ হয় ২৩ ফেব্রুয়ারি।
🌿শহিদ মিনার উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারি (শফিউরের পিতা)।
🌿UNESCO বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে ঘোষণা করে - ১৭নভেম্বর ১৯৯৯।
মারি চুক্তি সংঘটিত হয় - ৭ জুলাই ১৯৫৫।
🌿একুশের প্রথম গান- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' (আবদুল গাফফার চৌধুরী)।
🌿একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (মাহবুব উল-আলম চৌধুরী)।
🌿 "স্মৃতির মিনার" কবিতার রচয়িতা আলাউদ্দিন আল আজাদ।
🌿 যুক্তফ্রন্ট গঠিত হয় - ৪ ডিসেম্বর ১৯৫৩।
🌿 যুক্তজ্জন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৮-১০ মার্চ ১৯৫৪।
🌿ভাষা আন্দোলন চলাকালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী- নুরুল আমীন।
🌿ভাষা আন্দোলন চলাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীন।
🌿বাংলা ভাষাকে পাকিস্তানি গণপরিষদ ৯ মে ১৯৫৪ তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়
🌿 ১৯৫২ সালের ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল
🌿 ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা তারিখে ছিল ৩১ পৌষ ⭐⭐
🌿 ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৮ সালে


#ইতিহাস #ইতিহাসপ্রথমপত্র
#ভাষাআন্দোলন
#১৯৫২ #৪র্থঅধ্যায়

11/09/2025

কাল থেকে প্রতিদিন বিকেল ৩ঃ০০ টায় সময় admission revision Post দেওয়া হবে ইতিহাস প্রতিটি অধ্যায়ের উপর।

একটা নতুন কিছুর অপেক্ষায় 🥀🥰
11/09/2025

একটা নতুন কিছুর অপেক্ষায় 🥀🥰

ইতিহাস ১ম পত্র   revisionঅধ্যায়: ৩ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল🌿ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে - ১৮৫৮ সালে...
11/09/2025

ইতিহাস ১ম পত্র
revision
অধ্যায়: ৩
ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

🌿ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে - ১৮৫৮ সালে।
🌿শাসকদের মধ্যে উদারপন্থি ও শান্তিপ্রিয় শাসক বা ভারতবন্ধু নামে পরিচিত -লর্ড রিপন।
🌿হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন (১৮৮২ সালে)।
🌿নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হন- ব্যামফিল্ড ফুলার।
🌿পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর নিযুক্ত হন- এন্ড্রো ফ্রেজার।
🌿স্যার সৈয়দ আহমদের প্রকাশিত পত্রিকার নাম- তাহজিব-উল- আখলাক।
🌿বঙ্গভঙ্গ হয়- ১৯০৫ সালে (কার্জন)।
🌿মুসলিম লীগ গঠিত হয় - ১৯০৬ সালে।
🌿বঙ্গভঙ্গ রদ হয় - ১৯১১ সালে (লর্ড হার্ডিঞ্জ)।
🌿লক্ষ্মৌ চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯১৬ সালে।
🌿ইলবার্ট বিল প্রবর্তন করেন- লর্ড রিপন।
🌿খিলাফত আন্দোলনের নেতাদের নাম- মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শওকত আলি ও মাওলানা আবুল কালাম আজাদ।
🌿আলীগড় আন্দোলনের নেতা- স্যার সৈয়দ আহমদ খান।
🌿খিলাফত আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন মহাত্মা গান্ধী।
🌿অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন- মহাত্মা গান্ধী
🌿অসহযোগ আন্দোলন সংঘটিত হয় ১৯২০ সালে।
🌿বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়- ১৯২৩ সালে।
🌿বেঙ্গল প্যাক্ট এর রূপকার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
🌿নেহেরু রিপোর্ট প্রকাশিত হয়- ১৯২৮ সালে।
🌿 সাম্প্রদায়িক রোয়েদাদ হয় ১৯৩২ সালে।
🌿পুনার সন্ধি স্বাক্ষরিত চুক্তি হয়- ১৮১৭ সালে।
🌿The spirit of Islam গ্রন্থটির লেখক সৈয়দ আমীর আলী।
🌿ভারতীয় মুদ্রা আইন পাশ করেন সম্রাট আকবর।
🌿লাহোর প্রস্তাবের উত্থাপক- শেরে বাংলা এ.কে ফজলুল হক।
🌿অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হক।
🌿ভারতে স্বাধীনতা আইন প্রণীত হয়- ১৯৪৭ সালে।
🌿চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় ১৯৩০ সালে।
🌿ভারত ছাড় আন্দোলন শুরু হয় ১৯৪২ সালে।
🌿ভারত-পাকিস্তান বিভক্ত হয়- দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে (১৯৪৭ সালে)।
🌿বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসর ছিলেন লর্ড মিন্টো
🌿১৯০৫ সালের নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যাম ফিল্ড ফুলার
🌿ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় ১৮৮৫ সালে
🌿ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় ১৮৭২ সালে
🌿ভারতবর্ষের প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক রিপন
🌿 ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল 1757 থেকে 1857
🌿ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় ১৯১২ সালে

#পলাশীরযুদ্ধ
#ইতিহাস #ইতিহাসপ্রথমপত্র

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when ISRAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share