ISRAT

ISRAT > "رَبِّ زِدْنِي عِلْمًا" —
হে আল্লাহ! আমার জ্ঞান বৃদ্ধি
করুন

Teacher || cadet || creator

পথ বিড়াল 🐱 ক্যাম্পাস ক্যান্টিন এর চা ☕ক্যাম্পাস গার্ডিনের সৌন্দর্য 🪻🪻দিন সুন্দর হইতে আর কি লাগে 🥰😍
07/08/2025

পথ বিড়াল 🐱
ক্যাম্পাস ক্যান্টিন এর চা ☕
ক্যাম্পাস গার্ডিনের সৌন্দর্য 🪻🪻
দিন সুন্দর হইতে আর কি লাগে 🥰😍

অনেকদিন পরে ইউনিটে,,,,৫ ই আগস্ট ২০২৫
05/08/2025

অনেকদিন পরে ইউনিটে,,,,

৫ ই আগস্ট ২০২৫

ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনির শেষ পরিণতি    #দ্বিতীয়বিশ্বযুদ্ধ
29/07/2025

ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনির শেষ পরিণতি


#দ্বিতীয়বিশ্বযুদ্ধ

25/07/2025

আমাদের ইসলামের ইতিহাস ভান্ডার 📚

#বই #লাইব্রেরি

আমি আগুনে পোড়া মৃত্যুকে সবচাইতে বেশি ভয় পাই,,কতদিন নামাজের মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করছি আমার যাতে আগুনে পুড়ে মৃত্...
21/07/2025

আমি আগুনে পোড়া মৃত্যুকে সবচাইতে বেশি ভয় পাই,,
কতদিন নামাজের মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করছি আমার যাতে আগুনে পুড়ে মৃত্যু না হয়,,

আর আজকে কত ছোট ছোট বাচ্চা,, কতটা কষ্ট সহ্য করছে,, আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস ।

ইসসস,,
বাচ্চাগুলোর কত কষ্ট হইছে,,
মনে হইলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় 😭

এটা হয়তো তাদের শেষ কষ্ট এর পরে হয়তো তাদের আর কষ্ট করতে হবে না । কিন্তু এই কষ্ট টা কি তাদের দিতেই হত?

এয়ার ফোর্সে কি কোন সদস্যই জানতো না এই ভাঙ্গারিগুলোর চালাইলে যে কোন ধরনের প্রবলেম হইতে পারে?
এই ভাঙ্গারিগুলো ব্যবহার বন্ধ করার জন্য আর কতগুলো মানুষের,, ও সরি,, মাসুম বাচ্চার বলি চাচ্ছেন আপনারা??

জানালার পাশে দাঁড়িয়ে বাচ্চা গুলো হয়তো বা ভাবছিল এই গ্রিলটা যদি না থাকতো তাহলে তাদের গ্রিল হইতে হতো না,, ইসস😩

আল্লাহ,, তাদের জান্নাত নসিব করো🤲

16/07/2025

স্টুডেন্ট যখন আমাকে নিয়ে কবিতা লেখে 😊😊




তৃতীয় বিশ্বের ব্যাখ্যা,,,,
15/07/2025

তৃতীয় বিশ্বের ব্যাখ্যা,,,,

📜 পলাশীর যুদ্ধ: ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা!📅 ২৩ জুন, ১৭৫৭ — একদিনেই হারিয়ে গেল বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতা!🔥...
14/07/2025

📜 পলাশীর যুদ্ধ: ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা!

📅 ২৩ জুন, ১৭৫৭ — একদিনেই হারিয়ে গেল বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতা!

🔥 আরও ৭টি চাঞ্চল্যকর তথ্য:
1️⃣সিরাজউদ্দৌলা মাত্র ২৩ বছর বয়সে নবাব হয়েছিলেন!
তিনি ছিলেন একজন কিশোর বয়সী শাসক, যাকে চাচা-ফুফু, নানা ও দাদার ঘরের লোকরাই হিংসে করতো।

2️⃣পলাশীর যুদ্ধ ছিল ‘ভুয়া যুদ্ধ’!
অনেক ঐতিহাসিকই বলেন: "এটা যুদ্ধ নয়, নাটক ছিল!"
ব্রিটিশদের সেনা সংখ্যা ছিল মাত্র ৩ হাজার, আর নবাবের প্রায় ৫০ হাজার! নবাবের হাজার হাজার সেনা থাকলেও মাত্র ১৫০০ জন লড়েছিল, বাকিরা পূর্ব পরিকল্পনায় অংশই নেয়নি!

3️⃣ লর্ড ক্লাইভ নিজেই স্বীকার করেছিলেন, তিনি ঘুষ দিয়ে যুদ্ধ জিতেছেন!
ব্রিটিশ পার্লামেন্টে ক্লাইভ একবার বলেছিলেন:
"আমাকে যদি আবার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি আরও বেশি ঘুষ নিতাম!"

4️⃣ জগৎ শেঠ ছিল উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি!
ইংরেজদের রাজকোষ খালি, কিন্তু জগৎ শেঠ তার টাকায় পুরো যুদ্ধ চালায়।
তিনি চেয়েছিলেন সিরাজ যেন মরে — কারণ সিরাজ একবার তাকে অপমান করেছিল।

5️⃣ মীরজাফরের ছেলে 'মীরন' ছিল আরও ভয়ংকর!
মীরন নিজে সিরাজকে ধরে এনে হত্যা করে।
তার ছিল নিষ্ঠুর স্বভাব — এমনকি রাজপরিবারের নারী সদস্যদের পর্যন্ত গৃহবন্দি করে।

6️⃣ যুদ্ধের পর মীর জাফরের প্রাসাদেই গড়ে ওঠে ইংরেজদের ঘাঁটি!
কলকাতা এবং ঢাকার ব্রিটিশ অফিসগুলোতে প্রথম অর্থ আসতো রাজশাহী-নাটোর অঞ্চল থেকে।

7️⃣ পলাশীর যুদ্ধে সিরাজের মৃত্যু নয়, পুরো উপমহাদেশের আত্মমর্যাদার মৃত্যু হয়েছিল!সিরাজ যুদ্ধ শেষে আড়াআড়ি পালিয়ে যায়, কিন্তু ধরা পড়ে নিজ চাচার হাতে — ধরা পড়ার পর ১৪ বছরের যুবক নবাবকে নির্মমভাবে খুন করা হয়! এরপর ভারতীয় উপমহাদেশের আর কোনো স্থানীয় শক্তি একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি — অন্তত পরবর্তী ১০০ বছর!

#পলাশীরযুদ্ধ #সিরাজউদ্দৌলা #মীরজাফর #ইংরেজ_শাসন #ইতিহাসের_বিশ্বাসঘাতকতা #বাংলারইতিহাস #ইতিহাসভিত্তিক_পোস্ট

"পর্যটক ও পরিব্রাজকের মধ্যে পার্থক্য কি" ⁉️
13/07/2025

"পর্যটক ও পরিব্রাজকের মধ্যে পার্থক্য কি" ⁉️

"এই মানচিত্রের প্রতিটি রেখা যেন ৩০ লক্ষ শহীদের আর্তনাদের সাক্ষী। ৭১-এর মুক্তিযুদ্ধে লাল-সবুজের পতাকা শুধু স্বাধীনতা নয়, ...
12/07/2025

"এই মানচিত্রের প্রতিটি রেখা যেন ৩০ লক্ষ শহীদের আর্তনাদের সাক্ষী। ৭১-এর মুক্তিযুদ্ধে লাল-সবুজের পতাকা শুধু স্বাধীনতা নয়, এক জাতির আত্মপরিচয় হয়ে উঠেছিল। এই ছবি সেই রক্তে রাঙানো গৌরবময় ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষর।"

#বাংলাদেশ #ইসরাতপেজ #প্রাচীনবাংলা #মুক্তিযুদ্ধেরচেতনা

বরেন্দ্র জাদুঘর – ইতিহাস যেখানে জীবন্ত!রাজশাহীর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটুকরো সময়—বরেন্দ্র গবেষণা জাদুঘর।এটি শুধু একটি জা...
12/07/2025

বরেন্দ্র জাদুঘর – ইতিহাস যেখানে জীবন্ত!

রাজশাহীর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটুকরো সময়—বরেন্দ্র গবেষণা জাদুঘর।
এটি শুধু একটি জাদুঘর নয়, বরং বাংলার ইতিহাসের গুপ্ত ধনভাণ্ডার!

✅ ১. এশিয়ার মধ্যে এটি অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক জাদুঘর – প্রতিষ্ঠিত ১৯১০ সালে!
✅ ২. এখানে সংরক্ষিত আছে সাড়ে তিন হাজার বছরের পুরোনো টেরাকোটা, মূর্তি ও পাথরের ফলক!
✅ ৩. একটি বুদ্ধমূর্তি পাওয়া গেছে, যার গায়ে লেখা আছে ১১৬৫ খ্রিস্টাব্দের রাজবংশের নাম।
✅ ৪. এখানকার প্রতিটি নিদর্শন আসলে উত্তরবঙ্গের প্রাচীন সভ্যতার কাহিনি বলে – মহাস্থানগড়, পাহাড়পুর, চন্দ্রদ্বীপ...
✅ ৫. ধারণা করা হয়, এই অঞ্চলে একসময় হাজার হাজার সন্ন্যাসী বাস করতেন বৌদ্ধ বিহারে – যেটি বিশ্ববিখ্যাত "নালন্দা"র মতোই সমৃদ্ধ ছিল!

✴️✴️বরেন্দ্র জাদুঘরের আরও চাঞ্চল্যকর তথ্য:✴️✴️

🔥 ১. মৃত্যুর পর মানুষকে ‘পাথর বানিয়ে’ রাখা হয়েছিল?
> একাধিক পাথরের ভাস্কর্যে মৃত ব্যক্তিকে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। অনেকে মনে করেন, এটি সেই সময়ের মৃতদেহ সংরক্ষণের একটি প্রতীকী কৌশল ছিল!

🔥 ২. একটি মূর্তির ভেতরে গুপ্ত রত্ন রাখার গোপন চেম্বার আবিষ্কৃত হয়েছে!
> ১৯৭৫ সালের দিকে এক বুদ্ধমূর্তির নিচে একটি ছোট ফাঁকা জায়গা পাওয়া যায়, যেখানে গুপ্ত কিছু ধাতব বস্তু ছিল – ধারণা করা হয়, এটি ছিল "ভক্তদের অর্ঘ্য" বা রহস্যময় পূজার উপকরণ।

🔥 ৩. বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রথম কিউরেটর ছিলেন একজন ব্রিটিশ ভ্রমণকারী!
> যার নাম গিয়ার্সন – তিনি রাজশাহীর প্রত্নতাত্ত্বিক সম্পদ দেখে অভিভূত হয়ে গবেষণা শুরু করেন এবং স্থানীয় জমিদারদের সহায়তায় এটি প্রতিষ্ঠা করেন।

🔥 ৪. এই জাদুঘরের সংগ্রহে আছে এমন কিছু মূর্তি, যেগুলোর উৎস অজানা!
> তাদের শৈলী ভারতীয় নয়, বরং অনেকটা চীনা, তিব্বতীয় বা সিল্ক রোড ধাঁচের, যেটা দেখায় রাজশাহী ছিল আন্তর্জাতিক যোগাযোগেরও অংশ!

🔥 ৫. “বরেন্দ্র” নামে একটি অঞ্চল ছিল যেখানে আর্যরা প্রথম এসেছিল বলে ধারণা!
> বরেন্দ্রভূমি (রাজশাহী অঞ্চল) আসলে প্রাচীন ভারতের পাঁচটি জনপদের একটি, যেখানে বহু সভ্যতা গড়ে উঠেছিল।

🔥 ৬. প্রথম বিশ্বযুদ্ধের সময় এই জাদুঘরের কিছু নিদর্শন জার্মানিতে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য!
> এবং সেগুলোর কিছু আর ফিরে আসেনি — একে বলা হয় "বরেন্দ্র রহস্য"!

🔥 ৭. ১৯৮৫ সালে এখানে ভূত দেখা গেছে বলে গুজব ছড়ায়!
> বলা হয়, এক পাহারাদার রাতে বুদ্ধ মূর্তির চোখ থেকে আলো বের হতে দেখেছিলেন! পরের দিন সে চাকরি ছেড়ে দেয়!
যদিও এটি সত্য নাকি গুজব – নিশ্চিত নয়, তবে স্থানীয়রা এটা খুব বিশ্বাস করে।

“রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে এমন কিছু আছে, যা আজও গবেষকদের ভাবায়!
এক মূর্তির ভেতরে গুপ্ত চেম্বার!
রাতের আঁধারে দেখা দেয় আলো ছড়ানো চোখ!
এগুলো কি কাকতালীয়? নাকি ইতিহাসের অজানা অধ্যায়?”

ইতিহাস জানতে চোখ রাখো ‘ইসরাত পেজে’ – আরও আসছে রাজশাহীকে ঘিরে অজানা গল্প!

#ইসরাতপেজ #রাজশাহীরইতিহাস #বরেন্দ্রজাদুঘর #বাংলারগর্ব #লোকালহেরিটেজ #প্রাচীনবাংলা #গোপনইতিহাস #ইতিহাসজীবন্ত

11/07/2025

জুম্মা মোবারক 🌼

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when ISRAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share