Story of my life

Story of  my life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Story of my life, Digital creator, Naogoan, Rajshahi.

25/01/2025

আমি যদি আপনার "priority" লিস্টে না থাকি, তাহলে আপনি আমার অপশনেও থাকবেন না!'❤️

22/01/2025

(-- পদ্মজা --)
আমি পদ্মজা : এই উপন্যাসের কিছু লাইন যে গুলো অদ্ভুত ভাবে মুগ্ধ করেছে,,😒💔

* সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমারই থাক!
* তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব!
* প্রিয়র চেয়েও প্রিয় পদ্মবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিলো ভুমিকম্পের মতো। যখনই দেখি তুমি দাড়িয়ে আছো, আমার হৃদপিন্ড থমকে যায়। (আমির হাওলাদার)
* আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলে কেন হলো মিলন। কেন কালো অন্তরে ছড়িয়ে ছিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোন অস্র ছিলো না!
* মিথ্যা বলে যদি তোমার ভালোবাসা আবার পাওয়া যেতো তবে আমি মিথ্যাই বলতাম!
* থাক না দু-একটা কলঙ্ক, তাতে ক্ষতি কি!
* তোমাকে দেখার তৃষ্ণা কখনোই মিটবে না "পদ্মবতী "!
* পদ্মবতী আমার রানী, আমি কাঁটা বিছানো বাগানে শুয়ে থাকি তুমি আমার বুঁকে হেটে বেড়াও!
* খারাপের মাঝে ভালো থাকার মন্ত্র ছিলো তোমার দৃষ্টি, সেই দৃষ্টিতে যখন ঘৃনা দেখতে পায় তখন আমার বুক পুড়ে যায়।
* বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি, আমাকে বাঁচাও।
* পদ্মজার ঠোঁটে আঁকা হাসি এই হাসির জন্য দুনিয়া এফোঁড়-ওফোঁড় করতে রাজি!
* তোমার জন্য বুকটা পুড়ে যাচ্ছে! তোমার ছোয়ার সাধ্যি কেন নেই আমার!
* যখন তোমার কথা ভাবি, তখন আমার শরীরের সমস্ত শিরা উপশীরা বাজতে থাকে। আমাদের পথটা কি আরেকটু দীর্ঘ হতে পারতো না!
* পদ্মবতী আমার রানী! আমি কাঁটা বিছানো বাগনে শুয়ে থাকি, আর তুৃমি আমার বুঁকে হেটে বেড়াও!
* পদ্মবতী, আমার ইচ্ছে তেমার হাতে খুন হয়ে যাই!
* পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার বউ, কি সৌভাগ্য আমার!
* যদি আল্লাহ আপনার হৃদয় পরিবর্তন না করে তাহলে বুঝে নিবেন তিনি কোবুল করার সিন্ধান্ত নিয়েছেন!
* শেষবার ছুঁয়েছি আর ছোঁবনা শপথ করছি আর ছোঁবনা!
* তোমার এই চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্নভিন্ন করে ফেলে, আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই!
* আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর শুধু দরকার একজোড়া সুন্দর চোখ!
* মাসাআল্লাহ দিনের বেলা চাঁদ উঠে গেছে!
* পদ্মাবতীর প্রতিটি নিশ্বাস থেকে যেন ফুল ঝড়ে পরে!
* যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজলকালো আঁখি ছুয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম।
* তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়ে ছিলাম আজীবন তাও হলো না!
* তুমি সত্যিই একটা পদ্মফুল "পদ্মাবতী"

22/01/2025

একটা বারের জন্য খোঁজ নেওয়ার চেষ্টা করলেন না এতোটাই খারাপ ছিলাম আমি 😅❤️‍🩹

সত্যিই কি এত খারাপ আমি 😅

21/01/2025

লাইফের যেই পর্যায়ে গেলে ভিতরে ভিতরে তীব্র ঝড় বয়ে গেলেও কাউকে কিচ্ছু বলতে মন চায় না, সেই পর্যায়ে আছি!❤️

19/01/2025

যার কাছে ব্যাখ্যা দিতে পছন্দ করি, তার জানার আগ্রহ শূন্যে থাকে!🙁💔

23/10/2024

ভাগ্য আসলেই অদ্ভুত! যার নাসিবে থাকে - তার সুখ, শান্তি ও ভালোবাসা সবদিক দিয়েই থাকে। আর যার থাকে না, তার নাসিবে কোনোদিক দিয়েই থাকে না।

তার শুধু ‘আল্লাহ ভরসা’ ছাড়া আর কিছুই বলার থাকে না🙂

15/10/2024

আপনি ভালো থাকলেই আমি খুশি 🙂
শুধু আফসোস আপনার ভালো থাকার কারণ টা আমি হতে পারি নি 😓😔

26/09/2024

শহর জুড়ে বৃষ্টি নামুক,তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক, আমি তোমাকে চাই। 😍💖

07/07/2024

আরা আর আরি_ আরাআরি ❤️🧍🏻‍♀️🧍🏻‍♂️
আরি তো আছে কিন্তু আরা নাই....☹️💔
আরা ভাবে আরি কেনো যাই না তার কাছে.... 🖤😟
আর আরি ভাবে আরা কি আর একটা বার তাকে কল করতে পারে না তার কাছে পালিয়ে আসতে পারে না..!
আর ঠিক এই ভাবেই দুজন ই হায়তো অপেক্ষা করে দুজনের জন্য..🤞👫🏻
আরা ভাবে আরি হয়তো ভালো আছে কিন্তু আরি তো আরার অপেক্ষায় কেঁদে কেঁদে নিজের চেহারা নষ্ট করে আর আরা নিজের বুকের ভিতর হয়তো অভিমান আর অভিযোগ এর পাহাড় টা দিন দিন বড় করে...😓💔
আরি দিনের পর দিন দোয়া করে যারা আরাআরি কে আলাদা করেছে আল্লাহ যনো তাদের হেদায়েত দান করে...🤲🧕🏻
আর আরা নিরবে হয়তো দীর্ঘশ্বাশ ফেলে...😑😔
আর সব শেষ প্রতিটা অপেক্ষার মূহুর্তে দুজনের কছেই বছর সমান মনে হয়...!

আরি জানে না এই অভিমান সরিয়ে আরা আবারও আসবে কিনা তার কাছে... 😭😭
আর আরা হয়তো প্রচন্ড অভিমানে ভাবে আরা আর ফিরেবে না আরির কাছে... 💔🖤

28/06/2024

۵জীবন বড়ই বিচিত্র
সন্ধা কাটে না’হ অথচ বছর কেটে যাচ্ছে_シ💙🌻
シ-🦋🖤

27/06/2024

🥀🥀 কিছু মুহূর্ত একাই সুন্দর 🥀🥀

😩“আমি যতটা মিশতে পারি, ঠিক ততোটাও দূরে যেতে পারি।”🌸🥀
27/06/2024

😩“আমি যতটা মিশতে পারি,
ঠিক ততোটাও দূরে যেতে পারি।”🌸🥀

Address

Naogoan
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story of my life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share