Tech Sujon

Tech Sujon Hi, I am Sujon Ali Digital Marketing Expert and Content Creator

04/03/2024
ফ্যাক্ট: চাঁপাইনবাবগঞ্জ আজ বাংলাদেশ ব্যাংকে গেলাম, আমার এক নানার ছেঁড়া পাঁচশত টাকার একখানা নোট পরিবর্তনের জন্য।  যথারীতি...
07/02/2024

ফ্যাক্ট: চাঁপাইনবাবগঞ্জ

আজ বাংলাদেশ ব্যাংকে গেলাম, আমার এক নানার ছেঁড়া পাঁচশত টাকার একখানা নোট পরিবর্তনের জন্য। যথারীতি টাকা জমা দিলাম। টাকাটার একাংশ না থাকায় তাতে ক্লেম হলো। আমিও সেটা জমা দেওয়ার জন্য দোতলায় নিয়ে গেলাম। কর্তব্যরত কর্মকর্তা জিজ্ঞেস করলেন কি চায়? আমি বললাম টাকাটা জমা দেব। তিনি জিজ্ঞেস করলেন আপনার বাসা কোথায়? আমি বললাম চাপাইনবয়াবগঞ্জ। তিনি বললেন আপনার টাকা জমা নেওয়া যাবে না। আপনি নিচে দালালদের কাছে পরিবর্তন করে নেন। তাহার কথা শুনিয়া আমার মস্তক উষ্ণ হয়িয়া উঠিল। আমি বলিলাম, কেন? জমা নেবেন না কেন? তিনি উত্তর দিলেন, আপনাদের চাপাইনবয়াবগঞ্জ এর লোকেরা টাকা জমা দিয়ে দিনের পর দিন ফেলে রাখে। টেবিলের উপরে আপনাদের চাপাইনবয়াবগঞ্জ এর লোকের এই ফাইল গুলো পড়ে আছে। টাকা ফেরত নিতেই আসে না। তাহার কথা শুনে মনটা খুব উৎফুল্ল হলো। উৎফুল্লতা মনের মধ্যে চাপা রেখে তাকে অনেক রিকুয়েষ্ট করে টাকাটা জমা দিয়ে আসলাম। শর্ত ৭দিনের মধ্যে টাকা নিয়ে আসতে হবে।

কাকু ভাইয়েরা আপনারাই বলেন, যথাসময়ে কি আমাকে টাকা ফেরত নিয়ে আসতেই হবে???

ডিজিটাল মার্কেটিং কি – What is digital marketing?গ্রাহকদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন ডিজিটাল চ্যানেল গুলো ব্যবহার ...
14/12/2023

ডিজিটাল মার্কেটিং কি – What is digital marketing?
গ্রাহকদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন ডিজিটাল চ্যানেল গুলো ব্যবহার করে পণ্য ও পরিষেবা গুলোকে প্রচার (market) করার প্রক্রিয়াটি হলো ডিজিটাল মার্কেটিং।

এই ধরণের মার্কেটিং এর প্রক্রিয়াতে জড়িত থাকছে, websites, mobile devices, social media, search engines, email এবং আরো অন্যান্য চ্যানেল গুলো।
তাহলে যদি সোজা ভাবে বুঝার চেষ্টা করা হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং মানে হলো এমন এক আধুনিক মার্কেটিং কৌশল যেখানে মূলত ইলেকট্রনিক প্রযুক্তি জড়িত থাকছে।

এই মার্কেটিং এর মূল উদ্দেশ্য থাকছে, email, social media, mobile marketing, online customer communities, webinars এবং অন্যান্য video-based content গুলোর দ্বারা লক্ষ্যবস্তু গ্রাহকদের কাছে ব্যবসা, পণ্য বা পরিষেবা গুলোকে প্রচার করে সেগুলো বিক্রি করার চেষ্টা করা।

Personal branding ও business branding এর ক্ষেত্রেও এই আধুনিক মার্কেটিং প্রক্রিয়া প্রচুর ব্যবহার করা হচ্ছে।

Address

Bindur Mor, Boalia, Rajshahi
Rajshahi

Telephone

+8801738347755

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech Sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share