অভিমানী রাজকন্যা

অভিমানী রাজকন্যা আল্লাহুমা ইন্নী আসআলুকা মিন্ ফাদ্বলিক!

অর্থ: হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে কল্যানকর ভাবে পরিবর্তন করে দিন!'🖤 🥀
(4)

08/10/2025

একদমই
05/10/2025

একদমই

হ্যাঁ....😥❤️
05/10/2025

হ্যাঁ....😥❤️

এমন একটা পরিবার পাওয়া সৌভাগ্যের মতো..!🌸❤️‍🔥
20/09/2025

এমন একটা পরিবার পাওয়া সৌভাগ্যের মতো..!🌸❤️‍🔥

🫣😳😱🫣😜😁🙆🏻‍♂️🫢🙃😌😌😌
10/09/2025

🫣😳😱🫣😜😁🙆🏻‍♂️🫢🙃😌😌😌

🌸 শিশুদের সাথে নবীজীর আচরণ 🌸শিশুরা আল্লাহর দেওয়া একটি অমূল্য আমানত। আর তাদের সাথে কেমন আচরণ করতে হবে, তার শ্রেষ্ঠ উদাহরণ...
10/09/2025

🌸 শিশুদের সাথে নবীজীর আচরণ 🌸

শিশুরা আল্লাহর দেওয়া একটি অমূল্য আমানত। আর তাদের সাথে কেমন আচরণ করতে হবে, তার শ্রেষ্ঠ উদাহরণ রেখেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ।

💖 নবীজি ﷺ শিশুদের দেখলেই ভালোবাসায় ভরে যেতেন।
তিনি তাদের কপালে, গালে চুমু দিতেন।
এক সাহাবী বললেন, “আমি তো কখনো সন্তানকে চুমু দিইনি।”
নবীজি ﷺ উত্তরে বললেন:
“যে দয়া করে না, তার প্রতি দয়া করা হবে না।” (বুখারি, মুসলিম)

🎈 নবীজি ﷺ শিশুদের সাথে খেলতেন।
হাসান ও হুসাইন (রাঃ)-কে কাঁধে তুলে বলতেন:
“তোমরা আমার দুনিয়ার দুই ফুল।”

🕌 নামাজ পড়ার সময় নাতি এসে পিঠে চড়ে বসলে,
তিনি সিজদা লম্বা করে দিতেন, যতক্ষণ না শিশু নিজে নেমে আসে।
ভাবুন তো, ইমাম, নবী, নেতা—
তারপরও শিশুর আনন্দকে গুরুত্ব দিচ্ছেন!

🍽️ খাবারের সময়ও শিক্ষা দিতেন ভালোবাসায়।
এক শিশুকে শিখালেন:
“বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, আর তোমার সামনে থেকে খাও।”

🌙 আর ছোট্ট ইবনে আব্বাসকে বললেন:
“হে ছেলে, আল্লাহকে মনে রেখো, তিনি তোমাকে রক্ষা করবেন।”

✨ নবীজি ﷺ আমাদের শিখিয়েছেন:
👉 শিশুকে বকা নয়, ভালোবাসা দিন।
👉 সময় দিন, খেলায় অংশ নিন।
👉 ছোট ছোট অভ্যাসেই বড় শিক্ষা দিন।
👉 সম্মান দিন—তাদেরও অনুভূতি আছে।

💔 আজ আমরা সন্তানদের শাসন করি, বকা দিই,
কিন্তু তাদের কান্না আর অভাবকে বুঝতে পারি না।
আসুন, নবীজি ﷺ–এর মতো কোমল আচরণ শিখি।

কারণ শিশুর হৃদয়ে যে ভালোবাসা বুনবেন, সেটাই তার চরিত্র হয়ে ফিরে আসবে। 🌸

মায়ের প্রতি বাচ্চার ভালোবাসার কোন তুলনা হয় না,,,, কারণ সন্তান বকা খেয়েও তার মায়ের কাছে মুখ বুজে কাঁদে 🥺
10/09/2025

মায়ের প্রতি বাচ্চার ভালোবাসার
কোন তুলনা হয় না,,,, কারণ সন্তান বকা খেয়েও
তার মায়ের কাছে মুখ বুজে কাঁদে 🥺

হুটহাট কারণ ছাড়াই কানে ফুল গুঁজে দেওয়ার মত। ভিড়ের মধ্যে হাত শক্ত করে ধরা, রাস্তা পার করিয়ে দেওয়া।ঝড় আসুক বা ভেঙে পড়ুক সব...
09/09/2025

হুটহাট কারণ ছাড়াই কানে ফুল গুঁজে দেওয়ার মত। ভিড়ের মধ্যে হাত শক্ত করে ধরা, রাস্তা পার করিয়ে দেওয়া।

ঝড় আসুক বা ভেঙে পড়ুক সবকিছু,
তবুও যেন হাতটা শক্ত করে ধরা থাকে।
অসুস্থতায় পাশে বসে থাকা,
স্বপ্ন ভাঙলে বুকে জড়িয়ে ধরা।

সময় বদলাবে, বয়স বাড়বে,
চামড়ায় ভাঁজ পড়বে, রূপ-সৌন্দর্য মিলিয়ে যাবে,
কিন্তু হাতের মুঠো যেন কখনো না ছেড়ে যায়।
কয়েক যুগ পরেও মানুষ যেন বলে—
“তোমরা আজও একসাথে।”

09/09/2025

★•যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেম...
08/09/2025

★•যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে-কোন সম্পর্কেরই রঙ হারিয়ে যায়।

★•মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় দেয় না। অথচ মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না।

★•তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যাস্ততা তো থাকেই, তবুও ব্যাস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কী না জিজ্ঞেস করার মানে, আমি আছি। অহেতুক যে কোন ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো, তুমি আশে-পাশে থাকলে আমার ভালো লাগে।

★•সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যাক্তি সুঁই হয়ে ঢুকে কুড়োল হয়ে সম্পর্কের বুক ছিড়েখুঁড়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না।

★•সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের
চেয়ে কম দিলে ' সম্পর্ক' ভেঙেচুরে যায়।

কে ছেড়ে গেলো, কে ইগ্নোর করলো, আর কে পেছনে বদনাম করলো, তা দেখার সময় নেই! কিন্তু কে থেকে গেলো, কে খারাপ সময়ে পাশে থাকলো, স...
08/09/2025

কে ছেড়ে গেলো, কে ইগ্নোর করলো, আর কে পেছনে বদনাম করলো, তা দেখার সময় নেই! কিন্তু কে থেকে গেলো, কে খারাপ সময়ে পাশে থাকলো, সেইটা আমার কাছে Most Important.🤍

চিঠি আর ফুল জিনিসটা আসলে চেয়ে নেওয়ার বিষয় না!যে তোমাকে ফুল দিল সে তোমাকে তার জীবনের এক অংশ ভালোবাসা উপহার দিলো, আর যে তো...
07/09/2025

চিঠি আর ফুল জিনিসটা
আসলে চেয়ে নেওয়ার বিষয় না!

যে তোমাকে ফুল দিল সে তোমাকে তার জীবনের এক অংশ ভালোবাসা উপহার দিলো, আর যে তোমাকে চিঠি দিলো সে তোমাকে তার ভেতরের খানিক অনুভূতি তোমাকে উৎসর্গ করে দিলো! ❤️

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভিমানী রাজকন্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অভিমানী রাজকন্যা:

Share