13/08/2025
তারেক মাসুদ ভেঙেচুরে বড় হয়েছেন। সেটা তার বেড়ে উঠা এবং চলচ্চিত্রের জার্নি দেখেই বোঝা যায়। স্বাভাবিকভাবে হয়তো মনে করা যেতে পারে, এ রকম তো প্রত্যেক মানুষই বড় হয়ে উঠে। কিন্তু এখানেই ভিন্নতা।
তারেক মাসুদ সময় বুঝতেন, সংস্কৃতি বুঝতেন, নিজের বেড়ে উঠাকে থিসিস হিসেবে দেখতে জানতেন। সেই চোখ তৈরি হয়েছিল তার মধ্যে। তার সেই চোখ মানে দেখার চোখ জানালা হয়ে, দরজা হয়ে আকাশের বিশালতার দিকে যেতে চেয়েছে। তাই কিন্তু হয়েছে তার বেলায় কিংবা করতে পেরেছেন। যেভাবে তিনি প্রশংসা থেকে জেনেশুনে সমালোচনার দিকে গেছেন যে, এই সাহসটাই তারেক মাসুদ। মুক্তিযুদ্ধের ভিন্নতর চিত্রায়ণ নয়তো 'নরসুন্দর', তার আগে 'মুক্তির গান' ভেঙে 'মুক্তির কথা', তারপরে সব ছেড়ে 'মাটির ময়না'য় যেতো না। ধারণা করা যেতেই পারে, 'কাগজের ফুল' কী হতে যাচ্ছিলো।
তারেক মাসুদকে জানার, বোঝার ক্ষেত্রে ছোট্ট একটি পুস্তিকার ছবি দিয়েছি। মায়ের বর্ণনায় এমন তারেককে আর কে বলতে পারেন! বন্ধু আলম খুরশেদও প্রাণখুলে বলেছেন তারেককে নিয়ে। এর দাম মাত্র ৭০ টাকা!
প্রচ্ছদ আইয়ুব আল আমিন।