Magic Lanthon Prakashon

Magic Lanthon Prakashon নিজে বই পড়ুন, অন্যকে পড়তে উৎসাহ দিন

সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হেডকোয়ার্টারের অর্থনীতিবিদ গিয়ের্মো এ. স্যান্ডোভালের (Guillermo A Sandoval) হাতে '...
27/08/2025

সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হেডকোয়ার্টারের অর্থনীতিবিদ গিয়ের্মো এ. স্যান্ডোভালের (Guillermo A Sandoval) হাতে 'তামাক কোম্পানির মিথ ও বাস্তবতা' বইটি তুলে দেন লেখক ও সাংবাদিক সুশান্ত সিনহা। বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতে লেখা।

বইটি পাঠকের জন্য মূল্য ১২০ টাকা। মাত্র ৩০ টাকা কুরিয়ার চার্জ দিয়ে বইটি সংগ্রহ করতে পারবেন।

ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর বই 'সম্প্রচার সাংবাদিকতা ১ : পাঠ ও বাস্তবতা'। এই বই লিখেছেন সাংবাদিক ও গবেষক সুশান্ত সিনহা। এটি...
27/08/2025

ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর বই 'সম্প্রচার সাংবাদিকতা ১ : পাঠ ও বাস্তবতা'। এই বই লিখেছেন সাংবাদিক ও গবেষক সুশান্ত সিনহা। এটি প্রথম প্রকাশ পায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে। বইটির স্টক দুই বছর আগে শেষ হয়ে যায়।

পাঠ ও কাজের অভিজ্ঞতা থেকে লেখক সুশান্ত সিনহা নানা খুঁটিনাটি তুলে ধরেছেন বহু উদাহরণ দিয়ে। প্রায় ম্যানুয়ালের মত সহজ ভাষায় লেখা এই বইটি টেলিভিশন সাংবাদিকতার শিক্ষার্থী থেকে সংবাদকর্মী সবার জন্যে সহায়ক হবে।

দ্বিতীয় মুদ্রণে পাঠকের জন্য বইটির মূল্য রাখা হয়েছে াকা। বইটি কুরিয়ারযোগে হাতে পেতে যোগাযোগ করুন 01756 934433 (বিকাশ/নগদ) নম্বরে অথবা পেইজের ইনবক্সে। একটি বইয়ের জন্য কুরিয়ার চার্জ মাত্র ৩০ টাকা। অর্থাৎ আপনাকে একটি বইয়ের জন্য বিকাশযোগে পরিশোধ করতে হবে (১২৫+৩০) = ১৫৫ টাকা। একাধিক বইয়ের ক্ষেত্রেও চার্জ মাত্র ৩০ টাকা।

ডাক বিভাগের পোস্টের মাধ্যমে নিতে চাইলে পাঠানোর খরচ যুক্ত হবে ১৫ টাকা।

বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।

প্রকাশিত অন্য বইয়ের তালিকা : https://www.facebook.com/share/p/15JvzTGVEb/

#ম্যাজিক_লণ্ঠন_প্রকাশন #সাংবাদিকতা

ম্যাজিক লণ্ঠন প্রকাশনের 'চিন্তার দুর্দশা' বইটি মূলত একটি বক্তৃতা। ২০১৯ সালে কলকাতায় আয়োজিত প্রণবেশ সেন স্মারক আলোচনায় 'চ...
23/08/2025

ম্যাজিক লণ্ঠন প্রকাশনের 'চিন্তার দুর্দশা' বইটি মূলত একটি বক্তৃতা। ২০১৯ সালে কলকাতায় আয়োজিত প্রণবেশ সেন স্মারক আলোচনায় 'চিন্তার দুর্দশা' শিরোনামে বক্তৃতা করেন বিশ্বখ্যাত লেখক, অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এর একটি অসাধারণ ভূমিকা লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক মানস চৌধুরী। ভূমিকাসমেত 'চিন্তার দুর্দশা' প্রকাশনাটি সামগ্রিকভাবে একটা বিতর্ক হিসেবে পাঠকের পড়ার সুযোগ রয়েছে।

পাঠকের জন্য বইটির মূল্য রাখা হয়েছে #মাত্র_৭০_টাকা। পাঠক #মাত্র_৩০_টাকা কুরিয়ার চার্জ দিয়ে বইটি অর্ডার করতে পারবেন। অর্ডার করতে এখনই এই পেইজে ইনবক্স করতে পারেন। বিল পাঠাবেন 01756934433 (বিকাশ/নগদ পারসোনাল) নম্বরে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন।

#ম্যাজিক_লণ্ঠন_প্রকাশন
#চিন্তার_দুর্দশা

তারেক মাসুদ ভেঙেচুরে বড় হয়েছেন। সেটা তার বেড়ে উঠা এবং চলচ্চিত্রের জার্নি দেখেই বোঝা যায়। স্বাভাবিকভাবে হয়তো মনে করা যেতে...
13/08/2025

তারেক মাসুদ ভেঙেচুরে বড় হয়েছেন। সেটা তার বেড়ে উঠা এবং চলচ্চিত্রের জার্নি দেখেই বোঝা যায়। স্বাভাবিকভাবে হয়তো মনে করা যেতে পারে, এ রকম তো প্রত্যেক মানুষই বড় হয়ে উঠে। কিন্তু এখানেই ভিন্নতা।

তারেক মাসুদ সময় বুঝতেন, সংস্কৃতি বুঝতেন, নিজের বেড়ে উঠাকে থিসিস হিসেবে দেখতে জানতেন। সেই চোখ তৈরি হয়েছিল তার মধ্যে। তার সেই চোখ মানে দেখার চোখ জানালা হয়ে, দরজা হয়ে আকাশের বিশালতার দিকে যেতে চেয়েছে। তাই কিন্তু হয়েছে তার বেলায় কিংবা করতে পেরেছেন। যেভাবে তিনি প্রশংসা থেকে জেনেশুনে সমালোচনার দিকে গেছেন যে, এই সাহসটাই তারেক মাসুদ। মুক্তিযুদ্ধের ভিন্নতর চিত্রায়ণ নয়তো 'নরসুন্দর', তার আগে 'মুক্তির গান' ভেঙে 'মুক্তির কথা', তারপরে সব ছেড়ে 'মাটির ময়না'য় যেতো না। ধারণা করা যেতেই পারে, 'কাগজের ফুল' কী হতে যাচ্ছিলো।

তারেক মাসুদকে জানার, বোঝার ক্ষেত্রে ছোট্ট একটি পুস্তিকার ছবি দিয়েছি। মায়ের বর্ণনায় এমন তারেককে আর কে বলতে পারেন! বন্ধু আলম খুরশেদও প্রাণখুলে বলেছেন তারেককে নিয়ে। এর দাম মাত্র ৭০ টাকা!

প্রচ্ছদ আইয়ুব আল আমিন।

বহুল পঠিত 'বুদ্ধিজীবী কারে কয়' বইটি ম্যাজিক লণ্ঠন প্রকাশের একটি দুর্দান্ত কাজ। এর লেখক সাবলটার্ন স্টাডিজের সম্পাদকমণ্ডলী...
12/08/2025

বহুল পঠিত 'বুদ্ধিজীবী কারে কয়' বইটি ম্যাজিক লণ্ঠন প্রকাশের একটি দুর্দান্ত কাজ। এর লেখক সাবলটার্ন স্টাডিজের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য ও অধ্যাপক গৌতম ভদ্র। বইটির ভূমিকা, গ্রন্থনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন।

বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের এই পেইজে ইনবক্স করতে পারেন। আমরা কুরিয়ারযোগে বইটি আপনার দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিবো। পাঠকের জন্য মূল্য রাখা হয়েছে াকা। মাত্র াকা কুরিয়ার খরচ দিয়ে বইটি সংগ্রহ করতে পারবেন দেশের যেকোনো প্রান্ত থেকে। বিল পাঠাবেন 01756934433 (বিকাশ/নগদ পারসোনাল) নম্বরে।

বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।

#বুদ্ধিজীবী_কারে_কয়
#ম্যাজিক_লণ্ঠন_প্রকাশন
#গৌতম_ভদ্র
ামুন

'বিদ্যায়তনিক সফরনামা' বইটির লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক বখতিয়ার আহমেদ। বর্তমানে বইটির দ্বিতীয় মুদ্র...
11/08/2025

'বিদ্যায়তনিক সফরনামা' বইটির লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক বখতিয়ার আহমেদ। বর্তমানে বইটির দ্বিতীয় মুদ্রণ চলছে।

আটটি প্রবন্ধের এই বইয়ে লেখকের শিক্ষকতা জীবনের প্রায় দেড় যুগের বাছাইকৃত লেখালেখি সাজানো হয়েছে। এ ছাড়া 'বিদ্যায়তনে একটি ব্যক্তিগত সফরনামা' শিরোনামে ভূমিকা রয়েছে। প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন।

১৯২ পৃষ্ঠার বইটি পাঠকের জন্য মূল্য রাখা হয়েছে াকা। #মাত্র_৩০_টাকা কুরিয়ার খরচে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে। সুন্দরবন কুরিয়ারে সাধারণত বই কুরিয়ার করা হয়।

আপনি একসঙ্গে যত সংখ্যক বই-ই অর্ডার করুন না কেনো, কুরিয়ার চার্জ মাত্র ৩০ টাকাই। আজই অর্ডার করুন।

অর্ডার করবেন যেভাবে : আপনার নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন আমাদের এই পেইজের ইনবক্সে অথবা 01756934433 নম্বরে।

বিল পাঠাবেন কীভাবে : এই বইটির এক কপির জন্য (১৮০+৩০) = ২১০ টাকা। এর মধ্যে ৩০ টাকা কুরিয়ার চার্জ। বিল পাঠাবেন 01756934433 (বিকাশে সেন্ড মানি করবেন; একই নম্বরে নগদেও পাঠাতে পারেন)। বিল পাঠিয়ে আমাদের নিশ্চিত করুন ইনবক্সে।

আমাদের প্রকাশিত অন্য বই দেখতে বা অর্ডার করতে ক্লিক করুন এই লিঙ্কে :
https://www.facebook.com/share/p/17wG5tjMYF/
#বিদ্যায়তনিক_সফরনামা #বখতিয়ার_আহমেদ #ম্যাজিক_লণ্ঠন_প্রকাশন

ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর পক্ষ থেকে শুভ জন্মদিন ফরহাদ মজহার। তার জন্ম ১৯৪৭ সালের ৯ আগস্ট নোয়াখালীতে। বাংলাদেশের অন্যতম চ...
09/08/2025

ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর পক্ষ থেকে শুভ জন্মদিন ফরহাদ মজহার। তার জন্ম ১৯৪৭ সালের ৯ আগস্ট নোয়াখালীতে।

বাংলাদেশের অন্যতম চিন্তক এই লেখক রাষ্ট্রীয় যেকোনো ইস্যুতে বরাবরই সবার থেকে একটু আলাদাভাবে বিশ্লেষণ করে থাকেন।

ঢাকা ও নিউ ইয়র্কে ওষুধশাস্ত্র ও অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করা ফরহাদ মজহার চিকিৎসাক্ষেত্র ও কৃষি আন্দোলনেও তৎপর রয়েছেন।

প্রবন্ধ, নাটক ও অনুবাদ করার পাশাপাশি তিনি একজন শক্তিমান কবি ও দার্শনিক।

ফরহাদ মজহারের সিনেমা-চিন্তা নিয়ে ম্যাজিক লণ্ঠন প্রকাশন 'সিনেমাপাঠ' শিরোনামে একটি বই প্রকাশ করেছে।

বইটিতে 'ফরহাদ মজহারের সিনেমা দেখার তীক্ষ্ণতা' শিরোনামে অধ্যাপক মানস চৌধুরীর একটি ভূমিকা রয়েছে। 'পাঠ : বেদের মেয়ে জোসনা' ও 'সাধারণ মানুষের সিনেমা' নামে দুইটি লেখা রয়েছে ফরহাদ মজহারের।

বইটি পাঠকের জন্য মূল্য রাখা হয়েছে াকা। কুরিয়ারযোগে (সুন্দরবন কুরিয়ার) পেতে পেইজে নাম-ঠিকানাসহ ফোন নম্বর পাঠান। কিংবা 01756934433 নম্বরে যোগাযোগ করুন। কুরিয়ার করবার খরচ মাত্র াকা

বিল পরিশোধ করবেন 01756934433 (বিকাশ পারসোনাল/নগদ) নম্বরে।

ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর 'সম্প্রচার সাংবাদিকতা ১ : পাঠ ও বাস্তবতা' বইটির দ্বিতীয় মুদ্রণ হাতে এলো। এই বই লিখেছেন সাংবাদিক...
02/08/2025

ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর 'সম্প্রচার সাংবাদিকতা ১ : পাঠ ও বাস্তবতা' বইটির দ্বিতীয় মুদ্রণ হাতে এলো। এই বই লিখেছেন সাংবাদিক ও গবেষক সুশান্ত সিনহা। এটি প্রথম প্রকাশ পায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে। বইটির স্টক দুই বছর আগে শেষ হয়ে যায়।

পাঠ ও কাজের অভিজ্ঞতা থেকে লেখক সুশান্ত সিনহা নানা খুঁটিনাটি তুলে ধরেছেন বহু উদাহরণ দিয়ে। প্রায় ম্যানুয়ালের মত সহজ ভাষায় লেখা এই বইটি টেলিভিশন সাংবাদিকতার শিক্ষার্থী থেকে সংবাদকর্মী সবার জন্যে সহায়ক হবে।

দ্বিতীয় মুদ্রণে পাঠকের জন্য বইটির মূল্য রাখা হয়েছে াকা। বইটি কুরিয়ারযোগে হাতে পেতে যোগাযোগ করুন 01756 934433 (বিকাশ/নগদ) নম্বরে অথবা পেইজের ইনবক্সে। একটি বইয়ের জন্য কুরিয়ার চার্জ মাত্র ৩০ টাকা। অর্থাৎ আপনাকে একটি বইয়ের জন্য বিকাশযোগে পরিশোধ করতে হবে (১২৫+৩০) = ১৫৫ টাকা। একাধিক বইয়ের ক্ষেত্রেও চার্জ মাত্র ৩০ টাকা।

ডাক বিভাগের পোস্টের মাধ্যমে নিতে চাইলে পাঠানোর খরচ যুক্ত হবে ১৫ টাকা।

বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।

প্রকাশিত অন্য বইয়ের তালিকা : https://www.facebook.com/share/p/15JvzTGVEb/

#ম্যাজিক_লণ্ঠন_প্রকাশন #সাংবাদিকতা

'ভাষা প্রসঙ্গে ভাষণ : শব্দাবলি, ভঙ্গিময়তা আর অর্থের জগৎ' বইটি ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর একটি অন্যতম প্রকাশনা। বইটির বক্তা...
30/07/2025

'ভাষা প্রসঙ্গে ভাষণ : শব্দাবলি, ভঙ্গিময়তা আর অর্থের জগৎ' বইটি ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর একটি অন্যতম প্রকাশনা। বইটির বক্তা, লেখক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানস চৌধুরী।

পাঠকের জন্য মূল্যও আগের মতোই মাত্র াকা। কুরিয়ারযোগে বইটি নিতে এর সঙ্গে আলাদাভাবে যোগ করতে হবে মাত্র াকা। বইটি অর্ডার করতে যোগাযোগ করুন এই পেইজের ইনবক্সে অথবা 01756934433 নম্বরে।

বিল পরিশোধ করবেন 01756934433 (বিকাশে সেন্ড মানি/নগদ) নম্বরে।

প্রচ্ছদ এঁকেছেন প্রিয় আইয়ুব আল আমিন।

#ম্যাজিক_লণ্ঠন_প্রকাশন #ভাষা_প্রসঙ্গে_ভাষণ #মানস_চৌধুরী

ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর বই 'সিনেমাপাঠ'। বইটিতে 'ফরহাদ মজহারের সিনেমা দেখার তীক্ষ্ণতা' শিরোনামে অধ্যাপক মানস চৌধুরীর একট...
29/07/2025

ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর বই 'সিনেমাপাঠ'। বইটিতে 'ফরহাদ মজহারের সিনেমা দেখার তীক্ষ্ণতা' শিরোনামে অধ্যাপক মানস চৌধুরীর একটি ভূমিকা রয়েছে। 'পাঠ : বেদের মেয়ে জোসনা' ও 'সাধারণ মানুষের সিনেমা' নামে দুইটি লেখা রয়েছে ফরহাদ মজহারের।

বইটি পাঠকের জন্য মূল্য রাখা হয়েছে াকা। কুরিয়ারযোগে (সুন্দরবন কুরিয়ার) পেতে পেইজে নাম-ঠিকানাসহ ফোন নম্বর পাঠান। কিংবা 01756934433 নম্বরে যোগাযোগ করুন। কুরিয়ার করবার খরচ মাত্র াকা

বিল পরিশোধ করবেন 01756934433 (বিকাশ পারসোনাল/নগদ) নম্বরে।

প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন।

আমাদের প্রকাশিত বইয়ের তালিকা
https://www.facebook.com/share/p/1C3FXZ7ATm/

#ম্যাজিক_লণ্ঠন_প্রকাশন, #সিনেমাপাঠ, #ফরহাদ_মজহার

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Magic Lanthon Prakashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magic Lanthon Prakashon:

Share