
06/07/2025
মির্জা গালিবের জীবন নিয়ে চিত্রনাট্যের উর্দু ভাষায় এর লেখক চলচ্চিত্রনির্মাতা, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, গীতিকার গুলযার। মির্জা গালিবের জীবন ঘটনা নিয়ে গুলযারের লেখাটি মূল উর্দু থেকে তর্জমা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। 'মির্জা গালিব : জৈবনিক চিত্রনাট্য' বইটি প্রকাশ করেছে 'ম্যাজিক লণ্ঠন প্রকাশন'।
চিত্রনাট্যধর্মী এই বই থেকে পাঠক একদিকে যেমন গালিবের জীবনের সংঘর্ষকে অনুভব করতে পারবেন, অন্যদিকে তাঁর কাব্যের সংক্ষিপ্ত রসপূর্ণ পাঠও নিতে পারবেন।
পাঠকের জন্য ২১৬ পৃষ্ঠার এই বইটির মূল্য রাখা হয়েছে #মাত্র_১৮০_টাকা। দেশের যেকোনো স্থান থেকে #মাত্র_৩০_টাকা কুরিয়ার চার্জ দিয়ে বইটি সংগ্রহ করতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠানো হয়।
বিল পরিশোধ করবেন 01756934433 (বিকাশ ও নগদ পারসোনাল) নম্বরে। পেইজে ইনবক্স করে আজই অর্ডার করুন। বিল পাঠিয়ে শেষ চার ডিজিটও পাঠান।
বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।
ম্যাজিক লণ্ঠন প্রকাশন-এর অন্যান্য বইসমূহ
https://www.facebook.com/share/p/1Et5o43Z3a/
#ম্যাজিক_লণ্ঠন_প্রকাশন #মির্জা_গালিব #সফিকুন্নবী_সামাদী