Md.Monsur hossain

Md.Monsur hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md.Monsur hossain, Digital creator, Rajshahi.
(6)

Allah is all powerful
Hazrat Muhammad (PBUH) is the last Prophet and Messenger of Allah
Blood Group- Ab+ (19/4/25) 24

Web Designer- Developer and Digital Marketer

26/07/2025

রাসূল (সা.) এর রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ছিল:

ন্যায় ও সমতা

জবাবদিহিতা

পরামর্শভিত্তিক সিদ্ধান্ত

সকল ধর্ম ও সম্প্রদায়ের অধিকার রক্ষা

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

সততা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ

26/07/2025

তাদের কাজ কর্ম পরামর্শের ভিত্তিতে হয়।"
(সূরা আশ-শূরা: ৩৮)

রাসূল (সা.) সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত (যুদ্ধ, সন্ধি, আইন ইত্যাদি) সাহাবাদের পরামর্শ নিয়ে গ্রহণ করতেন।

25/07/2025

❝যারা তোমাদের আগে ছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছিল এই কারণে যে, তারা সম্মানিত ব্যক্তির চুরি মাফ করে দিত আর দুর্বলদেরকে শাস্তি দিত। আল্লাহর কসম! যদি মুহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত, আমি তার হাত কেটে দিতাম।❞
(সহিহ বুখারি: ৬৭৮৮, সহিহ মুসলিম: ১৬৮৮)

22/07/2025
21/07/2025

এইচএসসি শিক্ষার্থীরা!
রাতের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না দিলে তোমরা পরীক্ষা বর্জন করো।

মাইলস্টোনের শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার মতো কতজন মেন্টালি স্টেবল আছে এটা একটাবার চিন্তা কইরো।
প্রত্যেকটা কলেজ বিবৃতি দিয়ে পরীক্ষা বর্জন করো।

মাইলস্টোনের শিক্ষার্থী বন্ধুদের নিয়ে পরীক্ষায় বসবা।

21/07/2025

▶️ নির্দিষ্ট কোনো কারন ছাড়া অপ্রয়োজনে, উৎসুক হয়ে কালকে ঘটনাস্থল বা হাসপাতালে ভিড় কইরেন না। যারা কাজ করে, তাদের অসুবিধা হয়। এখানে রাজনীতি কইরেন না ।

▶️রোগীর কাছে বেশি ভিড় করলে , তাদের ইনফেকশনের চান্স বেড়ে যায় । মৃত্যু ঝুঁকি ও বাড়ে ।

▶️AI দিয়ে ভুল ছবি বা ভিডিও বানিয়ে দিয়েন না। এতে সবাই বিভ্রান্ত হচ্ছে। এটা অপরাধ।

▶️ দয়া করে বাচ্চাদের আর্তনাদের ভিডিও দিয়েন না। এটা অমানুবিক l

▶️ যদি পারেন,যারা এখনো নিখোঁজ আছে, তাদের খুঁজে বের করে সঠিক ইনফরমেশন পরিবারের কাছে দেবার চেষ্টা করেন । অনেকেই এখনো তাদের বাচ্চাকে খুঁজে পায় নি l

▶️ আগামীকাল যারা রক্ত দিতে চান, তারা নির্দিষ্ট হাসপাতালে যোগাযোগ করে , চুপচাপ দিয়ে আসলে ভালো।

▶️পারলে সবার জন্য দোয়া করেন l মন থেকে দোয়া করেন 🙏🏻

গোপালগঞ্জের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি জানায়
17/07/2025

গোপালগঞ্জের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি জানায়

এই বিএনপি কী BAL এর নাকি শহীদ জিয়ারবিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল সাহেব ঘোষনা দিয়েছিলেন ২৪ এর আন্দোলন এর সাথে তাদের কোন ...
11/07/2025

এই বিএনপি কী BAL এর নাকি শহীদ জিয়ার

বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল সাহেব ঘোষনা দিয়েছিলেন ২৪ এর আন্দোলন এর সাথে তাদের কোন সম্পর্ক নাই।
জুলাই আন্দোলন এ বাংলাদেশ এ দুই পক্ষ ছিলো একটা হলো BAL পক্ষ আরেক টা হলো জুলাই আন্দোলনকারীর পক্ষ যারা ইনসাফ এর পক্ষে আন্দোলন করেছে।

আপনারা যেহত আন্দোলন এর সাথে ছিলেন না BAl দেশ থেকে যাওয়ার পরে যে তাদের দায়িত্ব আপনারা নিয়েছেন তার প্রমান আপনার প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন।

মনে রাখবেন BAL এর অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে কথা বলে, মেসেজ দিয়ে যেভাব Elias Hossain বাংলার জনগন এর বিবেক কে জাগিয়ে রেখেছিলো। ইলিয়াস হোসেন এর মত সাংবাদিক রা যদি কথা না বলতো তাহলে আজও আমি স্বাধীন ভাবে লিখতে পারতাম না।

আল্লাহর ফায়সালা হবে আপনাদের ও পতন ঘটবে।

তাই আপনাদের একটা পরামর্শ দিই আপনারা BAL এর BNP না হয়ে, শহীদ জিয়ার বিএনপি হয়ে কাজ করেন অন্তত দেশ থেকে পালাতে হবে না।

আর আপনারা যদি এভাবে চলতে থাকেন তবে মনে রাখবেন নিশ্চয়ই বিপ্লবীরা প্রস্তুতি নিচ্ছে আপনারা খুব বেশিদিন থাকতে পারবেন না।মহান আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।

এই নৃশংস ভাবে হত্যা কারী কি BAL এর আদর্শের সৈনিক নাকি শহীদ জিয়ার সৈনিক
সব শেষে দেশের জনগনের কাছে প্রশ্ন রেখে যাই এই বিএনপি কী BAL এর নাকি শহীদ জিয়ার

03/07/2025

আমার মা অনেক অসুস্থ সবাই আমার মা এর জন্য দোয়া করবেন।
মহান আল্লাহ যেনো আমার মাকে সুস্থ করে দেয়।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Md.Monsur hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Monsur hossain:

Share