Afifa's World

Afifa's World তুমি আমার সাথে যেমন , আমিও তোমার সাথে তেমন😊

সাদ্দাম হোসেনকে  ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু...
12/09/2025

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল,
তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল,
যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক;
পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল😰

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ।
শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে...

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিলো, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো তারপরের দিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম খন্দকার মোশতাক...

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে,
তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা।
সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে,
মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না,
সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে।

আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না,আপন মানুষদের নাম দেখতে পাবেন।
শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না,বিশ্বাস ঘাতকতা করে কেবল আপন মানুষরাই।

(সংগৃহীত)

31/08/2025

এই প্রথম দেশ একটা জনগনের সরকার,পাইছে বলা যায় জনগনও নিন্দা জানায়, সরকার ও নিন্দা জানায়।

জনগনও বিচার চায়, একই সুরে সরকার ও বিচার চায়।

জনগনও বোঝে না দেশ আসলে কে চালায়, সরকারের উপদেষ্টারাও বোঝে না কে চালায়।

সরকারও জানে না দেশ আসলে কোন দিকে যাচ্ছে, জনগনেরতো জানার প্রশ্নই আসেনা।।🥱🥱

পৃথিবীতে যে কয়টা অপ্রিয় বাক্য ও মিথ্যা আছে তার মধ্যে একটা হলো " Money can't buy happiness "হ্যাঁ টাকা দিয়ে সমস্ত সুখ ...
15/08/2025

পৃথিবীতে যে কয়টা অপ্রিয় বাক্য ও মিথ্যা আছে তার মধ্যে একটা হলো
" Money can't buy happiness "

হ্যাঁ টাকা দিয়ে সমস্ত সুখ কেনা যায় না বা হয়না এটা ঠিক তবে আংশিক ১৫% আর
বাকি ৮৫% টাকার উপরেই সব নির্ভর করে।
টাকা থাকলে যশ , খ্যাতি ,কদর , মান - সম্মান, আদর ,প্রায়োরিটি ,মতামত সব কিছুর মূল্যায়ন হয় সেটা নিজের পরিবার থেকে শুরু করে বন্ধু- বান্ধব, আত্মীয় - স্বজন, প্রতিবেশী এমনকি চেনাজানা গন্ডির বাইরে পর্যন্ত।

পরিবারের যে ছেলেটার রোজগার কম তার প্রতি পরিবারের তাচ্ছিল্য সবচেয়ে বেশি।স্বামীর রোজগার কম হলে নিজের বাবা মা ,ভাইবোন হতে শুরু করে স্ত্রীর কাছেও কোন মূল্যায়ন নেই আবার স্ত্রীর রোজগার বেশি হলে পরিবারে তার ঠাঁটবাটই আলাদা।
শ্বশুরবাড়িতে যেই জামাইয়ের টাকা বেশি তার কদরই আলাদা।
শুধু শ্বশুরবাড়ি কেন ?
নিজের পরিবারেও যেই ছেলে কিংবা মেয়েটার রোজগার বেশি ,টাকা বেশি পরিবারের সবাই তাকে যথেষ্ট সমীহ করে।

টাকা দিয়ে সমস্ত সুখ কেনা যায় না এসব নীতিবাক্য যারা কপচান তারা কখনোই উপলব্ধি করতে পারেননি টাকার কষ্ট পৃথিবীর ভয়াবহ কষ্ট গুলোর মধ্যে একটি।

অসুস্থ সন্তানের চিকিৎসা যখন টাকার অভাবে থেমে থাকে বা বৃদ্ধ বাবা- মাকে অর্থের অভাবে সঠিক চিকিৎসা দিতে যখন সন্তান ব্যর্থ হয় শুধু তারাই বুঝে টাকার অভাব কি ?

টাকার অভাবে যখন সন্তানের নিত্যনৈমত্তিক চাহিদা গুলো পূরনে ব্যর্থ হয় বাবা মা প্রতিনিয়ত তখন
বিলাসিতা দূরে থাক প্রিয় সন্তানের জন্য মাছ মাংস কিংবা ফল কিনতে গিয়ে যখন দামের কথা শুনে হাত গুটিয়ে চলে আসতে হয় সেই বাবা মা উপলব্ধি করতে পারে টাকার অভাব কি ?

প্রিয়তমা স্ত্রীর জন্য মন চাইলেও যখন একটা সাধারণ সুতির শাড়ি কিনতে গিয়েও হাত গুটিয়ে চলে আসতে হয় এই ভেবে যে ,মাস শেষে একটু ডাল ভাতের বাজারের টাকা থাকবে তো ?
সেই স্বামী বুঝতে পারে টাকার অভাবের কষ্ট কতটা ভয়াবহ।
ভবিষ্যত অনিশ্চিত সেটা আমরা সবাই জানি কিন্ত প্রতিনিয়ত টাকার কষ্টে যুদ্ধ করে টিকে থাকার লড়াই করা আরও বেশি অনিশ্চিত।

পৃথিবীতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে টাকা......
টাকা থাকলে সব আছে আপনার।
আর টাকা দিয়ে কেনা সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হচ্ছে এক থালা ভাত......।

#আফিফা

"সে যখন বললো, 'ভাইসব।'অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল।সে যখন ডাকলো 'ভাইয়েরা আমার।'ভেঙে যাওয়া পাখি...
14/08/2025

"সে যখন বললো, 'ভাইসব।'
অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল।
সে যখন ডাকলো 'ভাইয়েরা আমার।'
ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।"
- আল মাহমুদ

" শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷ "
- নির্মলেন্দু গুণ

বাংলার ধ্রুবতারা || বিনম্র শ্রদ্ধা 🌸🌿

রুমের হলুদ হলুদ আলো দেওয়া বাতিটা নিভিয়ে শুয়ে আছি আমি! বিছানায় শরীরটা থাকলেও মনটা পড়ে আছে অতীতের কোথাও একটা পরিচিত- গন্...
13/08/2025

রুমের হলুদ হলুদ আলো দেওয়া বাতিটা নিভিয়ে শুয়ে আছি আমি! বিছানায় শরীরটা থাকলেও মনটা পড়ে আছে অতীতের কোথাও একটা পরিচিত- গন্ধ, একটা চেনা মুখ, একটা হারিয়ে যাওয়া সুখ পরীর কাছে! ঘুম আসছে না!

চোখের পাতায় জমে আছে হালকা জ্বলুনি! বুকে যেনো কেউ বসে আছে! নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে! একটা নিঃসঙ্গ দীর্ঘশ্বাস! তারপর অশ্রু! চোখের কোণ থেকে নেমে আসে কষ্টের জল!

চোখ মুছে ধীরে ধীরে ফোনটা হাতে নেয়! পাসওয়ার্ড আনলকড করে ঢুকে পড়ি; একান্ত এক গোপন ঘরে- Hidden গ্যালারি!! সেইখানেই আছে সে! একটা সময় যার জন্য সমস্ত পৃথিবী ছেড়ে দিয়েছিলাম! নিজেকে হারিয়েছিলাম চোখ বুঁজে! একটা একটা করে ছবি টেনে টেনে দেখি! তার চোখের গভীরে তাকায়! সেই হাসি, সেই চোখ, সেই চেনা মুখ, সবকিছু কতো আপন! অথচ এখন কত দূরের!

একটা ছবির সামনে এসে থেমে যায় আমি! মনে হয় এই ছবির মানুষটা আমার সবচেয়ে প্রিয়! ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম! চার কোণা কাঁচের বাক্সের পৃথিবীতে আটকে থাকা সেই মানুষটা কে ছোঁয়ার প্রচন্ড ইচ্ছে জাগে! ইচ্ছে জাগলেও যে তাকে ছোঁয়ার সাধ্য আছে কই বলেন?!

ছবির মানুষকে ছুঁয়ে দেখতে চাওয়ার অনুভূতি যে; পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক অনুভূতি!

হঠাৎ কান্না শুরু হয়ে যায়! নির্বাক হয়ে কান্না করি আমি! একটা ছোট বাচ্চার মতো! যার খেলনা ভেঙে গেছে কিন্তু কেউ বুঝতে চায় না! তার কষ্ট টা ঠিক কতখানি!

তুমি জানো না আমার মনে তোমার জন্য কি পরিমাণ কষ্ট হয় বাবুনি।

তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না! তুমি কেন চলে গেলে?

আমাকে কেন একা রেখে গেলে? ছবিটা চুপ করে তাকিয়ে থাকে!

তুমি না থাকলেও তুমি আছো যেনো! চোখে চোখ রেখে অনুভব করি!

ছবির ভিতর থেকে তুমি শুনছ সব! শুধু বলছো না কিছু! তবে হ্যাঁ! তোমার চোখে যেনো একটুখানি জবাব ছিলো; “আমি তো আছি” তোমার ভিতর! তোমার কান্নার প্রতিটা ফোঁটার ভিতরেই!

হয়তো তুমি ফিরবে না আর কোনোদিন! তবুও তোমার ছবিগুলোই এখন আমার একমাত্র আশ্রয়! তোমার এই ছবিগুলো আমার কাছে খুব প্রিয়! ছবিগুলো খুব যত্ন করে রেখেছি! কারণ; তোমার জন্য আমার ভালোবাসা কোনদিন শেষ হবেনা।💕

04/08/2025

কাল থেকে পুরা ফেসবুক গরম অপু বিশ্বাসের পোস্টের জন্য।কি জঘন্যভাবে পচে গেছি আমরা তাইনা? লোকটা দূই বিয়ে করেছে সেটাকে অস্বাভাবিক বলছিনা কিন্তু সে কোন একজন মহিলাকেও সেই স্বীকৃতি দেন নাই। যা করছেন বাচ্চাদের জন্য। এর বাইরে সে আরো বিশ জায়গায় মুখ দিচ্ছেন। এবং তারপরেও অপু বিশ্বাস এবং বুবলি সেই লোকের জন্য মরিয়া। এটা কি ভালোবাসা? কোনদিন না। এটা এক রকমের প্রতিযোগীতা। ভালো কোনদিন এমন নিকৃষ্ট মানুষকে বাসা যায়না যে এভাবে নারীদের অসম্মান করে।

সে একজন ভালো অভিনেতা সেটা বলার কোন অবকাশ নাই কিন্তু ব্যাক্তি জীবনে সে একজন ভালো মানুষ হতে পারেন নাই। পারার কোন লক্ষ্যনও নাই। আপু বিশ্বাস একজন ঠান্ডা মাথার ভালো মানুষ একজন উদ্যক্তা তার শাকিব খানের ট্যাগ নিয়ে এমন অনেক সাধারন নারীদের মতো করে নিরুপায় হয়ে শাকিবের জীবনে পড়ে থাকার দরকার নাই যে কিনা নূন্যতম সম্মান টুকু তাকে দেয় নাই।

এমন নারী তো অপু বিশ্বাস না যার নিজের কোন পরিচয় নাই শাকিব খানের ট্যাগ ছাড়া যে নারী জানে তার হাজবেন্ড নামের পুরুষটা আরো দশজন নারীর জীবনে দোল দিচ্ছেন জেনেও তাকে দেবতার মতো পূজা করবেন কারন দিনশেষে শাকিব থেকে তার জীবনে আর কোন ভালো অপশন নাই। Apu Biswas আপনি একজন ভালো মানুষ এভাবে নিজেকে আর সস্তা বানাবেন না। কারো কাছে অপশন না হয়ে আপনাকে যে সম্মান করবে শ্রদ্ধা করবে এমন মানুষের সাথে থাকুন। আপনি ভালো কিছু ডিজার্ভ করেন।♥️

😋😋😋😋.....
02/08/2025

😋😋😋😋.....

অনীশ উপন্যাসের মিসির আলী একটি বিখ্যাত উক্তি ছিল। এমন রুঢ় লাইন তবুও মাঝে মাঝে এত সত্য মনে হয়.😌😌প্রকৃতি প্রার্থনার বস নয...
25/07/2025

অনীশ উপন্যাসের মিসির আলী একটি বিখ্যাত উক্তি ছিল। এমন রুঢ় লাইন তবুও মাঝে মাঝে এত সত্য মনে হয়.😌😌

প্রকৃতি প্রার্থনার বস নয়।💔প্রকৃতি প্রার্থনার বস হলে পৃথিবীর চেহারাই পালটে যেতো।❤️পৃথিবীর জন্য কম প্রার্থনা করা হয়নি....❤️‍🩹❤️‍🩹

24/07/2025

একটা সন্তান পেটে আসা থেকে জন্ম দেয়া পর্যন্ত কত কষ্ট করতে হয় সেটা একজন মা ই জানে।😞😞

23/07/2025

প্লেন কিনছে হাসিনা,চালাইছে এয়ার ফোর্স,লাগাইছে স্কোয়াড্রন লিডার,দোষ হইছে ইউনূসের,পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার,পদত্যাগ করছে শিক্ষা সচিব,মাইর
খ|ইছে ছ|ত্রলীগ,ক্যারিয়ার শেষ আয়মান সাদিকের।

প্রশ্নঃ কত বছর পর পিতার বয়স পুত্রের দ্বিগুন হবে?

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afifa's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share