11/08/2025
📌 Off topic
বাংলাদেশে অনেক সময় শোনা যায়— “ডাক্তাররা মাইর খায়”। অনেকে ভাবে এটা হয়তো অযৌক্তিক রাগ। কিন্তু সত্যি বলতে, এর পেছনে অনেক সময় গা শিউরে ওঠা অবহেলা থাকে।
আমার কাছের একজন ৬ মাসের প্রেগন্যান্ট। কিছুদিন আগে সরকারি মেডিকেলে ব্লাড গ্রুপ টেস্ট করালো। রিপোর্টে লেখা A+। কিন্তু সে ছোটবেলা থেকেই জানে তার ব্লাড গ্রুপ B+।
সন্দেহ হওয়ায় প্রাইভেট মেডিকেলে গিয়ে আবার করালো— সঠিক ফলাফল এলো: B+।
একজন প্রেগন্যান্ট মহিলার ব্লাড গ্রুপ যদি ভুল ধরা হয়, জরুরি সময়ে ভুল রক্ত দিলে তার জীবন আর সন্তানের জীবন— দুটোই শেষ হয়ে যেতে পারে।
এটা শুধু ভুল না, এটা অপরাধ।
হয়তো ভুল করেছে একজন টেকনিশিয়ান, কিন্তু দায় নিতে হয় পুরো হাসপাতালকে।
কারণ রোগী জানে না ল্যাবের লোক আর ডাক্তার আলাদা টিম— তারা শুধু দেখে এটা “ওই মেডিকেলের রিপোর্ট”।
মানুষ মারতে চায় না, কিন্তু যখন জীবনের মূল্য বোঝা হয় না, তখনই রাগে ক্ষোভে বিস্ফোরণ ঘটে।