Manik

Manik বাঁচিয়া রাখার জন্যে বেঁচে আছি...............ɱąŋıƙ................. নীরবতার মত উত্তম উত্তর আর কিছু হয় না.. 🖤

একজন মা হওয়ার  পাশে কে পাশে থাকলো কে থাকলোনা ...? কে খোঁজ  খবর  নিচ্ছে  কে নিচ্ছে না,,? এটা বেশি মেটার করে ....?
29/06/2025

একজন মা হওয়ার পাশে কে পাশে থাকলো কে থাকলোনা ...? কে খোঁজ খবর নিচ্ছে কে নিচ্ছে না,,? এটা বেশি মেটার করে ....?

15/06/2025

আলহামদুলিল্লাহ আমার মৃত্যু টা যেনো এমন হয়..............?

14/06/2025

বরিশাল তুফান বৃষ্টি,,,,

08/06/2025

তুমি আমার সেই শখের পুরুষ যাকে দেখলে অদ্ভুত শান্তি খুঁজে পাই ❤️❤️🥀🥀🥀

15/05/2025

আমি সেই গল্পের বই,,,,,,,? সবাই পড়তে পারলেও অর্থ বোঝার কারো নাই,,,,,?

স্বামী  হলো  একটা শান্তির জায়গা,,?
30/04/2025

স্বামী হলো একটা শান্তির জায়গা,,?

চলো পালাই একসাথে  হাতে হাত রেখে,,,,?
08/04/2025

চলো পালাই একসাথে হাতে হাত রেখে,,,,?

অসাধারণ ক্যাপচার সংগৃহীত  #শখের_ছবিয়াল
28/03/2025

অসাধারণ ক্যাপচার

সংগৃহীত #শখের_ছবিয়াল

গতকাল মা ছেলেদের বাসার বাহিরে ইফতারি খাইদাই...
28/03/2025

গতকাল মা ছেলেদের বাসার বাহিরে ইফতারি খাইদাই...

05/03/2025

৩০ রোজার বিষয়টি কুরআন ও হাদিস উভয় সূত্র থেকেই প্রমাণিত।

১. কুরআনের দলিল:

اللہ تعالى বলেন,

﴿شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًۭى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍۢ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ﴾
(সূরা আল-বাকারা: ১৮৫)

অর্থ: “রমাদান মাস, যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এতে রোজা রাখে।”

উক্ত আয়াতে "রমাদান মাস" বলা হয়েছে, যা চন্দ্রমাস হিসেবেই গণ্য হয়, আর চন্দ্রমাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

২. হাদিসের দলিল:

হাদিসে এসেছে:

عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم:
"الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَا تَقْضُوا رُؤْيَةَ الْهِلَالِ وَالصِّيَامِ عَلَى التَّحَرِّي فَإِنْ أَكْمَلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ"
(সহীহ মুসলিম: ১০৮১)

অর্থ: “মাস ২৯ দিনেরও হতে পারে, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে রোজা শেষ করো। যদি চাঁদ দেখা না যায়, তাহলে মাস ৩০ দিনে পূর্ণ করো।”

উপসংহার:

কুরআন ও হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, রমাদানের মাস ২৯ বা ৩০ দিনের হয় এবং চাঁদ দেখার ভিত্তিতেই তা নির্ধারিত হয়। সুতরাং, ৩০ রোজার কথা কুরআন-হাদিসে নেই—এ কথা বলা ভুল।

একবার দেখার পরেও যাকে বার বার,,,? দেখতে ইচ্ছে করে সেই মানুষটা হলো তুমি,,?? ❤️🥀
25/02/2025

একবার দেখার পরেও যাকে বার বার,,,? দেখতে ইচ্ছে করে সেই মানুষটা হলো তুমি,,?? ❤️🥀

,,তুমি আমার সেই,, চাঁদ, যার পাশে আমি অন্য  কোন তাঁরা কে সহ্য করতে পারি না,,?
22/02/2025

,,তুমি আমার সেই,, চাঁদ, যার পাশে আমি অন্য কোন তাঁরা কে সহ্য করতে পারি না,,?

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manik:

Share