04/12/2025
ভালোবাসা হইলো 'ফিল' করানোর জিনিস। মুখে একশো বার 'আই লাভ ইউ,আই মিস ইউ,আমি তোমাকে ভালোবাসি' বললেই ভালোবাসা প্রমাণ করা যায়না!
আপনি যাকে ভালোবাসেন, সেই মানুষ টা কে আপনার আচার আচরণ,কথাবার্তায়,প্রায়োরিটি, এটেনশন দিয়ে 'ফিল' করাইতে হবে আপনি তাকে ভালোবাসেন! এর বাইরে ভালোবাসা প্রমানের আর কোনো উপায় নাই! মুখে এক কোটি বার 'আই লাভ ইউ' বললেও লাভ নাই!