24/07/2025
মাইগ্রেনের ব্যাথা যেন কোন শত্রুর ও যেন না হয়,আমি গরম সহ্য করতে পারিনা,কেউ কথা বললে বিরক্ত লাগে,আগুনে তাপ সহ্য করতে পারি না,আর টেনশান তো মাথায় নেওয়ায় যাবে না,আর একটু কান্না করলে তো মাথা ব্যাথার জন্য চোখ মেলে তাকাতেই পারবোনা,,আর ওপরের যেগুলো সমস্যার কথা বললাম ওগুলো আমার প্রতিদিনের সঙ্গি,,আল্লাহ আমার সাথেই কেন এমন করলো,, আমার জিবন এমন হওয়ার কথা ছিলোনা,আমার একটা সুস্থ স্বাভাবিক জীবন প্রাপ্য,না পারি এ জিবন থেকে পিছু হাটতে না পারি সামনে এগোতে,, এখন আল্লাহ সহায়😴