পাঠক PáThok

পাঠক   PáThok সম্ভব পরের জন্য প্রস্তুত থাকাই হলো সভ্যতা Know your job, Do your Job, apply common senses and set personal example.

সব জায়গা ফাঁকা কিন্তু ওই গাছটার নিচে সবাই,,, গাছটি নাম কি কেউ বলতে পারেন?     #গাছপ্রেমি
29/07/2025

সব জায়গা ফাঁকা কিন্তু ওই গাছটার নিচে সবাই,,,
গাছটি নাম কি কেউ বলতে পারেন?

#গাছপ্রেমি

জীবনেও ফুল ফোটে, আবার ঝরেও।তবে ঝরা মানেই শেষ নয়—মাটির বুকে পড়ে থাকা ফুল থেকেই তো শুরু হয় পরের বসন্ত। #জীবনের_রঙ  #আশার_ফ...
26/07/2025

জীবনেও ফুল ফোটে, আবার ঝরেও।
তবে ঝরা মানেই শেষ নয়—
মাটির বুকে পড়ে থাকা ফুল থেকেই তো শুরু হয় পরের বসন্ত।
#জীবনের_রঙ #আশার_ফুল"

25/07/2025

আর যাই করেন বিয়ে কইরে না।

এই বিষের আপনি মরবেননা কিন্তু বাচা মুশকিল।

🔹 মানুষ নিষ্পাপ জন্ম নেয় 🔹মানুষ যখন জন্ম নেয়, সে আসে একদম নিষ্পাপ হয়ে।না থাকে ঘৃণা, না থাকে অহংকার।তার অন্তরে থাকে শুধুই...
24/07/2025

🔹 মানুষ নিষ্পাপ জন্ম নেয় 🔹

মানুষ যখন জন্ম নেয়, সে আসে একদম নিষ্পাপ হয়ে।
না থাকে ঘৃণা, না থাকে অহংকার।
তার অন্তরে থাকে শুধুই সরলতা, মায়া, আর এক আশ্চর্য নির্ভরতাবোধ।

কিন্তু সময়ের সাথে সাথে সমাজ তার হাতে তুলে দেয়—
স্বার্থের পাঠ, ঘৃণার ভাষা, ভেদাভেদের চর্চা।
সে শেখে মিথ্যা বলতে, শিখে অবিশ্বাস করতে,
আর হারিয়ে ফেলে তার জন্মগত পবিত্রতাকে।

অথচ যদি আমরা একটু থামি…
ভেবে দেখি, সেই ছোট্ট শিশুটির হৃদয়ে তো কিছুই ছিল না—
না হিংসা, না দম্ভ, না ক্রোধ।
তাহলে কোথা থেকে এলো এই কুপ্রবৃত্তি?

উত্তর একটাই—
পাপ মানুষে জন্মগত নয়,
পাপ শিখানো হয়।
আর এই সমাজই তার শ্রেষ্ঠ শিক্ষক।

তাই পরিবর্তনের শুরু হওয়া উচিত আমাদের কাছ থেকেই—
নিজেকে গড়তে হবে এমনভাবে,
যেন আমাদের থেকে পরবর্তী প্রজন্ম শেখে—
ভালোবাসতে, ক্ষমা করতে, আর মানুষকে মানুষ হিসেবে দেখতে।

👨‍👩‍👧‍👦 পুরুষ: এক নীরব যোদ্ধাসে কাঁদে না, কারণ কাঁদার সময় নেই।সে ক্লান্ত হয়, কিন্তু বিশ্রাম নেয় না—কারণ পরিবারের চাহিদা ...
23/07/2025

👨‍👩‍👧‍👦 পুরুষ: এক নীরব যোদ্ধা

সে কাঁদে না, কারণ কাঁদার সময় নেই।

সে ক্লান্ত হয়, কিন্তু বিশ্রাম নেয় না—
কারণ পরিবারের চাহিদা বিশ্রামের চেয়ে বড়।

সে নিজেকে ভাঙে, গড়ে তোলে অন্যের স্বপ্ন।
তার ইচ্ছেগুলো হারিয়ে যায় মাসের শেষে—
বিল, খরচ আর দায়িত্বের ভিড়ে।

তার যন্ত্রণা শোনে না কেউ,
কারণ সবাই ধরে নেয়—
"সে তো পুরুষ!"

একটা ছেঁড়া জুতো পরেও সে ছেলেকে নতুন জুতো কিনে দেয়,
নিজে না খেয়ে স্ত্রীর ওষুধ এনে দেয়।

সে কখনো ‘হিরো’ নয় টিভির পর্দায়,
কিন্তু সন্তানের চোখে সে-ই আসল হিরো।

যে সমাজ তার চোখের জলকে দুর্বলতা ভাবে,
সে সমাজকেই নিজের ঘামে টিকিয়ে রাখে।

📌 তাই আজ একটুখানি ধন্যবাদ হোক তার জন্য,
যে নীরবে পরিবারের জন্য লড়ছে প্রতিদিন।

"সম্মান দাও তাকে, কারণ তার পরিশ্রমেই তুমি নিশ্চিন্ত।"
— #পুরুষের_যন্ত্রণা #নীরব_যোদ্ধা #পরিবারের_ভিতরেই_তার_জগত

শান্তি কেউ কাউকে দিতে পারে না।এটা অর্জন করতে হয় —নিজের ভেতরের যুদ্ধ থামিয়ে, নিজের ভিতরে নিজেকে খুঁজে পেয়ে।
23/07/2025

শান্তি কেউ কাউকে দিতে পারে না।
এটা অর্জন করতে হয় —
নিজের ভেতরের যুদ্ধ থামিয়ে, নিজের ভিতরে নিজেকে খুঁজে পেয়ে।

যেখানে শব্দ কম, সেখানে ভাব বেশি।যেখানে কোলাহল কম, সেখানে হৃদয়ের কণ্ঠস্বর স্পষ্ট হয়।   #বিবাহ
23/07/2025

যেখানে শব্দ কম, সেখানে ভাব বেশি।
যেখানে কোলাহল কম, সেখানে হৃদয়ের কণ্ঠস্বর স্পষ্ট হয়।
#বিবাহ

প্রত্যেক মানুষের ভিতরে একটা না বলা গল্প আছে —যেটা সে কাউকে বলে না, শুধু চোখে ধরে রাখে।হয়তো একদিন সেই চোখ পড়ে,কাউকে— যে শ...
23/07/2025

প্রত্যেক মানুষের ভিতরে একটা না বলা গল্প আছে —
যেটা সে কাউকে বলে না, শুধু চোখে ধরে রাখে।
হয়তো একদিন সেই চোখ পড়ে,
কাউকে— যে শুধু গল্পটা না, মানুষটাকেও পড়ে ফেলে।

22/07/2025

যেটা তোমার নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে বেশি চিন্তা কোরো না—বরং যেটা তুমি পরিবর্তন করতে পারো, সেটার উপর মনোযোগ দাও।"

🔹 এতে মন শান্ত থাকে,
🔹 সিদ্ধান্তগুলো হয় বাস্তবভিত্তিক,
🔹 আর হতাশা কমে গিয়ে আত্মবিশ্বাস বাড়ে।

আল্লাহর উপর ভরসা রাখো, আর নিজের চেষ্টা চালিয়ে যাও—এই দুই মিলেই জীবনে সফলতা আসে। 🌿

Address

Rajshahi
6280

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঠক PáThok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share