Md nesan nesan

Md nesan nesan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md nesan nesan, Digital creator, Rajshahi.

29/01/2024

আগামী মাসের ১-২ তারিখ -
#হেলিকপ্টারে ভ্রমন করতে ইচ্ছুক,,
এমন কেউ কি আছেন?
আমরা ৫ জন আছি কিন্তু টোটাল ৬ জন লাগবে।
ভোর বেলা আমরা সিলেট থেকে যাত্রা শুরু করে প্রথমে বান্দরবন যাবো সেখান থেকে সরাসরি কক্সবাজার।
#কক্সবাজার ব্রেকফাস্ট করে ঘুরেফিরে লাঞ্চ করে যাবো খুলনা ।
#খুলনায় বিকালে ঘুরেফিরে রাতে হোটেলে ঘুমাবো। সকালে ব্রেকফাস্ট করে সরাসরি বঙ্গোপসাগরের উপর দিয়ে যাবো সুন্দরবন।
#সুন্দরবন ঘুরেফিরে সন্ধ্যা পদ্মাসেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। যদি কেউ আগ্রহী হন শীঘ্রই যোগাযোগ করবেন।

বিঃদ্রঃ শুধু মাত্র একজন যেতে পারবেন। এবং যিনি যাবেন তার অবশ্যই হেলিকপ্টার থাকতে হবে। অন্যথায় পুরো প্ল্যানটাই ক্যান্সেল🙃

29/01/2024

--বিয়ে ৭ মাসের মধ‍্যেই বউয়ের বাচ্চা হলে তাকে জিঙ্গেস করি।

--অহনা এই বাচ্ছার বাবা কি সত্যি আমি। নাকি অন‍্য কেউ।

--তোমার বাচ্চা এটা। অন‍্য কারো হতে যাবে কেনো। আমি কি পরকীয়া করি।

--বিয়ের এখন পযর্ন্ত ৭মাস ও পরিপুর্ণ হয়নি। তাতেই এমন সতেজ বাচ্চা পাওয়া অসম্ভব।

--তুমি কি হাসিব আমাকে সন্দেহ করো।

হাসিব : এটা সন্দেহের বিষয় তুমি ও ভালো জানো।

অহনা : ভালো খুব ভালো।

হাসিব : এই বাচ্চার মাথায় হাত রেখে বলতে পারবা এই বাচ্চা জন্মদাতা বাবা আমি।

"হাসিবের মুখে এই কথাটি শুনেই অহনা কেমন জানি থমকে গেলো ক্ষনিকের জন্যে "

হাসিব : কি হলো চুপ হয়ে গেলে যে অহনা।

"অহনা কান্না জরিত চোখে বলতে থাকে"

অহনা : আমি তোমাকে সব সত্যি বলবো কিন্তু তার আগে বলো আমাকে ছেরে যাবেনা।

হাসিব : ঠিক আছে বলো।

অহনা : না আগে কথা দাও আমাকে।

হাসিব : আচ্ছা কথা দিলাম তোমাকে। এখন তো বলো।

অহনা : আসলে বিয়ের আগে আমার একটি সম্পর্ক ছিলো, যাকে আমি ভিষন ভালোবাসতাম। কিন্তু হঠাৎ সে আবদার করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। প্রথমত আমি রাজি ছিলাম না কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম আমরা তো দুজন দুজনকে ভালোবাসি বিয়ে ও করবো তাহলে শারীরিক সম্পর্কে গেলে সমস্যা কোথায়। এই সব চিন্তা ভাবনা করে আমিও রাজি হয়ে যাই। তো শারীরিক সম্পর্কের ২ মাস পরে ও আমাকে ধোকা দিয়ে চুপি সারে বিয়ে করে ফেলে অন‍্য একটি মেয়েকে। ঠিক তার কিছুদিন পরে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিশ্বাস করো হাসিব আমি ওকে ভুলে গিয়েছি তোমাকে পেয়ে।

"বউয়ের মুখে এই সব কথা শুনে হাসিব নিস্তব্ধ হয়ে যায়। কি করবে ভেবে পাচ্ছেনা। এই ভাবে বেশ কিছুক্ষন চুপ থাকার পরে "

হাসিব : তুমি এই বাচ্চা কে রাখতে চাও নাকি কাউকে দত্তক দিতে চাও।

অহনা : তুমি যেইটা বলবে সেটাই হবে? (একটু কান্না চোখে)

হাসিব : আমি চাই বাচ্চাটি আমার পরিচয়ে বাছবে। আমি তার বাবা তুমি হলে মা? আর হ‍্যা এই কথাটি যেনো আর কেউ না জানে।

অহনা : সত্যি তুমি একে তোমার পরিচয়ে বড় করবে।

হাসিব : হুমম ভুল যখন করেই ফেলছো এখন আর কি করার। আমি চাইনা এই বাচ্চাটি ইতিম বা রাস্তা ঘাটে বড় হোক। আমি চাই সে আমাদের নিজর সন্তানের মতো বেরে উঠুক।

"হাসিবের এমন মহত কথা শুনে অহনা কি বলবে তা যেনো ভেবে পাচ্ছেনা"

হাসিব : তুমি কি খুশি অহনা।

অহনা : হুমমম আমি অনেক খুশি। কেনো জানি মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি।

হাসিব : পাগলি বউ আমার।

অহনা : হুম❣

29/01/2024

"গল্পটা পড়ার অনুরোধ রইলো" 😓😓😓

বোনঃ হ্যালো......?

ভাইঃ এতো রাতে ফোন দিছিস কেন বোন ...?

বোনঃ (কেঁদে কেঁদে) আমার খুব ভয় করছে, ভাইয়া।😢

ভাইঃ কেন কী হয়েছে...... ?

বোনঃ প্রচুর বৃষ্টি হচ্ছে .....আর মাঝে মাঝে বিদ্যুৎ ও চমকাচ্ছে,

আমার খুব ভয় লাগছে ভাইয়া।

ভাইঃ তোর শশুর বাড়ির সবাই কোথায়,,,?

বোনঃ ঘর বাইরে থেকে তালা দিয়ে ওরা সবাই বেড়াতে গেছে,,বাড়িতে আমি একা।

ভাইঃ ভয় পাস না, তোর ভাইয়া তোর সাথে আছে।

বোনঃ তুই কিন্তু আমার সাথে সারা রাত কথা বলবি ভাইয়া।

ভাইঃ হুম বলবো।

৫মিনিট পর ফোনের লাইনটা কেটে যায়।

মেয়েটা আরো আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক ৩০ মিনিট পর.....

ভাইঃ হ্যালো.......?

বোনঃ জোরে জোরে কেঁদে কেঁদে.......তুই ফোন কেটে দিলি কেন....? ভাইয়া.....? আমি অনেক ভয় পাইছি........😢😢😢

ভাইঃ ভয় পাস না লক্ষি বোন.....তোর ভাই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে,,🌝

বোনঃ এই ঝড় বৃষ্টির রাতে তুই বাইরে দাঁড়িয়ে আছিস...??😔😔

ভাইঃ ভয় পাস না , যা ঘুমিয়ে পর

বোনঃ আয় তুই,,?😢

ভাইঃ সারা রাত তোর জন্য দাঁড়িয়ে থাকবো।

এ ভাবে ওদের ভাই বোনের মধ্যে কথা হতে থাকে। কিন্তু হঠাৎ মেয়েটি ঘুমিয়ে পরে। পর দিন সকাল বেলা থেকে মেয়েটি ওর ভাইকে ফোন দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফোনটা বন্ধ ছিল। মেয়েটি জানতে পারে ওর ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেই রাতেই ছেলেটি মারা যায়। মেয়েটি এই খবরটি শুনা মাএই অজ্ঞান হয়ে যায়।

আর আস্তে আস্তে কুমায় চলে যায়।কিন্তু এখনো গ্রাম বাসিরা বলে যখন আকাশ মেঘ করে,জোরে বাতাস বয়,,ঘন ঘন বিদ্যুৎ চমকায়,,,তখন নাকি ওই মেয়েটির শশুর বাড়ির সামনে কারো চিৎকারের আওয়াজ শুনা যায়।কেউ একজন চিৎকার করে বলছে,, ভয় পাস না তুই ঘুমা বোন, আমি জেগে আছি।

আসলে মা বাবার পরে যদি আর কোন পবিত্র সম্পর্ক থেকে থাকে, সেটা হলো ভাই বোনের সম্পর্ক। আমি ভাই বোনের সম্পর্ক কে সন্মান করি।

আর সব সময় দোয়া করি যেন পৃথিবীর সকল ভাই বোন গুলো ভালো থাকে | 🤲

"অবশ্যই বলবেন। কেমন লেগেছে।"

©

"এরকম মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে এখনি নিল লেখায় চাপ দিয়ে আইডি ফলো করে রাখুন — গল্প- লেখক...!

29/01/2024

🤣🤣 দাদির মোবাইল সাইলেন্ট হ'য়ে গেছে! 🤣🤣
এরপর আমাকে এসে বললো?

দাদি:: দেখ তো নাতি মোবাইল টার কী হয়েছে ...??

আমি :: মোবাইল এর রিংটোন নাই... শে/ষ হয়ে গেছে ..??

দাদি :: কত টাকা লাগব রিংটোন কিনতে.??

আমি :: মিনিমাম ১২০ টাকা...😊

দাদী : আচ্ছা বিছানায় আমার বালিশের নিচে থেকে নিয়ে যা এখনই ঠিক করে নিয়ে আয়🤕

এরপর রিংটোন কেনার জন্য দাদির কাছ থেকে ১২০ টাকা নিলাম, এখন এমবি কিনতে যাচ্ছি! 🐸

😹😹😹😹😹😹😹😹😹

নিত্য নতুন গল্প পড়তে চাইলে পেজটিতে ফলো করে রাখুন 👉

29/01/2024

আজকাল আমার সাথে অহরহ একটা ঘটনা ঘটছে, যেটা আমি আমার সরল মনে কিছুতেই মেলাতে পারছি না। ঘটনাটা বলছি....

দুপুরে বাসা থেকে কল আসলো। বউ ফোন করে জিজ্ঞেস করলো, ‘রাতে কি রান্না করবে।’ চমৎকার বউসুলভ প্রশ্ন।

কিন্তু যেহেতু চাকরিজীবী বউ, তাকে তো আর পোলাও-কোরমা রান্না করার কথা বলা যায় না!
বুদ্ধি করে বলে দিলাম, ‘ডাল আর ডিমভাজি হলেই আমার চলবে!’সহজ রান্না।কষ্ট কম।আমি কারো কষ্টের কারণ হতে চাই না।

সন্ধায় বাসায় ফিরলাম। রাতে খাবার টেবিলে বসে দেখলাম রান্না হয়েছে - পোলাও, মুরগির রোস্ট আর ডিম ভুনা।

ব্যাপারটা দেখে একটু খটকা লাগলো।আজকে আবার বার্থডে বা অ্যানিভারসারির মত কোন উটকো উপলক্ষ- টুপলক্ষ নেইতো!ভুলে গেলেই তো আবার বিপদ!মনে মনে হিসাব কষা শুরু করলাম।

আজকে কি বউয়ের বার্থডে? - না, ক্যানসেল।

আমার বার্থডে? - না, ক্যানসেল।

আমাদের অ্যানিভারসারি? - না, তাও না, ক্যানসেল।

কি হতে পারে, কি হতে পারে!মনে মনে আবার হিসাব করা শুরু করলাম।অনেক হিসেব আর এলগরিদম মিলিয়ে একটাই সল্যুশন বের করতে পারলাম।

২০২০ এর লিপ ইয়ারে ৩৬৬ দিন ধরে আজ আমাদের বিয়ের ১৯৯৯ তম দিন।এটা কি একটা কারণ হতে পারে!১৯৯৯তম দিন কি কোন সেলিব্রেট করার দিবস? না, মানে, মানুষ কি সেলিব্রেট করে? নাকি রাত ১২ টার পর ২০০০তম দিন হবে, সেইটা কারণ?

কি জানি, হয়তো আমি একটু বেশিই ভাবছি। হয়তো এসব কিছুই না!কিন্তু তাও, রিস্ক নিয়ে লাভ নেই।সাথে সাথে নীচে যেয়ে কয়েকটা গোলাপ কিনে আনলাম। গোলাপ হচ্ছে গিফটের আলু!
আলু যেমন সব তরকারির সাথে যায়, গিফট হিসেবে গোলাপও যে কোন কিছুর সাথেই যায়!

ডিনার শেষে বউকে বললাম, – ‘ রান্না চমৎকার হয়েছে। ’

আর গোলাপগুলো হতে দিয়ে বললাম, ❝ হ্যাপি গুড ডে ❞

বউ কিছু বললো না। মুচকি হাসলো।'হ্যাপি ১৯৯৯তম দিন' আর বললাম না, চেপে গেলাম।
আমার এলগরিদমের হিসেব অনুযায়ী যদি ও না ভেবে থাকে!

থাক, রিস্ক নিলাম না।কিন্তু আমার সব হিসাব ভুল। সেদিন আসলে কোন ডে- ফে ছিল না। বউ এমনিতেই ভালো মন্দ রান্না করেছিলো।সেদিনের ব্যাপার ওখানেই শেষ।
'
'
'
এরপর আরেকদিন.....

বউ ফোন করে জিজ্ঞেস করলো, ‘রাতে কি রান্না করবে।’

আমি আবারও বললাম, ‘ডাল আর ডিমভাজি হলেই আমার চলবে।’

পয়েন্ট টু বি নোটেড - এখানেই একটা ব্যাপার বোঝার আছে।একদিন পোলাও রোস্ট রান্না করেছে বলেই সেটাকে গ্যারান্টেড হিসেবে ধরে নেওয়া যাবে না।মনে রাখতে হবে "পোলাও-রোস্ট ইজ আ প্রিভিলে

29/01/2024

ফানি গল্প — না পড়লে মিস করবেন।😂😂😂

বল্টুর বউ সকালে ঘুম থেকে উঠে বল্টু কে বলতেছে:-
বউ : কিগো, চা কোথায়?😒

বল্টু তা শুনে হন হন করে বাড়ি থেকে বেড়িয়ে যাচ্ছে...

বউ : কিগো কোথায় যাচ্ছ?🙄

বল্টু : উকিলের কাছে!🥺

বউ : ওমা! কেন?😧

বল্টু : তোমাকে ডি- ভোর্স দেবো!😒
(এই বলে বল্টু ঘর থেকে বেড়িয়ে গেল)

কিছুক্ষন পর বল্টু বাড়িতে ফিরে এছে মাথা নিচু করে☹️
রান্নাঘরের দিকে গেল!!😶
তা দেখে তার বউ তার পেছন পেছন গিয়ে__

বউ : কিগো কি হলো উকিলের বাসায় গিয়ে?🙄

বল্টু : কি আর হবে! ওখানে গিয়ে দেখি উকিল বাসন মাজতেছে!!🙂🙂

29/01/2024

ভাইয়া তোর ফোনে একটা মেয়ে ফোন
করছিলো!
- তুই আমার ফোন ধরছিলি ক্যান?
- টাকার জন্য!
- মানে?
- মানে, এখন তুই আমাকে ৫শ টাকা দিবি!
নাহলে আব্বুর কাছে সব বলে দিব!
আমি রাগে বললাম, "যাহ্ যাহ্... যা বলার বলে
দে.."
--- আব্বুওও......!
- এইইই দাঁড়া বোন।
- তাহলে টাকা দাও....!
- তিন'শ দিই?
- ভাইয়া...!
- কি?
- তুমি এতো কিপটা কেন? নিজের বোনকেই
তো দিচ্ছো, তাই না?
- ওরে আমার আদরিরে। :D
বৃষ্টিকে টাকা দিয়ে বাসা থেকে বের হচ্ছি!
এমন সময় জেরিন ফোন দিয়ে বলে উঠলো, -
"রিফাত তোমার বোন এমন কেন?"
আমি অবাক হয়ে বললাম, - কেমন?
--- "সরকার গরিবের ব্যবসাতেও ট্যাক্স বসায়
আর তোমার বোন আমাদের প্রেমে!"
আমি পুনরায় অবাক হলাম!!!
জেরিন বললো, - "বৃষ্টি বলেছে, প্রেম করতে
হলে প্রতিমাসে তাকে ২হাজার টাকা করে
ভ্যাট দিতে হবে!"
-
-
আমার বোন 'বৃষ্টি' অত্যান্ত ভালো একটি
মেয়ে। তাকে আমি কোনোদিন কোনো
ছেলের সাথে কথা বলতে দেখেনি। তার
লেখাপড়া, টিউশন ফি সব আমরাই দিই। কিন্তু ও
অতিরিক্ত এতো টাকা দিয়ে কি করে...!
প্রতিমাসে ও আমার থেকেই প্রায় ৩/৪হাজার
টাকা চেয়ে নেয়।
ভাবনার পরিশেষে সিদ্ধান্ত নিলাম,
আগামীকাল বৃষ্টি কলেজের ক্লাস শেষে
টাকা নিয়ে কোথায় যায় সেটা আমি লক্ষ
করবো অর্থাৎ লুকিয়ে লুকিয়ে তাকে ফলো
করবো।
দুপুর ১টা ৩০মিনিট। আমি এক ফ্রেন্ডের মোটর
বাইক নিয়ে বৃষ্টির কলেজ গেটের সামনে চলে
গেলাম। দেখি আমার বোন একটা অটুতে উঠে
কোথায় জানি যাচ্ছে। পিছন পিছন আমিও
গেলাম।
কিছুক্ষন যাওয়ার পর দেখলাম, বৃষ্টি অটু থেকে
নেমে একটা স্কুলগেটের ভিতরে ডুকলো।
১০মিনিট পর সেই স্কুলগেট থেকে বের হয়ে
৮বৎসর বয়সী ২টা পিচ্চি বৃষ্টিকে বিদায়
জানাচ্ছে। তারা দুইজনেই আমার বোনটিকে
জড়িয়ে ধরেছিলো।
বৃষ্টি চলে যাওয়ার পর আমি তড়িঘড়ি করে
পিচ্চি দুটির সামনে গেলাম। গিয়ে জিজ্ঞেস
করলাম, - "এইমাত্র যে মেয়েটি তোমাদের
কাছ থেকে বিদায় নিয়েছে, সে তোমাদের
কি হয়?"
মেয়েটি বললো, - বোন!
আরেকজনকে জিজ্ঞেস করলাম, - "তাকে
কিভাবে চিনো?"
ছেলেটি বলতে লাগলো, - "আমাদের মা মরে
যাওয়ার পর আমরা কিছু খেতে পাইতাম না। দুই
ভাইবোন মিলে স্টেশনে, বাজারে মানুষের
কাছ থেকে ভিক্ষা করে খাইতাম। একদিন
বৃষ্টি আপুর কাছে খাবার চাওয়ার পর উনি
আমাদের সম্পর্কে সব জানলেন এবং এই স্কুলে
(হাতে দেখিয়ে) ভর্তি করিয়ে দিলেন! এখন
আমরা এই স্কুলের হোস্টেলেই থাকি আর
পড়াশোনা করি। বৃষ্টি আপু প্রতিমাসে এসে
আমাদের আদর করে, স্কুলের বে

28/01/2024

পৃথিবীতে নানা সমস্যা আছে,,, 🙂🙂,

_কিন্তু নানী সমস্যা নেই কেন???🤔🤔

* সিনেমা আছে,,,🙂🙂

_ কিন্তু সিনেবাবা নেই কেন???🤔🤔

* ঢাকা আছে,,,🙂🙂

_খোলা নেই কেন????🤔🤔

* পোলার আইসক্রিম আছে,,,🙂🙂

_ মেয়ের আইসক্রিম নেই কেন????🤔🤔

* চাঁদপুর আছে,,,🙂🙂

_ সূর্যপুর নেই কেন???🤔🤔

* গাইবা*ন্ধা আছে,,,🙂🙂

_ ছাগল*বা*ন্ধা নেই কেন???🤔🤔

* ধানমন্ডি আছে,,🙂🙂

_ চালমন্ডি নেই কেন???🤔🤔

* হাতির ঝিল আছে,,,🙂🙂

_ কিন্তু ঘোড়ার ঝিল নেই কেন,,,🤔🤔

🤔🤔🤔ভাবতে ভাবতে l am তো অবাক

এরকম আরো কিছু থাকলে বলে দেখান 🤣
©️

28/01/2024

😿স্বামী - কি করলে তোমার রাগ কমবে প্রিয়তমা..! 🥹

স্ত্রী - আমি ওই তিনটা Word শুনতে চাই..! 😡

স্বামী - I love u..! 😶

স্ত্রী - না..! 😡

স্বামী - I miss u..! 😶

স্ত্রী - না..! 😡

স্বামী - সব দোষ আমার...!😑🙂

স্ত্রী - এবার ঠিকাছে, আমার রাগ কিছুটা কমেছে...! 😅😅

স্বামী - 🙂💔
©️
#

28/01/2024

স্বামীঃ এটা কি ডাল বানিয়েছো?😡
না আছে লবণ
না আছে মরিচ। 😒
একটা মসলাও ঠিক মতো দাওনি।
সিরিয়াল দেখতে দেখতে রান্না করলে এমনই হয়
স্ত্রীঃ খু*ন্তি দেখেছো!! 😡😡
আগে মোবাইলটা সাইডে রাখো।
তখন থেকে দেখছি মোবাইলের দিকে তাকিয়ে ডাল রেখে পানির গ্লাসে রুটি ঢু*বি'য়ে ঢু*বি'য়ে খাচ্ছো। 🤣
আবার বড় বড় লেকচার। 🤨😐
❞।
স্বামী: 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
🤣🤣🤣🤣 🤣🤣🤣

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md nesan nesan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share