27/12/2023
বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি-লেভেল মার্কেটিং(এমএলএম):
১৯৯৮ সালে শ্রীলঙ্কার বংশোদ্ভূত জনাব নারায়ণ দাস নামের এক ব্যক্তি কানাডার মাধ্যম হয়ে দারিদ্র্যপীড়িত বাংলাদেশে এসে এমএলএম ব্যবসার আবির্ভাব ঘটান। তিনি বাংলাদেশে এসে জিজিএন বা গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক কোম্পানির মাধ্যমে এমএলএম চর্চা শুরু করেন। পরবর্তীতে কোম্পানিটি ভেঙ্গে নিউওয়ে প্রাইভেট বাংলাদেশ লি: এবং ডেসটিনি-২০০০ লি: নামের আরো দুইটি কোম্পানির জন্ম হয়। এরপরেই বাংলাদেশে এই পদ্ধতির ব্যপক কার্যক্রম শুরু হয়। ডেসটিনি-২০০০ লি: নামের কম্পানিটি প্রথমের দিকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে পার হলেও পরের দিকে খুব ভালভাবেই চলছিল ২০১২ সাল পর্যন্ত। কম্পানিটির কর্নধার জনাব মোহাম্মদ হোসাইন এবং রফিকুল আমিনের নেতৃত্বে সারা বাংলাদেশে কম্পানিটির ৪৫ লক্ষ ক্রেতাপরিশেক তৈরি হলেও বিভিন্ন অনিয়ম ও অর্থ কেলেংকারির দায়ে দুইজনইকেই কারা বরন করতে হয়েছে । এরপর বাংলাদেশে শুরু হয় এটাকে নিয়ে বিতর্ক।
অবশেষে ২০১৩ সালে এমএলএম আইন পাস হয় এবং আইন তৈরি হয় যা ২০১৩ সালের ৪৪ নং আইন। মহান জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৯ আগস্ট, ২০১৩ সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে আইন প্রনয়নের জন্য বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানা গেছে ।
২০১৪ সালের মার্চ মাসের দিকে কিছু কোম্পানিকে সরকার লাইসেন্স দিলেও ২০১৫ সালের শেষের দিকে এসে সব এমএলএম কোম্পানির লাইসেন্স বাতিল করে দেয়া হয়।এরপর থেকে কিছু কোম্পানি কোর্টের মাধ্যমে স্টে অর্ডার নিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল। কিন্তু বর্তমানে সরকার এটিও বন্ধ করে রেখেছে এবং নতুন করে কোন কোম্পানিকে কোর্টের মাধ্যমে স্টে অর্ডার নিয়ে ব্যবসা পরিচালনারও অনুমতি দিচ্ছে না । ফলে, প্রতিনিয়ত নেতিবাচকদের বিরুদ্ধে মোকাবেলা করে যেতে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কর্মী ও মালিকগণদের।
বর্তমানে বাংলাদেশে পাচঁ শতাধিকেরও বেশী কম্পানি বিভিন্ন প্রতিকুল পরিবেশের মধ্যেদিয়ে নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি-লেভেল মার্কেটিং(এমএলএম) ব্যাবসা পরিচালনা করে যাচ্ছে । এর মধ্যে কিছু কিছু কম্পানি আবার ই-কর্মাস বা অন্যন্য নামে তাদের নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি-লেভেল মার্কেটিং(এমএলএম) ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে ।
সর্বোপরি, সরকারের সঠিক গাইডলাইন পেলে বাংদেশের অর্থনিতিতে ব্যাপক অবদান রাখার সুযোগ রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি-লেভেল মার্কেটিং(এমএলএম) কোম্পানিগুলোর । সাথে দেশের বেকার সমস্যা দূরিকরনের ক্ষেত্রেও দারুন ভূমিকা রাখতে পারে ।