Md kawsar khan

Md kawsar khan আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথেই ?
(1)

18/10/2024

নিশ্চয়ই আমার রব সব থেকে বড় পরিকল্পনাকারী ☺️
তুমি আমাকে নিয়ে যে খারাপ পরিকল্পনা করো,
তার থেকে হাজার গুণ বেশি আমার রব ভালো
পরিকল্পনা করে রেখেছে, ।

সুরা আল-ইমরানে (৩:৫৪) বলা হয়েছে:

"আর তারা (কাফিররা) ষড়যন্ত্র করছিল, আর আল্লাহও পরিকল্পনা করছিলেন, আর আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী।"

সুরা আদ-দুহা (৯৩:৫)-এর আয়াত:

"আর তোমার পালনকর্তা তোমাকে এত কিছু দান করবেন
যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে।"

✍️MD Kawsar Khan

https://facebook.com/pending_collaboration_invites/100024568248741/100079037025637/?ref=copied_link_from_comet_post_composer

কবিতা,     আমি কাউসার লেখক, কাওসার আহমেদ কবিতার ব্যাখ্যা কমেন্টে আমি কাউসার, রাজা আমি,কাঠ কাঁধে নিয়ে হেঁটে চলি, আমি কাউ...
04/10/2024

কবিতা,
আমি কাউসার
লেখক, কাওসার আহমেদ

কবিতার ব্যাখ্যা কমেন্টে

আমি কাউসার, রাজা আমি,কাঠ কাঁধে নিয়ে হেঁটে চলি,
আমি কাউসার নাম, তোমার শহর আমি গড়ি, কাজের মাঠে আমার ধাম।

তোমার চোখে সহজ মনে হয়, আমার ঘামে গড়া প্রাচীর, কিন্তু জানবে না, আমি আছি, এই শহরের তাজা শির!

হাত পুড়িয়ে, পাথর ভেঙে, আমি গড়ি জীবন, কেউ বলবে কি? হ্যাঁ, আমি-ই সেরা, করবো প্রতিশোধের শপথ।

তুমি যদি ভাবো সহজে হারাবো, ভুল ভেবেছো তুমি,
আমি কাউসার, পথে নামলে, পিছে নেই কোনো জমি।

আমার ঘামেই আগুন ঝরে, শহর তোলে মাথা, আমি যে খেলায় নামি, সেই খেলায় আমি সবকিছু জিতে যাই।

তোমার উঁচু বিল্ডিং, সেই তো আমার করা কারুকাজ, রাজা আমি, আমার নিয়মেই হবে তোমার কাজ!

তো, দাঁড়িয়ে দেখো, আমি থামি না, আমি কাউসার নাম, তোমার খেলায় আমি নেই, আমি চালাই আমার নিজে কাম

আমি একজন মুসলিম হিসেবে খেলাফত প্রতিষ্ঠার সম্প্রচারি
28/09/2024

আমি একজন মুসলিম হিসেবে
খেলাফত
প্রতিষ্ঠার সম্প্রচারি

আমি একজন মুসলিম হিসেবে খিলাফাহ্ প্রতিষ্ঠার স্বপ্নচারী।
26/09/2024

আমি একজন মুসলিম হিসেবে খিলাফাহ্ প্রতিষ্ঠার স্বপ্নচারী।

এই আইডির মালিক.!আর এই পৃথিবীতে নেই!কিছুদিন আগে ইন্তেকাল করেছেন!""ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"আমি তার একজন নীকট...
22/09/2024

এই আইডির মালিক.!

আর এই পৃথিবীতে নেই!

কিছুদিন আগে ইন্তেকাল করেছেন!"

"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

আমি তার একজন নীকটাত্মীয়।"আপনাদের সবার কাছে তার রুহের আত্নার মাগফিরাত এর জন্য দোয়া চাইছি।"

•••

কী!!!!!!
সামান্য একটু ধাক্কা লেগেছে কারো অন্তরে?

হঠাৎ একদিন দেখবেন এমন একটি শোক বার্তা হয়তো আপনার টাইমলাইনে আসবে.!

ফিরে আসো আল্লাহর পথে,,,মেসেঞ্জার এ এই নোট গুলা লিখে দিতে পারেন।আজেবাজে নোট না লিখে ইসলামী কিছু নোট লিখুন ইনশাআল্লাহ আল্ল...
21/09/2024

ফিরে আসো আল্লাহর পথে,,,
মেসেঞ্জার এ এই নোট গুলা লিখে দিতে পারেন।
আজেবাজে নোট না লিখে ইসলামী কিছু নোট লিখুন ইনশাআল্লাহ আল্লাহর পথে ফিরতে পারবেন।

১. তাওবার দরজা সবসময় খোলা, ফিরে আসো আল্লাহর পথে।
২. ইমান মজবুত করো, এটি জীবনকে সঠিক পথে পরিচালিত করে।

৩. কুরআন পড়ো, এতে রয়েছে শান্তি এবং সঠিক নির্দেশনা।
৪. আল্লাহর জন্য ভালোবাসা রাখো, তাঁর ভালোবাসা চিরন্তন।

৫. মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো, এটি নবীজির (স.) সুন্নাহ।
৬. রিজিক আল্লাহর হাতে, তাঁর উপর ভরসা রাখো।

৭. নিয়মিত নামাজ পড়ো, এতে আত্মা পবিত্র হয়।
৮. আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল ও দয়ালু।

৯. কঠিন সময়ে ধৈর্য ধরো, আল্লাহ সব দেখেন ও জানেন।
১০. সত্যের পথে থাকো, আল্লাহ সত্যবাদীদের পছন্দ করেন।

কষ্টের সুরে আঁকা এই কবিতাটি:লিখেছেন,, Chat gpt- 4 গুছিয়ে লিখতে বলেছেন Kawsar Ahmed কষ্টের রাতনিভে গেছে জীবন, একাকী রাত,...
11/09/2024

কষ্টের সুরে আঁকা এই কবিতাটি:
লিখেছেন,, Chat gpt- 4
গুছিয়ে লিখতে বলেছেন
Kawsar Ahmed

কষ্টের রাত

নিভে গেছে জীবন, একাকী রাত,
আকাশে চাঁদও আজ নেই সাথ।
বাতাসে কান্নার সুর বাজে সঙ্গী,
মন বলে, "এ কেমন রঙিন বীণার রঙ্গী?"

স্বপ্নগুলো হারালো দিশা,
শুধু রইল কিছু শুকনো আশা।
কোথাও নেই আজ ভরসার হাত,
ভেঙে যাচ্ছে সময়ের বাঁধাটুকু পাত।

কোথাও নেই আলো, শুধু আঁধারের রাজ,
মন বলে, "কবে কাটবে এই বাজে সাজ?"
কষ্টে ভরা প্রতিটি ক্ষণ,
তবু আশা যেন মরতে দেয় না জীবন।

যখন কাঁদে অন্তরের ভাষা,
মনের ভেতর শূন্যতার আশা,
তখনই আসে নীরবতার পর,
কষ্টের রাত কাটে, আসে নতুন ভোর।

এই কবিতায় কষ্টের গভীরতা এবং নিঃসঙ্গতার চিত্র তুলে ধরা হয়েছে, যা আশা ও প্রতীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়।

কাউসার আহমেদ

•___ 𝙇𝙞𝙛𝙚 𝙞𝙨 𝘽𝙚𝙖𝙪𝙩𝙞𝙛𝙪𝙡 𝙬𝙝𝙚𝙣 𝙔𝙤𝙪 𝘼𝙧𝙚 𝙍𝙞𝙜𝙝𝙩 𝙋𝙚𝙧𝙨𝙤𝙣:)🐰🍒___জীবন সুন্দর যদি তুমি সঠিক মানুষ এর সাথে থাকো:)💚🌺•
30/08/2024



___ 𝙇𝙞𝙛𝙚 𝙞𝙨 𝘽𝙚𝙖𝙪𝙩𝙞𝙛𝙪𝙡 𝙬𝙝𝙚𝙣 𝙔𝙤𝙪 𝘼𝙧𝙚 𝙍𝙞𝙜𝙝𝙩 𝙋𝙚𝙧𝙨𝙤𝙣:)🐰🍒
___জীবন সুন্দর যদি তুমি সঠিক মানুষ এর সাথে থাকো:)💚🌺

27/08/2024

হা হা হা
মজা পাইছি এভাবে বেঁধে রাস্তায় গুলি করা হোক

26/08/2024

৯ তারিখ ৮ মাস ২০২৪ বছর

Address

Rajshahi

Telephone

+8801613998057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md kawsar khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md kawsar khan:

Share