Lija Akther

Lija Akther My name is Lija . I am a creative professional social media marketing consultant and expert .

27/02/2025

এই ৯টি ক্যাটাগরির AI টুল আপনার সময় বাঁচাবে এবং দক্ষতা বাড়াবে।

✅ ChatGPT (https://chat.openai.com) – প্রশ্নের উত্তর ও আইডিয়া জেনারেশনের জন্য।
✅ YouChat (https://you.com) – AI সার্চ ইঞ্জিন এবং চ্যাটবট।
✅ Perplexity (https://perplexity.ai) – ইন-ডেপথ রিসার্চের জন্য।
✅ Abacus AI (https://abacus.ai) – ডেটা অ্যানালাইসিস ও প্রেডিকশন টুল।
✅ Copilot (https://lnkd.in/gJ_G9v7u) – কোডিং ও প্রোজেক্ট ম্যানেজমেন্ট।
✅ Gemini AI (https://gemini.google.com) – গুগলের AI রিসার্চ টুল।

২. ইমেজ তৈরী (Image Creation)

✅ Fotor (https://www.fotor.com) – AI ফটো এডিটিং ও ডিজাইন।
✅ Stability AI (https://stability.ai) – হাই-কোয়ালিটি ইমেজ জেনারেশন।
✅ Midjourney (https://www.midjourney.com) – টেক্সট থেকে আর্ট তৈরি করুন।
✅ Microsoft Designer (https://lnkd.in/gRBiYWeF) – সোশ্যাল মিডিয়া পোস্ট ও ডিজাইন টুল।

৩. কপিরাইটিং (Copywriting)

✅ Rytr (https://rytr.me) – AI দিয়ে কনটেন্ট রাইটিং ও কপিরাইটিং।
✅ Copy AI (https://www.copy.ai) – মার্কেটিং কপি ও কনটেন্ট জেনারেশন।
✅ Writesonic (https://writesonic.com) – ব্লগ, এডস, ইমেইল কনটেন্ট তৈরি।
✅ Adcreative AI (https://www.adcreative.ai) – বিজ্ঞাপন কপির জন্য AI টুল।

৪. কনটেন্ট রাইটিং (Writing)

✅ Jasper AI (https://www.jasper.ai) – ব্লগ, আর্টিকেল, কনটেন্ট রাইটিং।
✅ HIX AI (https://hix.ai) – AI-অ্যাসিস্টেড রাইটিং টুল।
✅ Jenny AI (https://jenni.ai) – কনটেন্ট রাইটিং ও এডিটিং।
✅ Quillbot (https://quillbot.com) – প্যারাফ্রেজিং ও গ্রামার চেক।

৫. ওয়েবসাইট ডেভেলপমেন্ট (Website Building)

✅ 10Web (https://10web.io) – AI ওয়েবসাইট বিল্ডার ও হোস্টিং।
✅ Durable (https://durable.co) – ৩০ সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করুন।
✅ Framer (https://www.framer.com) – নো-কোড ওয়েবসাইট ডিজাইন।
✅ Style AI (https://style.ai) – ওয়েবসাইট ডিজাইন ও অপ্টিমাইজেশন।

৬. ভিডিও তৈরী ও এডিটিং (Video Creation & Editing)

✅ Klap (https://klap.app) – AI দিয়ে শর্ট ভিডিও তৈরি করুন।
✅ Opus (https://opus.pro) – ভিডিও এডিটিং ও অপ্টিমাইজেশন।
✅ InVideo (https://invideo.io) – প্রফেশনাল ভিডিও এডিটিং।
✅ Runway ML (https://runwayml.com) – এডিটিং ও স্পেশাল ইফেক্টস।
✅ HeyGen (https://www.heygen.com) – AI দিয়ে ভিডিও জেনারেশন।

৭. মিটিং ম্যানেজমেন্ট (Meeting Management)

✅ Tldv (https://tldv.io) – মিটিং রেকর্ডিং ও সামারি তৈরি করুন।
✅ Otter AI (https://otter.ai) – মিটিং ট্রান্সক্রিপশন ও নোটস।
✅ Noty AI (https://noty.ai) – মিটিং অটোমেশন ও নোটস।
✅ Fireflies AI (https://fireflies.ai) – মিটিং রেকর্ডিং ও অ্যানালাইসিস।

৮. SEO অপ্টিমাইজেশন (SEO Optimization)

✅ VidIQ (https://vidiq.com) – ইউটিউব ভিডিওর জন্য SEO টুল।
✅ Seona AI (https://seona.ai) – ওয়েবসাইটের জন্য SEO অপ্টিমাইজেশন।
✅ BlogSEO (https://blogseo.ai) – ব্লগ পোস্ট SEO ফ্রেন্ডলি করুন।
✅ Keywrds AI (https://keywrds.ai) – কীওয়ার্ড রিসার্চ ও অপ্টিমাইজেশন।

৯. চ্যাটবট তৈরী (Chatbots)

✅ Droxy (https://droxy.ai) – ওয়েবসাইটের জন্য AI চ্যাটবট।
✅ Chatbase (https://www.chatbase.co) – কাস্টমাইজড চ্যাটবট তৈরি করুন।
✅ Mutual Info (https://mutual.info) – কাস্টমার সাপোর্ট চ্যাটবট।
✅ Chatsimple (https://chatsimple.ai) – ওয়েবসাইটের জন্য সহজ চ্যাটবট।

25/02/2025

ল্যান্ডিং পেজ আছে, কিন্তু সেলস নাই? সমস্যাটা কোথায়? 🚀
তুমি ল্যান্ডিং পেজ বানালে, ট্রাফিকও আসছে, কিন্তু সেলস হচ্ছে না! হতাশ লাগছে? চিন্তা কোরো না, তুমি একা নও!
এটাই নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ— ল্যান্ডিং পেজ কনভার্ট করছে না!
কিন্তু একবার ভাবো, শুধু ল্যান্ডিং পেজ থাকলেই কি সেলস হবে? ❌
👉🏼 না! কারণ কাস্টমার ঢুকছে, কিন্তু কিনছে না!
🔍 তাহলে সমস্যাটা কোথায়? চল দেখি সমাধান!
ল্যান্ডিং পেজে "হুক" নেই—কাস্টমার কেন থাকবে?
কাস্টমার ক্লিক করল, কিন্তু ৩ সেকেন্ডের মধ্যে ইন্টারেস্ট হারিয়ে ফেলল! কেন?
তুমি কি শুধুই প্রোডাক্টের ছবি দিয়ে রেখেছ? সাধারণ একটা বর্ণনা লিখে রেখেছ? তাহলে কাস্টমার চলে যাবে!
💡 সমাধান:
✅ একটা শক্তিশালী হুক ব্যবহার করো!
✅ এমন কিছু লেখো, যা দেখে কাস্টমার মনে করবে, "এটাই তো আমার দরকার!"
✅ CTA স্পষ্ট করো—"Order Now," "Claim Your Discount," বা "Solve Your Problem Today!"
কাস্টমার প্রোডাক্ট কিনতে আসে না, সে সমাধান খুঁজতে আসে!
বেশিরভাগ মার্কেটার **ভুল করে** সরাসরি বলে— "এই আমাদের প্রোডাক্ট, কিনুন!"
কিন্তু কাস্টমার কী ভাবছে? "আমার সমস্যার সমাধান দেবে তো?"
🔴 ভুল উপায়:
❌ "আমাদের স্কিনকেয়ার ক্রিম ব্যবহার করুন, এটা খুব ভালো!"
🟢 সঠিক উপায়
✅ "রোদে বের হলে স্কিনে দাগ পড়ে? আমাদের SPF 50 স্কিনকেয়ার ক্রিম আপনাকে সুরক্ষা দেবে!"
📌 টিপস:
✔️ সমস্যাটা তুলে ধরো!
✔️ দেখাও, তোমার প্রোডাক্ট কিভাবে সমস্যার সমাধান দিচ্ছে!
✔️ সঠিক টার্গেটিং করো—যেন যারা সত্যিই আগ্রহী, তারাই পায়!
ট্র্যাকিং ঠিক নেই? বাজেট নষ্ট হবে, কিন্তু কাস্টমার আসবে না!
অনেকেই ভাবে, **Google Tag Manager কানেক্ট করলেই ট্র্যাকিং ঠিক হয়ে গেলো! কিন্তু বাস্তবে?
👉🏼Pixel, API & Custom Event সেটআপ না করলে ডাটা ভুল আসবে, বিজ্ঞাপন ভুল জায়গায় যাবে!
💡কী করো:
✅ সঠিকভাবে Facebook Pixel & Conversion API সেট করো!
✅Google Analytics ঠিকমতো কনফিগার করো!
✅রিয়েল-টাইম রিপোর্ট দেখে অপ্টিমাইজ করো!
ল্যান্ডিং পেজ ছাড়া কি ব্যবসা করা সম্ভব?
অবশ্যই! বিপণন কৌশল- যদি শক্তিশালী হয়, তাহলে শুধুমাত্র page, কাস্টম অডিয়েন্স এবং স্মার্ট কন্টেন্ট মার্কেটিং দিয়েই দারুণ সেলস আনা সম্ভব!
কী করতে পারো?
✔️ একটা প্রফেশনাল page সেটআপ করো!
✔️কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটার্গেটিং চালাও!
✔️সরাসরি ইনবক্স বা WhatsApp-এ লিড কনভার্ট করো!
✔️ট্রাস্ট বিল্ডিং করো—রিভিউ, টেস্টিমোনিয়াল, কেস স্টাডি দেখাও!
শেষ কথা—ল্যান্ডিং পেজ থাকলেই সেলস হবে না! সঠিক স্ট্র্যাটেজি লাগবে!
✅ শক্তিশালী হুক
✅প্রব্লেম-সলভিং কনটেন্ট
✅সঠিক ট্র্যাকিং
✅ স্মার্ট মার্কেটিং
এগুলোর,একটাও মিস করলে সেলস আসবে না!

Instant reply,Frequently asked questions setup
24/02/2025

Instant reply,Frequently asked questions setup

আপনার ব্যবসাকে আরও প্রফেশনাল লুকে উপস্থাপন করতে চান?এই 3D লোগোটি কেমন লাগল? কমেন্টে জানাতে ভুলবেন না! 💬👇 ভালো লাগলে নিতে...
13/02/2025

আপনার ব্যবসাকে আরও প্রফেশনাল লুকে উপস্থাপন করতে চান?
এই 3D লোগোটি কেমন লাগল? কমেন্টে জানাতে ভুলবেন না! 💬👇

ভালো লাগলে নিতে পারেন, আর চাইলে আপনার ব্র্যান্ডিং অনুযায়ী কাস্টমাইজও করতে পারি!

Business Cards, flying & ID cards design
05/02/2025

Business Cards, flying & ID cards design

05/02/2025

Motion graphics & intro video

29/01/2025

29/01/2025

tools

My Work Sample
27/11/2024

My Work Sample

26/11/2024

একজন মার্কেটারের দায়িত্ব নিয়ে ভুল ধারণা ভেঙে নতুন অধ্যায়ের শুরু
আমরা অনেকেই মনে করি, একজন মার্কেটারের কাজ মানেই স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ করা, লাইক-ফলোয়ার বাড়ানো কিংবা এড ক্যাম্পেইন করা। কিন্তু এই ধারণাটা একেবারেই অসম্পূর্ণ। আসুন আজ একটু গভীরভাবে বিশ্লেষণ করি, একজন পেশাদার মার্কেটারের দায়িত্ব কতটা ব্যাপক এবং কীভাবে তারা একটি স্টার্টআপকে বিগ ব্র্যান্ডে পরিণত করতে কাজ করে।

কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা।
কনটেন্ট ইজ কিং—এটা আমরা সবাই জানি। তবে একজন মার্কেটারের আসল দক্ষতা হলো সঠিক কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা।
কীভাবে করবেন?

বিজনেসের টার্গেট অডিয়েন্স কারা, তারা কী ধরনের কনটেন্ট দেখতে চায়, তা বিশ্লেষণ করতে হবে।
কনটেন্টের ধরন হতে পারে ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেইল নিউজলেটার ইত্যাদি।
উদাহরণ হিসেবে ধরি, Daraz। তারা প্রোডাক্ট রিভিউ ভিডিও, ডিসকাউন্ট পোস্ট এবং ট্রেন্ডি প্রোডাক্টের মাধ্যমে অডিয়েন্সের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তুলেছে।

ডিজিটাল মার্কেটিং চ্যানেল অপ্টিমাইজেশন
একজন মার্কেটারকে জানতে হবে, কোন প্ল্যাটফর্মে বেশি ফলাফল আসছে এবং কোন চ্যানেলে সময় নষ্ট হচ্ছে।
প্ল্যাটফর্ম অপ্টিমাইজেশনের গুরুত্ব:

ফেসবুক, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম, ইউটিউব বা ইমেইল মার্কেটিং—সব প্ল্যাটফর্মের ROI (Return on Investment) নিয়মিত পর্যালোচনা করতে হবে।
উদাহরণ হিসেবে Foodpanda। তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোকাল ডিশগুলো হাইলাইট করে তাদের মার্কেট শেয়ার বাড়িয়েছে।

ক্লায়েন্ট/কোম্পানির সাথে নিয়মিত কমিউনিকেশন
একজন প্রফেশনাল মার্কেটারকে সবসময় ক্লায়েন্ট বা কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখতে হয়।
কারণ:
ব্যবসার টার্গেট পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি বদলাতে হবে।
বাজেটের সঙ্গে মিল রেখে ক্যাম্পেইন ডিজাইন করতে হবে।
মার্কেটিং রিপোর্ট জমা দিয়ে সাফল্য ও সম্ভাবনা বুঝিয়ে দিতে হবে।
সত্যিকারের মার্কেটার—একজন সমস্যার সমাধানকারী
যে শুধু লাইক-কমেন্ট-ফলোয়ার নয়, ব্র্যান্ডের পুরো ইকোসিস্টেম উন্নত করতে কাজ করে।
আপনি কি একজন মার্কেটার হিসেবে আরও দক্ষ হতে চান? মনে রাখবেন, স্ট্র্যাটেজি এবং বাস্তবায়নের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাটাই একজন সফল মার্কেটারের আসল পরিচয়।

05/11/2024

Social media marketing Strategies

Address

Vodra, Jamalpur
Rajshahi
6000

Telephone

+8801745225570

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lija Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lija Akther:

Share