22/12/2025
ময়না হতে ৬ মাস শ্যাম্পু করেননি, সেকেন্ড হ্যান্ড জামা পরেছেন নাজিফা তুষি!
মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় আছে নাজিফা তুষি ‘আমি মাসের পর মাস রোদে পুড়েছি। আমাদের সে রকম প্রসথেটিকস বিশেষজ্ঞ নেই। আবার অতিরিক্ত মেকআপে অভিনয়ের সহজ, স্বাভাবিক বিষয়টাও থাকে না। তাই সবচেয়ে সহজ হলো চরিত্রটার মতো হয়ে যাওয়া।
‘ওখানকার নারীরা সাধারণত দিনমজুরের কাজ করেন। তাঁদের শরীর দেখলেই বোঝা যায়। আমিও প্রচুর পরিশ্রম করে শরীরে ওই ব্যাপারটা এনেছি। সেকেন্ড হ্যান্ড জামাকাপড় কিনতাম। নিজেই আবার সেগুলো পরিষ্কার করে পরতাম। শুটিংয়ের আগে ও শুটিংয়ের পুরোটা সময় আমি নিজের কোনো পোশাকই পরিনি।
‘মাস ছয়েক তো মাথায় শ্যাম্পুই দিইনি। বিশ্বাস করবেন কি না, আমার কোনো আলাদা মেকআপ ছিল না। রোদে পোড়া চেহারা, চুল, ধুলাময়লা, কালি, বালুমাখা, শর্ষের তেল মেখে ট্যান হওয়া, পান খেয়ে দাঁতে টেক্সচার আনা।
-নাজিফা তুষি