11/08/2025
ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন। ভুক্তভোগী রাবি নারী শিক্ষার্থীদের লেখাটি হুবুহু তুলে ধরা হল।
ভার্সিটি থেকে বিনোদপুর মেসে আসতেছিলাম এই লোকের রিক্সাতে। উনি পুরো রাস্তা বাজে অঙ্গভঙ্গি করে আসতেছিলেন। আমার পাশে আমার একটা বান্ধবী ছিল ও এই বিষয়টি খেয়াল করে এবং চুপ থাকে। ও ভাবে হয়তো লোকটা ভুলে এগুলা করতেছে, কিন্তু যখন লোকটা কন্টিনিউআসলি এসব করছিল তখন আমার ফ্রেন্ড আমাকে সেটা দেখায়। এরপর আমি ভিডিও শুরু করি, এবং ভিডিও করার পরেও উনি বাজে অঙ্গভঙ্গি করছিল। এক পর্যায়ে আমার ফ্রেন্ড জিজ্ঞেস করে আপনি কি অসুস্থ? লোকটি বলে হ্যাঁ এখানে প্রচুর ব্যাথা। এরপর আমি তার রিক্সার চাবি খুলে ফেলি তখন উনি মাফ চাওয়া শুরু করে যে আর করবোনা। ততক্ষণ অবধি উনি আমাদের কে অবলাই ভেবে আসছিল। কি একটা অবস্থা। নানা দাদার বয়সী মানুষ , যার কিনা বয়স এত বেশি, সেও যদি এমন করে। এরপর পাশের মেস থেকে ভাই আপুরা এসে লোকটাকে মাফ চাইতে বলে।উনি পালিয়ে চলে যায়।
© রাবি শিক্ষার্থী
দ্রুত উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। নয়ত আমাদের বোনদের সাথে আবার এমন করবে এদের সাহস আরো বেড়ে যাবে।
#রাজশাহী