Ashik Ahmed

Ashik Ahmed Assalamualaikum

11/08/2025

ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন। ভুক্তভোগী রাবি নারী শিক্ষার্থীদের লেখাটি হুবুহু তুলে ধরা হল।

ভার্সিটি থেকে বিনোদপুর মেসে আসতেছিলাম এই লোকের রিক্সাতে। উনি পুরো রাস্তা বাজে অঙ্গভঙ্গি করে আসতেছিলেন। আমার পাশে আমার একটা বান্ধবী ছিল ও এই বিষয়টি খেয়াল করে এবং চুপ থাকে। ও ভাবে হয়তো লোকটা ভুলে এগুলা করতেছে, কিন্তু যখন লোকটা কন্টিনিউআসলি এসব করছিল তখন আমার ফ্রেন্ড আমাকে সেটা দেখায়। এরপর আমি ভিডিও শুরু করি, এবং ভিডিও করার পরেও উনি বাজে অঙ্গভঙ্গি করছিল। এক পর্যায়ে আমার ফ্রেন্ড জিজ্ঞেস করে আপনি কি অসুস্থ? লোকটি বলে হ্যাঁ এখানে প্রচুর ব্যাথা। এরপর আমি তার রিক্সার চাবি খুলে ফেলি তখন উনি মাফ চাওয়া শুরু করে যে আর করবোনা। ততক্ষণ অবধি উনি আমাদের কে অবলাই ভেবে আসছিল। কি একটা অবস্থা। নানা দাদার বয়সী মানুষ , যার কিনা বয়স এত বেশি, সেও যদি এমন করে। এরপর পাশের মেস থেকে ভাই আপুরা এসে লোকটাকে মাফ চাইতে বলে।উনি পালিয়ে চলে যায়।

© রাবি শিক্ষার্থী

দ্রুত উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। নয়ত আমাদের বোনদের সাথে আবার এমন করবে এদের সাহস আরো বেড়ে যাবে।

#রাজশাহী

03/08/2025

আইনের রক্ষক যদি অসম্মান করে, তবে প্রশ্ন করতেই হবে চুপ করে থাকলে অ'ন্যায় আরও বেড়ে যাবে। প্রতিটি নাগরিকের সম্মান প্রাপ্য কেউ সেটা ছোট করতে পারে না।

লাশের উপর ব্যবসা এর শেষ কোথায় ? জেগে উঠ রাজশাহীর জনতা!রাজশাহীর প্রশাসন কি এই সিন্ডিকেটের সাথে জড়িত? রাজশাহী মেডিকেল চত্ব...
28/07/2025

লাশের উপর ব্যবসা এর শেষ কোথায় ?
জেগে উঠ রাজশাহীর জনতা!
রাজশাহীর প্রশাসন কি এই সিন্ডিকেটের সাথে জড়িত?

রাজশাহী মেডিকেল চত্বরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক চিত্র!

একজন মানুষ মারা গেলে, পরিবারের ওপর নেমে আসে এক পাহাড়সম শোক। এমন এক মুহূর্তে কেউ চায় না আর বাড়তি ঝামেলা বা অপমান। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেই শোকের সময়েই যেন শুরু হয় আরেক দুঃস্বপ্ন — কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেট।

যে পরিবারটি নিজের গাড়ি নিয়ে এসেছে, তাদেরও মৃতদেহ বহনের অনুমতি দেয়া হয় না। কারণ, 'ওয়ার্ডে কেউ মারা গেছে' — এই খবর ছড়াতে না ছড়াতেই হাজির হয়ে যায় এই সিন্ডিকেটের সদস্যরা। আপনি চাইলেও আপনার স্বজনের মরদেহ নিয়ে যেতে পারবেন না, যদি না তাদের হাতে "নির্ধারিত অতিরিক্ত টাকা" তুলে দেন।

👉 সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে —
আপনি নিজের ইচ্ছেমতো গাড়ি বেছে নিতে পারবেন না।
আপনাকে নিতে হবে তাদের সিরিয়াল অনুযায়ী দেওয়া সেই জরাজীর্ণ গাড়িগুলো, যেগুলোতে নেই ঠিকমতো ফিটনেস, নেই দরজা-জানালার ঠিকঠাক অবস্থা।
বৃষ্টির দিনে ভেতরে পানি পড়ে, রাস্তায় নষ্ট হয়— তাও মরদেহ তোলার পর আর পিছু ফিরতে পারেন না কেউ।

📍 রাজশাহী থেকে পার্শ্বতী কোন জেলায় যেখানে একটি সুস্থ রোগী গেলে ভাড়া লাগে ২০০০ টাকা — সেখানে মৃতদেহ পরিবহনে দাবি করা হয় ৫০০০ টাকারও বেশি।
কোন আইন? কোন মানবতা?
এই সিন্ডিকেটের চোখে এ যেন কেবল এক ‘সুযোগ’, আর্তনাদের মাঝেই অর্থ কামানোর সুযোগ!

🔍 কিছু বছর আগে মেডিকেল কর্তৃপক্ষ কিলোমিটার হিসেবে ভাড়ার তালিকা নির্ধারণ করেছিল।
কিন্তু সেই নিয়ম এখন কোথায়?
সেই মূল্যতালিকা কি কেবল কাগজ-কলমে থেকে যাবে?

এই সিন্ডিকেট ব্যবস্থা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, কেউ প্রতিবাদ করার সাহসও পান না।
কারণ এমন অবস্থায় পরিবার শুধু মরদেহ দ্রুত বাড়ি নিতে চায়। কে আর ঝামেলায় যেতে চায়?

একজন মানুষের মৃত্যুর পরও যদি পরিবারকে এমন অমানবিক লেনদেনের শিকার হতে হয়, তবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি?
এই দুর্নীতি আর কত বছর চলবে?
কবে এগুলোর জবাবদিহিতা আসবে?

আপনার কী কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানাতে পারেন

19/07/2025

চারঘাট রাওথা কলেজের সামনে ভায়াবহ এক্সিডেন্ট বাস আর এম্বুলেন্স 🥹

11/07/2025

চাচা কাজটুক করলো কি 🤣🤣

নতুন ভিডিও আসছে
05/07/2025

নতুন ভিডিও আসছে

24/05/2025

Good night

আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে পেয়ে গেলাম সবাই পাশে থাকবেন 🥰🥰🥰
14/05/2025

আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে পেয়ে গেলাম সবাই পাশে থাকবেন 🥰🥰🥰

নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই,! 🤡
25/04/2025

নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই,! 🤡

30/03/2025

৫০০ বছর এর ঐতিহাসিক বাঘায় ঈদ মেলা শুরু 😊

30/03/2025

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share