
01/09/2025
এই Rs Fahim Chowdhury দেশের কত হাজার কোটি টাকা লুটপাট করেছে' যারা জানেন না' আসেন বলি..
- এটা ২০১৭ সালের ছবি' ওর সামনে যে বাইক টা দেখছেন' এটা পুরনো একটা বাইক' কয়েক বছর টাকা জমা করে' আর শুধু মাত্র ৩ হাজার টাকা লাগবে' তখন নিজের ফোন বিক্রি করে এই বাইক টা' ৬০ / ৭০ টাকা দিয়ে নিছে' তখন কে চিনে কে এই ফাহিম..??
- আমরা তখন দিন রাত বাইক নিয়ে পড়ে থাকতাম' খুঁজে খুঁজে ভিডিও দেখতাম বাইকের সব ভিডিও' তখন এই ফাহিমের ভিডিও সামনে আসে' ২০১৭ সালে' কোন দামি ক্যামেরার নাই' একটা ফোন দিয়ে করা ভিডিও আপলোড দিতো এই ফাহিম..
- তার পর ইউটিউবে ভিডিও বানিয়ে এভাবে কিছু টাকা ইনকাম করে আরো একটা বাইক কিনে 4V..
- ফাহিমের Story দেখতাম' ভোর ৪/৫ টা অব্দি ভিডিও এডিট করে আবার সকাল ৬/৭ টা বেরিয়ে যেতো Stunt Practices করতে..
- জেলায় জেলায় গিয়ে মার্কেটিং করে' ২০ / ২৫ হাজার টাকা করে পেতো' টিমের সবাই ভাগ করে যা থাকতো' তা দিয়ে পরিবার' ও কিছু টাকা জমা করে..
- এভাবে আর কিছু টাকা ইনকাম করে একটা Car কিনে' হঠাৎ একদিন ফাহিমের মা অসুস্থ হওয়ায় পর Car টা বিক্রি করে দেয় মায়ের চিকিৎসার জন্য..
- ফাহিমের বাবা নাই' বাবা ছাড়া দুনিয়া কেমন আমি জানি' তোহ বাবা না থাকার কষ্ট' ২ টা বোন মা নিয়ে পরিবার টার হাল ধরে ফাহিম..
- কথা হলো কত হাজার কোটি টাকা দেশের লুটপাট করলে এই ফাহিমের মায়ের চিকিৎসার জন্য মাত্র ৩/৪ লাখ টাকা দামের গাড়িটা বিক্রি করতে হয়..
- আমি চাই ওর কঠিন শাস্তি হক' শুধু মাত্র মানুষ চিনতে পারে নি' ওর জীবনের সব থেকে বড় ভুল' আফ্রিদি ওর বন্ধু' এবং সেদিন সে ফোন আলাপ করেছে..
- একটা বন্ধুর সাথে আমরা কতো কথা বলি' কত কিছু' সেও হেসে বলে দিয়েছে' এটাই তার জীবনের বড় ভুল..
- আমি আফ্রিদির বন্ধু হলে তখন কলই ধরতাম না..
- এই বাবা ছাড়া ছেলেটারে মাফ করে দেন' মাটি থেকে উঠে এই জায়গায় আসছে' শুধু মাত্র ব্যক্তিগত অপছন্দ থেকে ছেলেটার জীবন নষ্ট করে দিয়েন না..
- ওর এতো বড় পরিবার' মা' বউ' বোন' ছোট একটা মেয়েও আছে' ওর ইনকামে ওর পরিবার টা চলে..
- ওর কাছে দেশের লুট করা কয়েক হাজার কোটি টাকা থাকলে' পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে চলে যেতো..
- ওর এতো টাকাও নাই' তাই যাওয়ার জায়গাও নাই' আন্দলোনের সময় অন্তত পোস্ট করছে' যেমন আমরাও করছি' এই দিক টা চিন্তা করে' ওরে ওর মতো বাঁচতে দেন' ওর পরিবারের জন্য..
- এই ক্ষতি করে কিছুই পাবেন না' কিছুই না' ওর বাপের লুট করা কোটি টাকা নাই' আর ও কাউকে জিম্মি করে কখনো কিছু হাসিল করেনি..
- একদম খোদা পেটে নিয়ে শূন্য পকেটে উঠে এসেছে' বাবা ছাড়া দুনিয়াটা কঠিন' ওর পাশে তোহ বাবাও নাই' যে জিজ্ঞেস করবে' বাবা আমার কি করা উচিৎ..
- একটা ফোন আলাপের জন্য ওর ক্ষতি করে আমার আপনার কোন লাভ হবে না..
- মাটি থেকে উঠে আসা' বাবা হারা ছেলে গুলো' লোহার চাইতেও শক্ত' চাইলেই ভেঙে দিতে পারবেন না' এরা বার বার উঠে দাঁড়ায়' আবার শুরু করে..
- বাবা হারা ছেলে গুলো হারে না' হয়তো জিতে' নয়তো শিখে..
- ওর পাশে না গেলে বুঝতে পারবেন না মানুষ টা কেমন' চিনে না জানে না' তখন দেখা হওয়ার সাথে সথে গলা জড়িয়ে ধরে' মনে হয় অনেক দিনের পরিচিত..
- সব শেষে বলতে চাই' পরিবার কথা চিন্তা করে' ওর বাবা নাই' ছোট একটা মেয়ে আছে" ওর ইনকাম করার মতো আর কেউ নাই' এই দিকটা চিন্তা করে' ওরে মাফ করে দিয়েন..
- আমার বাঙালি জাতি মানুষের খারাপ সময় মুখ ফিরিয়েও তাকাই না তার দিকে' আর একটু উপরে উঠলে চোখ সরাতে পারিনা..
- সাথে বসেছি' পাশে দাঁড়িয়েছি' গলা জড়িয়ে ধরেছি' আর হুদাই এই ফাহিমের লগে বেঈমানী করমু না' এই ফাহিম একদিনে এই জায়গায় আসেনি..
- তার অবস্থান দেখে তার ক্ষতি করবেন না' সে এই জায়গায় কীভাবে এসেছে' সেটা একটু দেখলে' মনে হবে' বাদ দেই মাফ করে দেই' ভুল মানুষই করে' তার এই কষ্ট করে উঠে আসার তুলনায়' এই ফোন আলাপের ভুল অনেক বড় নয়..
- ভালো থাকেম ভাই ফাহিম' মনে রাখবেন শূন্য থেকে খালি পেটে উঠে আসা' বাবা হারা ছেলে গুলো' মাটির সাথে মিশে যায় না' তারা হারে হারে হারে এবং জিতে যায় খারাপ সময় পাশে না থাকলে অপরাধবোধ মনে হতো' একদিন হলেও গলা জড়িয়ে ধরেছি' খারাপ সময় বেঈমানী করমু না ।
Never Give Up Rs Fahim Chowdhury 🫂❤️
Collected by : ( তৌফিক রিয়াদ From সিলেট ) 📝