
12/08/2024
আমাদের রাজশাহী শহরে অটো রিকশা চালকরা একটু সুযোগ পেলেই, নতুন বাইরের মানুষ বুঝতে পারলেই অতিরিক্ত ভাড়া আদায় করে। এর আগে তাদের অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সিটি কর্পোরেশন থেকে সকল দূরত্বের ভাড়া নির্ধারণ করে দিয়েছিলো, তারপর ও দেখা যায় এমন করে।
তাই এই ভাড়ার তালিকাটা আমরা সকল গাড়িতে লাগানো বাধ্যতামূলক করতে পারি। যারা জানেনা তারাও চার্ট দেখে ভাড়া দিতে পারবে সকলের সুবিধা হবে ।
বিষয়টা নজর ভালো লাগলে দিতে পারেন
ধন্যবাদ