
09/04/2024
ঈদের আনন্দে মন ভরে উঠেছে,
চাঁদের আলোয় পৃথিবী ঝলমল করে।
আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার অপেক্ষায়।
ঈদ মোবারক!
চাঁদ দেখা যায়নি,
তবু ঈদের প্রস্তুতি তুঙ্গে।
নতুন জামা, সেলাই, মিষ্টি,
সবকিছুতেই ঈদের আবহ।
ঈদ মোবারক!
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক চারদিকে,
সকলের মুখে ফুটে উঠুক হাসি।
ঈদ মোবারক!