04/11/2023
🥰 রাজশাহী ও চাপাইনবাগঞ্জের বিখ্যাত খাবার 'কালাইরূটি'_____!
কালাইরুটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে । এটি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের খুবই জনপ্রিয়, ঐতিহ্যবাহি এবং বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম । এই কালাইরুটি আগে শ্রমিক /লেবারদের ও গ্রামের মানুষদের প্রচলিত একটি খাবার ছিল । কারণ কালাইরুটি বেশ খানেকটা সময় পর্যন্ত ক্ষুধা নিবারণ করে থাকে । গ্রামের কৃষকরা সকালে ঘুম থেকে উঠে কৃষি কাজে যায় । আর কৃষি কাজ অনেক পরিশ্রমের তাই শরীরে শক্তির জন্য কৃষকরা প্রতিদিনই কালাইরুটি খাই, বিশেষ এটার প্রচলন গ্রামের দিকে এখনও রয়েছে ।
বর্তমান সময়ে এই কালাইরুটির জনপ্রিয়তা দেশের অনেক স্থানেই ছড়িয়ে গেছে । রাজশাহী শহরের অলিতে গলিতে এর দোকান রয়েছে এখন । এখন বেশিরভাগ মানুষের কাছেই পছন্দের খাবারের মধ্যে এটি একটি । শীত শুরুর আগে ও শীতের সময় এর প্রতি মানুষের চাহিদা ব্যাপক হয়ে থাকে । শহরের বাইরে থেকে কেউ আসলে, সে কখনোই কালাইরুটির স্বাদ নিতে ভুলে যায় না, বিশেষ করে যারা আগে একবার খেয়ে গেছেন । একবার খেয়ে যে মজা পাবে, সে পরবর্তীতে আবার খেতে আসবেই এটাই এর বৈশিষ্ট্য ।
আগে বেশিরভাগ মানুষই শুধু ঝাল ও বেগুন ভর্তা দিয়েই কালাইরুটি খেতো । কিন্তু বর্তমান সময়ে মানুষের খাওয়ার ধরনের মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে । এখন ঝাল ও বেগুন ভর্তার পাশাপাশি বট ভুনা, হাঁস ভুনা, গরু ভুনা, টমেটো ভর্তা ইত্যাদি এসব দিয়ে এই কালাইরুটি খাওয়ার প্রচলন বেড়েছে ।
কালাইয়ের ময়দা, চালের ময়দা ও সামান্য গমের ময়দা মিক্সড করে, হাত দিয়ে ময়দা মথে লই করে হাত দিয়েই রুটি বেলে মাটির খোলায় বসিয়ে সেঁকে এই রুটি তৈরি করা হয়ে থাকে ।
তবে গ্রামীণ পরিবেশে এসে সবাই মিলে একসাথে এই কালাইরুটি খাওয়ার মজাই অন্যরকম । শীতের সময়ে অনেকেই গ্রামের বাসায় পিকনিক করে থাকেন । কিন্তু আপনারাও কালাইরুটি উৎসব বা পিকনিক করে দেখবেন, একটু অন্যরকম আনন্দ অনুভূত হবে ।
😋 আপনারা যারা কালাইরুটি খেতে পছন্দ করেন নিচের ভিডিও টি তাদের জন্য দিলাম ।
স্থান : ললিত নগর, গোদাগাড়ি, রাজশাহী ।