মহুয়া টিউশন মিডিয়া

মহুয়া টিউশন মিডিয়া Content Creator

17/07/2025

রাবির ফিমেল টিউটর নিড
ক্লাস ওয়ান এবং থ্রীর দুজন বাচ্চাকে পড়াতে হবে

সপ্তাহে : চারদিন
বেতন :২০০০
লোকেশন: মির্জাপুর

নোট: টিউশন কনফার্মের পূর্বে কোন আর্থিক লেনদেন নেই।
আগ্রহীরা কমেন্ট করে রাখুন।

17/07/2025

আবার ফিরে এলাম টিউশন মিডিয়ার কাজে। যারা এখনো রাজশাহীতে আছেন, রাবি, রুয়েটে আপনাদের পরিচিত জুনিয়র কেউ থাকলে পেইজে অবলীলায় ইনভাইট করতে পারেন।
নোট: টিউশন কনফার্মের পূর্বে কোন অর্থ লেনদেন নেই।

সুধী,দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে আগামী ০২ জানুয়ারী ২০২৫ তারিখে  "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক ...
18/12/2024

সুধী,
দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে আগামী ০২ জানুয়ারী ২০২৫ তারিখে "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা" র কমিটি ঘোষণা করা হবে।
অলকানন্দা'র বিভাগসমূহ:
১.নাটক
২.গান
৩.আবৃত্তি
৪.নৃত্য
৫পাঠচক্র
৬.সাহিত্য প্রকাশনা( অলকানন্দা নামে নিয়মিত একটি ত্রৈমাসিক সাহিত্য সংকলন প্রকাশিত হবে)
এই পোস্ট পাঠকদের মধ্যে কেউ অলকানন্দা'র সাথে কাজ করতে আগ্রহী থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
যোগাযোগ :01518332482

07/12/2024

বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তিচর্চার প্রথম সংগঠন স্বনন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় যৌথভাবে ১৫ দিন ব্যাপী আবৃত্তি বিষয়ক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা অতিসত্বর নাম নিবন্ধনের জন্য 01748944815 নাম্বারে যোগাযোগ করুন।

সুধী, দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে অতিদ্রুতই  "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, রাজশাহী বিশ...
01/12/2024

সুধী,
দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে অতিদ্রুতই "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা" র কমিটি ঘোষণা করা হবে।
অলকানন্দা'র বিভাগসমূহ:
১.নাটক
২.গান
৩.আবৃত্তি
৪.নৃত্য
৫পাঠচক্র
৬.সাহিত্য প্রকাশনা( অলকানন্দা নামে নিয়মিত একটি ত্রৈমাসিক সাহিত্য সংকলন প্রকাশিত হবে)
এই পোস্ট পাঠকদের মধ্যে কেউ অলকানন্দা'র সাথে কাজ করতে আগ্রহী থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
যোগাযোগ :01518332482

30/11/2024

সবাইকে মহান বিজয়ের মাসের শুভেচ্ছা।

অলকানন্দার কর্মী সংগ্রহের কার্যক্রম  শুরু
27/11/2024

অলকানন্দার কর্মী সংগ্রহের কার্যক্রম শুরু

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দ্বিধাহীন সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ" বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও স...
27/11/2024

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দ্বিধাহীন সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ" বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মী সংগ্রহ চলছে।

26/11/2024

সুধী,
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে অতিদ্রুতই "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা" র কমিটি ঘোষণা করা হবে।
অলকানন্দা'র বিভাগসমূহ:
১.নাটক
২.গান
৩.আবৃত্তি
৪.নৃত্য
৫পাঠচক্র
৬.সাহিত্য প্রকাশনা( অলকানন্দা নামে নিয়মিত একটি ত্রৈমাসিক সাহিত্য সংকলন প্রকাশিত হবে)
এই পোস্ট পাঠকদের মধ্যে কেউ অলকানন্দা'র সাথে কাজ করতে আগ্রহী থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
যোগাযোগ :01518332482

25/11/2024

সুধী,
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে অতিদ্রুতই "অলকানন্দা " নামে একটি অরাজনৈতিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
অলকানন্দা'র বিভাগসমূহ:
১.নাটক
২.গান
৩.আবৃত্তি
৪.নৃত্য
৫পাঠচক্র
৬.সাহিত্য প্রকাশনা( অলকানন্দা নামে নিয়মিত একটি ত্রৈমাসিক সাহিত্য সংকলন প্রকাশিত হবে)
প্রাথমিকভাবে অলকানন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করলেও অতিদ্রুতই জেলা ও থানা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে। এই সমুদয় সাংগঠনিক কাজ পরিচালনা করার জন্য অতিসত্ত্বর উদ্যমী ও সমমনা ব্যক্তিদের নিয়ে একটি নির্বাহী কমিটি গঠন করা হবে।
এই পোস্ট পাঠকদের মধ্য থেকে কেউ অলকানন্দা'র সাথে কাজ করতে আগ্রহী থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
যোগাযোগ :01518332482

25/11/2024

সাহস
হুমায়ুন আজাদ

এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
কথা বলা সাহস, চুপ করে থাকাও সাহস।
দলে থাকা সাহস, দলে না থাকাও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে, সব কিছুই সাহসের পরিচায়ক।
তোমাকে ভালোবাসি বলা সাহস।
তোমাকে ভালোবাসি না বলাও সাহস।
এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
ঘরে একলা থাকাটা সাহস।
আবার রাস্তায় অনেকের সঙ্গে বেরিয়ে পড়াও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে সব কিছুই সাহসের পরিচায়ক।
ঝলমলে গোলাপের দিকে তাকানোটা সাহস।
তার থেকে চোখ ফিরিয়ে নেয়াও সাহস।
এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
আমি কিছু চাই বলাটা সাহস।
আবার আমি কিছুই চাই না বলাও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে বেঁচে থাকাটাই এক প্রকাণ্ড দুঃসাহস।

25/11/2024

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

Address

Rajshahi

Telephone

01518332482

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহুয়া টিউশন মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share