The Muslim Lens

The Muslim Lens The Muslim Lens:
Exploring global Muslim issues, unity, and inspiration-
• News
• Faith
• Awareness
• Ummah Affairs.
(1)

10/01/2026

জর্ডান সীমান্তে মাইনফিল্ড ধ্বংস, প্রাচীর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
জর্ডান ভ্যালিতে অবস্থিত মাইনফিল্ড বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ইসরায়েল। দেশটি জর্ডান সীমান্তে একটি নতুন নিরাপত্তা প্রাচীর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই সীমান্তটিকে এতদিন ইসরায়েলের শেষ “শান্ত” বা তুলনামূলকভাবে স্থিতিশীল সীমান্ত হিসেবে বিবেচনা করা হতো।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপকে শুধু প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখার সুযোগ কম। বরং এটি ভবিষ্যৎ বড় ধরনের সংঘাতের প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে। ইসরায়েল একে একে তার সব সীমান্তকে শক্তিশালী করছে, যা গোটা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, জর্ডান সীমান্তে প্রাচীর নির্মাণ এবং মাইনফিল্ড ধ্বংসের সিদ্ধান্ত ইসরায়েলের দীর্ঘমেয়াদি সামরিক ও কৌশলগত পরিকল্পনার অংশ। এতে করে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

31/12/2025

ভা'রতের হরি'য়ানায় বিজে'পি নেতাদের বাড়ি বাড়ি অ'স্ত্র বিতরণ করা হচ্ছে।
আল্লাহ হেফাজত করুন!

#ভারত #মুসলিমনিধন #মুসলিম #বিজেপি #ভাইরালভিডিওシ #রিলসভিডিওシ ゚

ফলো The Muslim Lens

26/12/2025

আফগানিস্তানের মানুষ যেভাবে নাস্তা করে 😋
আর প'শ্চিমা মিডিয়া দেখায় তারা না খেয়ে মা'রা যাচ্ছে 😁

The Muslim Lens

26/12/2025

গতকাল গা'জা মে'ডিকেল শিবার ক্যাম্পাসে ১৬৮ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে স্নাতক সম্পন্ন করেছেন। তবে স্নাতক অর্জনের পথে যেতে গিয়ে ১০ জন শহী'দ হয়েছেন।
অত্যন্ত আবেগঘন এই স্থানে দাঁড়িয়ে স্পষ্টভাবে বোঝা যায় যু'দ্ধের কারণে এখানে অসংখ্য মানুষের প্রা'ণহানি ঘটেছে।

#গাজা #মেডিকেল #স্নাতক #ডাক্তার #এমবিবিএস #ভিডিওシ #ভাইরালভিডিওシ

19/12/2025

সবাই দর্শক 💚
জ্ব'লছে প্রথম আলো 🔥

19/12/2025

ইস'রায়েলি বাহিনী বুনো ফুল সংগ্রহ করার অভিযোগে ৮-১২ বছর বয়সী ৫ জন ফি*লিস্তিনি শি'শুকে গ্রে'প্তার করেছে।

কোনো অ*স্ত্র নয়, কোনো হা:মলা নয়।
শুধু বুনো ফুল সংগ্রহ করাই তাদের অপরাধ 😥

শেয়ার করুন!

ফলো The Muslim Lens

12/12/2025

“❝জুলুমের পরিণাম খুবই খারাপ হয়। যেমনটি আমরা সিরিয়াতে প্রত্যক্ষ করেছি। এবার ফিলি.স্তিনে সেই দৃশ্য দেখার পালা। ফিলি.স্তিনের নিপীড়িত মানুষের ধৈর্য অবশ্যই বিজয়ে পরিণত হবে, যেমনটি সিরিয়ায় ঘটেছে। ফিলি.স্তিন স্বাধীন হবে, শান্তি ফিরে আসবে। ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী ফিলি.স্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেই রাষ্ট্রের রাজধানী হবে কুদস।
ফিলি.স্তিনেও আমরা সবাই মিলে বিজয়ের সঙ্গীত গাইব, যেমনটি আমরা সিরিয়ায় গেয়েছি।❞

-তুরস্ককের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান

ফলো The Muslim Lens

07/12/2025

আলহামদুলিল্লাহ ❤️
আজকে ৬ ডিসেম্বর ইন্ডি'য়ার মুর্শিদা'বাদে বাব'রি মস'জিদ এর ভিত্তিপ্রস্ত'র স্থাপনে জনগণের আবেগ কতটা জড়িয়ে আছে জনগণের ভিড় তার পরিচয় বহন করছে।

শেয়ার দিন

ফলো The Muslim Lens

07/12/2025

বা'বরি মস'জিদ ধ্বং'সের বার্ষিকীতে ভারতীয় মুস'লিম নারীরা বিশেষ কুনুতে নাজিলা (অত্যাচারীদের উপযুক্ত পরিণতি চেয়ে প্রার্থনা) নামাজের আয়োজন করেন।
এটি আল্লাহর রহমত, ন্যায়বিচার ও কঠিন সময়ে মুক্তির জন্য গভীর হৃদয়ছোঁয়া দোয়া।
শান্তি, ঐক্য ও নিরাময়ের জন্য এক শক্তিশালী আবেদন।

#ভাইরালভিডিওシ #বাবরি

ফলো The Muslim Lens

01/12/2025

ইস'রায়ে'লি দখ'লদার বা'হিনী সালফিটের পশ্চিমে কারাওয়াত বানি হাসান এলাকায় ফি'লিস্তি'নিদের অপহ'রণ করে নির্যা:তন করছে।

ফলো The Muslim Lens

30/11/2025

তুরস্কে 'তালাআল-বাদরু আলাইনা' নাশিদটি সঙ্গীতসহ পরিবেশন করা হচ্ছে… তবে এবার তা মহানবী মুহাম্মদ ﷺ-কে স্বাগত জানানোর জন্য নয়, বরং ভ্যাটিকানের পোপ লিও চতুর্দশকে স্বাগত জানাতে।

এই দৃশ্যটি তুরস্কসহ পুরো মুসলিম বিশ্বে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। অনেকে এটিকে তুরস্কের পক্ষ থেকে উচ্চ মর্যাদার অতিথিকে সম্মান জানানোর একটি উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অন্যদের মতে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীকের অবমূল্যায়ন বা অনুপযুক্ত ব্যবহার—যা ক্যাথলিক চার্চের প্রধানকে স্বাগত জানাতেই করা হয়েছে।



Follow The Muslim Lens

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Muslim Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share