রাজশাহী নিউজ.com

রাজশাহী নিউজ.com সত্যের পথে জনগণের সাথে লড়বো আমার অন্যায়ের বিরুদ্ধে।

01/05/2025

নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার।

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকে ১লা মে ২০২৫ পাহাড়পুর বৌদ্ধবিহার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কিন্তু দায়িত্বরত গার্ড ও অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তাদের অবহেলায় অনেকে সেখানে প্রবেশ করে। এবং অনেক দূর থেকে যারা এখানে বেড়াতে এসেছিল তাদের ঢুকতে না দেয়ায় সেখানে অনেকে মনের ক্ষোভ প্রকাশ করেছেন।

কথা হচ্ছে যেখানে প্রবেশ নিষেধ করেছে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে সেখানে কেনো আলাদাভাবে কিছু সংখ্যক মানুষ প্রবেশ করলো।

কর্তৃপক্ষের উচিৎ যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত। আইন সবার জন্য সমান।

#নওগাঁ_পাহাড়পুর
#নওগাঁ
#নওগাঁ_জেলা_প্রশাসক

30/04/2025

রাজশাহী দড়িখর্বনা রেল ক্রসিং তার পাশে একটি ড্রানে, অচেনা এক ব্যক্তির লাশ পাওয়া যায়,লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি ।
রাজশাহী মেডিকেল কলেজে লাশ নিয়ে যাওয়া হচ্ছে।

কমেন্টে তার ছবি দেওয়া আছে যদি কেউ চিনে থাকেন
বোয়ালিয়া মডেল থানায় যোগাযোগ করবেন ।

24/04/2025

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্তকারী একজন কে রাজপাড়া থানা কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
অন‍্যদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

23/04/2025

রাজশাহী সিএন্ডবি'তে এভাবেই উত্ত্যক্ত করা হয় নারীদেরকে এবং অশ্লীল অঙ্গভঙ্গি দেখায় কিছু কিছু বকাটে ছেলেরা। এদের খুব দ্রুত আইনের আওতায় আনা দরকার।

11/04/2025

রাজশাহীর রানীবাজারের প্রাণকেন্দ্রে ছিনতাই হয় আজ বিকাল ৫ ঘটিকার সময়। ছিনতাইকারীকে হাতেনাতে ধরে জনগণ। ভিকটিম রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছিল তাকে গতিরোধ করে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের সাহায্য পকেট থেকে টাকা ও মানিব্যাগ মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পডে।

রাজশাহী মুক্তমঞ্চ ৯ নং ওয়ার্ড কোন কাউন্সিলর না থাকায় ।এক দাজ্জালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী । সে দাজ্জালের...
09/04/2025

রাজশাহী মুক্তমঞ্চ ৯ নং ওয়ার্ড কোন কাউন্সিলর না থাকায় ।এক দাজ্জালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী । সে দাজ্জালের নাম হচ্ছে -শেখ ফরিদ, নিজেকে জামাত শিবিরের কর্মী হিসেবে দাবি করে।( পিতা হাতেম কসই )(বাড়ি হোসেনগঞ্জ ) এলাকায় তার বিষয়ে অনেক অভিযোগ তার বিষয়ে জানতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে,সেই এলাকায় ভূমিদস্য নামে পরিচিত, ফায়ার ব্রিগেডের মোড় থেকে রাজশাহী মুক্ত মঞ্চ পদ্মা নদীর নিজ পর্যন্ত, সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছে একাধিক দোকান, প্রত্যেকটা দোকান ভাড়ায় খাটাই, মুক্তমঞ্চের নিচে কখনো চটপটির দোকানদারদেরকে সরিয়ে তাদের জায়গা দখল, কখনো, শরবত বিক্রেতাকে সরিয়ে তার জায়গা দখল, কখনো পেয়ারা বিক্রেতাকে সরিয়ে তার জায়গাটা দখল, এলাকার মানুষ ভয়ে কেউ প্রকাশে মুখ খুলে না, তার বড় ভাই রাজশাহী শহরের ওয়ান্টেড ছিনতাইকারী র‍্যাংকিং এক নাম্বার,
ওর ভাইয়ের নাম হচ্ছে ছিনতাইকারী আউয়াল, হাতেম কসের ছেলে ।এইতো দুই এক দিন আগে
মুক্তমঞ্চের নিচে রফিক নামের এক লোকের চটপটির দোকানদার তার জায়গা দখল করে নিয়েছে সে লক অসহায়ের মতন কান্নাকাটি করছে । কিছু বলতে গেলেই বলে গুলি করে দেব । মুক্ত মঞ্চের মানুষ এই দাজ্জাল ফরিদ এর কাছে জিম্মি হয়ে গেছে ।
পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি
তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য ।
হ্যাঁ আরো একটা বিষয় প্রশাসনের অনুমোদন ছাড়াই , মুক্তমঞ্চের নিচে মেলা করার প্রিপারেশন চলছে কাজ চলমান বিভিন্ন রাইড বসানো হয়েছে,
এই মেলা কে কেন্দ্র করে এলাকার মধ্যে উত্তেজিত শুরু হয়েছে , যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।

পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এদের হাত থেকে সাধারণ জনগণকে মুক্ত করা হোক ।

18/03/2025

রাজশাহীতে সিল্ক শোরুমের মালিক শফিকুল ইসলাম বেলালের বিরুদ্ধে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ ।

12/03/2025

গতকাল রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৩১ নং ওয়ার্ড এর ঘটনা।
রুগীর লোকের সাথে কর্মরত ব্রাদারের সাথে বেড নিয়ে ঝামেলা হওয়ায়,সেই ব্রাদার ওই লোককে শার্টের কলার ধরে ডক্টরস রুমে নিয়ে ৪ জন মিলে মেরেছে।পরে পুলিশ আসলে সম্পুর্ন বিষয়টা তারা অস্বীকার করে।আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা।

12/03/2025

ওসিকে এখানে আসতে বলেন। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট।

11/03/2025

রাজশাহী সরকারি হাসপাতাল হয়ে লাভ টা কি???

10/03/2025

আজ আদালত খোলা আছে,সকালে রায় দিয়ে সুর্যাস্ত যাওয়ার আগেই ধর্ষকদের ঝুলিয়ে দিন।
♦️আসামি হাতে আছে,সাক্ষী আছে,,আপনি,আমি, মিডিয়া, পুলিশ সবাই বলছি ধর্ষণ করা হয়েছে,,,তবে আর কিসের অপেক্ষা??????
শুধু ধর্ষণ ই নয় তাকে হ'ত্যা চেষ্টা ও করা হয়েছে।
#আছিয়া
চাই একটা নিরাপদ বাংলাদেশ 🇧🇩

আছিয়ার অবস্থা খুব আশংক। জনক কিন্তু সে বেঁচে আছে।
সবচেয়ে জঘ!ন্যতম বিষয় হলো আছিয়াকে দুইজন নয় তিনজন মিলে ধ'*র্ষ!*ণ করে।
১. আছিয়ার বোনের ভাসুর
২.আছিয়ার বোনের শশুর
৩. আছিয়ার নিজের দুলাভাই।

08/03/2025

কেরানীগঞ্জে ৩০ হাজার পিস ইয়াবা সহ ২ জন কে পুলিশ আটক করায়, পুলিশকে বিএনপির অফিসে ডেকে এনে হুমকিধামকি দিচ্ছে, বলছে এই এলাকার দায়িত্ব আমার। কেরানীগঞ্জে কিছু করতে হলে আগে বিএনপি নেতার অনুমতি নিতে হবে। বিএনপি নেতা আরো বলেন তার নাম ধরেও ডাকা যাবে না!

Address

Rajshahi
BINODPUR-6206RAJSHAHIBANGLADESH

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী নিউজ.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share