11/03/2025
Copy from অনিমা চৌধুরী...★কেন রিলস-এ ডলার আসা কমে গেছে?
>>রিলসে এংগেইজমেন্ট আর রিচ অনেক বেশি হলেও ফেইসবুক রিলসের অ্যাড থেকে যথেষ্ট পরিমাণ রেভেনিউ বা টাকা জেনারেট করতে পারছিল না। এইকারণে ফেইসবুক আর ইনস্টাগ্রাম দুইজায়গাতেই Ads on Reels এর Bonus Program যেটা থেকে বেসিকালি বেশি টাকা আসতো সেই প্রগ্রামটা থামিয়ে দিয়েছে বা Pause করে দিয়েছে।
আগে যেখানে ১ লাখ ভিউতেই ৫-৬ ডলার চলে আসতো এখন ১ লাখ ভিউতে আসছে ১ বা ১.৫ ডলার।
(Source: techcrunch.com, theverge.com)
★তাহলে এখন কি ধরণের কন্টেন্টে টাকা আসবে?
>> ফেইসবুক এখন অ্যাড প্লেইস করার জন্য ৩ মিনিট+ বা লং ভিডিও প্রিফার করছে বেশি। যে ভিডিও যত লম্বা সময় ধরে মানুষ দেখবে তত বেশি ডলার ইনকাম হবে সহজ কথা।
এইকারণে Niche ক্যাটেগরির ভিডিও দিতে উৎসাহ দেওয়া হচ্ছে যেই ভিডিওর কন্টেন্ট মানুষের জীবনে কোন কাজে আসবে বা মানুষ আগ্রহ নিয়ে দেখবে বা তার জীবনে কোন ভ্যালু অ্যাড করবে। যেমন, health, technology, informative, educational।
সাথে বলা হচ্ছে longer, engaging, advertizer and family friendly video তে ইনকাম হবে বেশি।
★তাহলে এখন কি হবে?
সস্তা বা ছাপড়ি জাতীয় কন্টেন্টগুলো রিচ পেলেও আর টাকা পাবেনা। সুতরাং মানুষ এইদিকে কম আগ্রহী হবে। যেটা এক দিক দিয়ে সুসংবাদ।
কারণ বড় ভিডিও, ভাল ভিডিও, কোয়ালিটি ভিডিও বানাতে যে সময়, এফোর্ট আর স্কিল প্রয়োজন সেটা সবার থাকেনা।
যাদের ক্যালিবার আছে তারা টিকে যাবে। সারভাইভাল অফ দ্য ফিটেস্ট।
গতকাল থেকে যাদের মনে খুস খুস করছিল এক পোস্টে সোর্স সহ ভেরিফাইড তথ্য দিয়ে দিলাম।
Thank me later.
©অনিমা চৌধুরী
TechCrunch | Reporting on the business of technology, startups, venture capital funding, and Silicon Valley